ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতেই নকআউটের মহড়াটা ভালোভাবে সেরে রাখতে চাইবে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পা হড়কালে কী বিপদ তৈরি হতে পারে, সেটা চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেই টের পেয়েছিলেন মেসিরা। সেবার প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওনেল মেসি। ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলেও ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসিরা।
সেই শিক্ষা থেকে আজ সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টা করে যাবে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। সেই কোপটা আজ পড়তে পারে সৌদির ঘাড়েও। আরব দেশগুলোর বিপক্ষে মেসির অপরাজেয় দ্বৈরথও পরিসংখ্যানের পালে দিচ্ছে হাওয়া। সৌদির বিপক্ষে কত গোল করবেন তা নিয়েও বাড়ছে বাজির দর।
বাড়তি আগ্রহ আছে আর্জেন্টিনা একাদশ নিয়েও। চোট নিয়ে লিসান্দ্রো মার্তিনেজের অস্বস্তি আছে। গুইদো রদ্রিগেজের আছে অসুস্থতা। অস্বস্তি না থাকলে মেসি থাকবেন শুরু থেকেই। লাউতারো মার্তিনেজ ও আনহেল ডি মারিয়া হবেন মেসির আক্রমণের সঙ্গী। লিসান্দ্রো মার্তিনেজ না খেললে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়েই হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
লিওনেল মেসির শেষ বিশ্বকাপ বলেই কাতার বিশ্বকাপে আগ্রহের কেন্দ্রে আর্জেন্টিনা। তাই গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতেই নকআউটের মহড়াটা ভালোভাবে সেরে রাখতে চাইবে লিওনেল স্কালোনির দল।
বিশ্বকাপের প্রথম ম্যাচে পা হড়কালে কী বিপদ তৈরি হতে পারে, সেটা চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেই টের পেয়েছিলেন মেসিরা। সেবার প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন লিওনেল মেসি। ভাগ্যের জোরে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেলেও ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মেসিরা।
সেই শিক্ষা থেকে আজ সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই গোলের চেষ্টা করে যাবে আর্জেন্টিনা। শেষ তিন ম্যাচে অন্তত তিনটি করে গোল করেছে আলবিসেলেস্তেরা। সেই কোপটা আজ পড়তে পারে সৌদির ঘাড়েও। আরব দেশগুলোর বিপক্ষে মেসির অপরাজেয় দ্বৈরথও পরিসংখ্যানের পালে দিচ্ছে হাওয়া। সৌদির বিপক্ষে কত গোল করবেন তা নিয়েও বাড়ছে বাজির দর।
বাড়তি আগ্রহ আছে আর্জেন্টিনা একাদশ নিয়েও। চোট নিয়ে লিসান্দ্রো মার্তিনেজের অস্বস্তি আছে। গুইদো রদ্রিগেজের আছে অসুস্থতা। অস্বস্তি না থাকলে মেসি থাকবেন শুরু থেকেই। লাউতারো মার্তিনেজ ও আনহেল ডি মারিয়া হবেন মেসির আক্রমণের সঙ্গী। লিসান্দ্রো মার্তিনেজ না খেললে ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দিকে নিয়েই হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
সৌদির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ, আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে