ফুটবল মাঠ তো নয়, উত্তর ক্যারোলিনার ব্যাংক অব স্টেডিয়াম গতকাল ‘কুরুক্ষেত্র’ হয়ে গিয়েছিল। কোপার দ্বিতীয় সেমিফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে খেলোয়াড়-ভক্ত-সমর্থকেরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সহিংস ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল গত রাতে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সহিংসতার ব্যাপারে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’
উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের খেলোয়াড়েরা। ডারউইন নুনিয়েজ ও রোনাল্ড আরাউহো উরুগুয়ের এই ফুটবলার মারামারিতে খুবই আগ্রহী ছিলেন। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মেরেছেন দুজনই। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারকে রক্ষার্থেই খেলোয়াড়েরা এত বেপরোয়া হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক-খেলোয়াড় হাতাহাতির ঘটনার আগেই ঘটেছে উরুগুয়ে-কলম্বিয়া দুই দলের খেলোয়াড়-স্টাফদের মধ্যকার মারামারির ঘটনা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য এবার সেটা শিরোপা ধরে রাখার মিশন।
আরও পড়ুন–
ফুটবল মাঠ তো নয়, উত্তর ক্যারোলিনার ব্যাংক অব স্টেডিয়াম গতকাল ‘কুরুক্ষেত্র’ হয়ে গিয়েছিল। কোপার দ্বিতীয় সেমিফাইনাল উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে খেলোয়াড়-ভক্ত-সমর্থকেরা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। সহিংস ঘটনা নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল গত রাতে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে সহিংসতার ব্যাপারে তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছে। লাতিন আমেরিকার অভিভাবক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘কী ঘটেছে, সেটা বুঝতে এরই মধ্যে কনমেবল তদন্ত শুরু করে দিয়েছে। ম্যাচ শেষে যাঁরা সহিংসতায় জড়িয়েছেন, তাঁদের খুঁজে বের করতে অভিযান চলছে। বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন ন্যক্কারজনক কাজ কখনো বরদাস্ত করব না। খেলার আবেগ যখন সহিংসতায় পরিণত হয়, তখন সেটা কোনোমতেই মেনে নেওয়া যায় না।’
উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান উরুগুয়ের খেলোয়াড়েরা। ডারউইন নুনিয়েজ ও রোনাল্ড আরাউহো উরুগুয়ের এই ফুটবলার মারামারিতে খুবই আগ্রহী ছিলেন। গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থকদের লক্ষ্য করে ঘুষি মেরেছেন দুজনই। উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, গ্যালারিতে ফুটবলারদের পরিবারও এসেছিল ম্যাচ দেখতে। পরিবারকে রক্ষার্থেই খেলোয়াড়েরা এত বেপরোয়া হয়ে ওঠেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দর্শক-খেলোয়াড় হাতাহাতির ঘটনার আগেই ঘটেছে উরুগুয়ে-কলম্বিয়া দুই দলের খেলোয়াড়-স্টাফদের মধ্যকার মারামারির ঘটনা।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠেছে কলম্বিয়া। আর্জেন্টিনার জন্য এবার সেটা শিরোপা ধরে রাখার মিশন।
আরও পড়ুন–
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে