Ajker Patrika

মেসিদের বরণ করতে গিয়ে আহত ১৮

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১২: ১৭
মেসিদের বরণ করতে গিয়ে আহত ১৮

তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপন করতে লাখ লাখ মানুষের স্রোত বুয়েনস এইরেসের রাস্তায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে জানা গেছে, সূর্যের তাপ ও গরম উপেক্ষা করে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হয়েছিল বুয়েনস এইরেসে। 

বিজয়ের আনন্দ উদ্‌যাপনের সময় হতাহতের ঘটনাও জানা গেছে। এখন পর্যন্ত ১৮ জনের আহতের ঘটনা জানা গেছে। এত মানুষের ভিড়ে হতাহতের শঙ্কা সব সময়ই থাকে ৷ যা হোক, হতাহতের সংখ্যা যেন বেশি না হয়, সে কারণেই সিদ্ধান্তে পরিবর্তন আনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

ছাদখোলা বাসে বুয়েনস এইরেস থেকে সেন্ট্রাল ওবিলিস্কে যাওয়ার কথা ছিল লিওনেল মেসি-আনহেল দি মারিয়াদের। শহরটির রাস্তায় জনতার স্রোত নামায় তা আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ফুটবলারদের হেলিকপ্টারে করে এএফএর সদর দপ্তর এজেইজায় নিয়ে যাওয়া হয়। 

শুরুর দিকে সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। তবে মেসি-দি মারিয়াদের বাস ওভারব্রিজের কাছে যাওয়ার পরই নিরাপত্তার শঙ্কা জাগে। সমর্থকেরা ওভারব্রিজ থেকে ছাদখোলা বাসে লাফ দেওয়া শুরু করে। এতে করে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। 

এমন ঘটনার পর বাধ্য হয়েই পাঁচটি হেলিকপ্টারে ফুটবলারদের এএফএর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সবকিছু পরিকল্পনামতো না হওয়ায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। সামাজিক মাধ্যমে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘ওবিলিস্কের জনতার কাছে যাওয়ার অনুমতি দেয়নি আমাদের সঙ্গে থাকা নিরাপত্তা দল। খেলোয়াড়দের পক্ষ থেকে হাজারবার ক্ষমা প্রার্থনা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত