স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়েই বার্সেলোনার কোচিং ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতেছেন জাভি হার্নান্দেজ। এবার আরেকটি শিরোপা জয়ের সুযোগের পথে বাধা রিয়াল। আজ রাতে কোপা দেল রের সেমিফাইনালে লস ব্ল্যাংকোসদের মুখোমুখি হবে বার্সা। ফলে বাড়তি আরেকটি এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকেরাও।
সেমির প্রথম লেগের ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এতে নিশ্চিত বাড়তি প্রেরণা পাবেন লস ব্ল্যাংকোসদের খেলোয়াড়েরা। আজকে প্রতিপক্ষদের অনেক কিছুতেই বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও নিজের শিষ্যদের উদ্বুদ্ধ করে স্মৃতি রোমন্থন করেছেন জাভি। রিয়ালের মাঠে শিষ্যদের সাহসী থাকতে বলেছেন তিনি।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘সান্তিয়াগো বার্নাব্যু আমাকে সব সময় রোমাঞ্চিত করে। মাঠটিকে ভালোবাসি এবং খেলতে পছন্দ করি। এটি দুর্দান্ত এক অনুভূতি। এ কারণেই আমার খেলোয়াড়দের বলেছি তাদের সাহসী হতে হবে।’
সর্বশেষ এল ক্ল্যাসিকোয় রিয়ালকে হারালেও আজকের ম্যাচ বার্সার জন্য বেশ কঠিন। শিষ্যদের যতই সাহসী থাকতে বলুক না কেন, আজ স্কোয়াডের সেরা তিন তারকাকে পাচ্ছেন না জাভি। চোটে আগেই জানা গিয়েছিল ওসমান দেম্বেলে ও পেদ্রি খেলতে পারবেন ধ্রুপদি এই লড়াইয়ে। আর লিগের সর্বশেষ ম্যাচে চোট আলমেরিয়ার বিপক্ষে চোট পাওয়ায় সতীর্থদের সঙ্গী হয়েছেন রবার্ট লেভানডফস্কি। চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা পোলিশ তারকা।
শীর্ষ তিন তারকা না থাকলেও আজকে জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘আমরা ভালো ছন্দে আছি। আমাদের কাছে আরও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। এবার ম্যাচে প্রতিক্রিয়া জানানোর সুযোগ। আমরা জয়ের জন্য লড়ব এবং আমাদের পারফরম্যান্স দেখাব।’
ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়। আজকের ম্যাচ ছাড়াও এই মৌসুমে আরও দুটি এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। সেমির ফিরতি লেগ হবে ৫ এপ্রিল ন্যু ক্যাম্পে। কোপা দেল রের সেমির মাঝে ১৯ মার্চ লা লিগার বাকি এল ক্ল্যাসিকোতেও মুখোমুখি হবে দুই দল।
স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদকে হারিয়েই বার্সেলোনার কোচিং ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতেছেন জাভি হার্নান্দেজ। এবার আরেকটি শিরোপা জয়ের সুযোগের পথে বাধা রিয়াল। আজ রাতে কোপা দেল রের সেমিফাইনালে লস ব্ল্যাংকোসদের মুখোমুখি হবে বার্সা। ফলে বাড়তি আরেকটি এল ক্ল্যাসিকো দেখার সুযোগ পাচ্ছেন সমর্থকেরাও।
সেমির প্রথম লেগের ম্যাচটি হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। এতে নিশ্চিত বাড়তি প্রেরণা পাবেন লস ব্ল্যাংকোসদের খেলোয়াড়েরা। আজকে প্রতিপক্ষদের অনেক কিছুতেই বাড়তি সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও নিজের শিষ্যদের উদ্বুদ্ধ করে স্মৃতি রোমন্থন করেছেন জাভি। রিয়ালের মাঠে শিষ্যদের সাহসী থাকতে বলেছেন তিনি।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘সান্তিয়াগো বার্নাব্যু আমাকে সব সময় রোমাঞ্চিত করে। মাঠটিকে ভালোবাসি এবং খেলতে পছন্দ করি। এটি দুর্দান্ত এক অনুভূতি। এ কারণেই আমার খেলোয়াড়দের বলেছি তাদের সাহসী হতে হবে।’
সর্বশেষ এল ক্ল্যাসিকোয় রিয়ালকে হারালেও আজকের ম্যাচ বার্সার জন্য বেশ কঠিন। শিষ্যদের যতই সাহসী থাকতে বলুক না কেন, আজ স্কোয়াডের সেরা তিন তারকাকে পাচ্ছেন না জাভি। চোটে আগেই জানা গিয়েছিল ওসমান দেম্বেলে ও পেদ্রি খেলতে পারবেন ধ্রুপদি এই লড়াইয়ে। আর লিগের সর্বশেষ ম্যাচে চোট আলমেরিয়ার বিপক্ষে চোট পাওয়ায় সতীর্থদের সঙ্গী হয়েছেন রবার্ট লেভানডফস্কি। চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা পোলিশ তারকা।
শীর্ষ তিন তারকা না থাকলেও আজকে জয়ের সুযোগ আছে বলে জানিয়েছেন জাভি। তিনি বলেছেন, ‘আমরা ভালো ছন্দে আছি। আমাদের কাছে আরও একটি শিরোপা জয়ের সুযোগ রয়েছে। এবার ম্যাচে প্রতিক্রিয়া জানানোর সুযোগ। আমরা জয়ের জন্য লড়ব এবং আমাদের পারফরম্যান্স দেখাব।’
ম্যাচটি শুরু হবে আজ রাত ২টায়। আজকের ম্যাচ ছাড়াও এই মৌসুমে আরও দুটি এল ক্ল্যাসিকোয় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। সেমির ফিরতি লেগ হবে ৫ এপ্রিল ন্যু ক্যাম্পে। কোপা দেল রের সেমির মাঝে ১৯ মার্চ লা লিগার বাকি এল ক্ল্যাসিকোতেও মুখোমুখি হবে দুই দল।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে