Ajker Patrika

হাকিমির ধর্ষণের ব্যাপারে কী বললেন তাঁর স্ত্রী 

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৯: ২০
হাকিমির ধর্ষণের ব্যাপারে কী বললেন তাঁর স্ত্রী 

আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল গত মাসে। এর পর থেকেই আলোচনায় আছেন হাকিমি। মরক্কোর এই ডিফেন্ডারের স্ত্রী হিবা আবুক জানিয়েছেন, ভুক্তভোগী যিনিই হোন, তার পক্ষেই তিনি থাকছেন। 

সামাজিকমাধ্যমে নিজের মতামত দিয়েছেন আবুক। ইনস্টাগ্রাম স্টোরিতে হাকিমির স্ত্রী জানিয়েছেন, তিনি হাকিমির সঙ্গে আর থাকতে চান না এবং তাঁরা ডিভোর্স নেওয়ার কথা ভাবছেন। হাকিমির স্ত্রী লিখেছেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে আমি ভুক্তভোগীদের পাশে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তা সে অভিযোগ যেমন হোক না কেন। আমরা কেবল ন্যায়বিচারের ভালো কাজের ওপর আস্থা রাখতে পারি।’ যদিও ধর্ষণের ঘটনার আগে হাকিমি ও আবুকের বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

প্যারিসের বোলোনি এলাকায় গত ২৫ ফেব্রুয়ারি হাকিমির বাড়িতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পরের দিন মরক্কোর এই খেলোয়াড়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। আর ঘটনা প্রকাশ্যে আসে ২৭ ফেব্রুয়ারি ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের দিনই। এই অনুষ্ঠানে হাকিমি উপস্থিত ছিলেন। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে করা অভিযোগকে মিথ্যা দাবি করেছিলেন আইনজীবী ফ্যানি কলিন। লা প্যারিসিয়ানকে কলিন বলেছেন, অভিযোগগুলো মিথ্যা। সে খুবই শান্ত ছেলে এবং ন্যায়বিচার পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত