Ajker Patrika

এগিয়ে গিয়েও বাহরাইনের বিপক্ষে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ২০: ৪৭
গোলের পর বাংলাদেশের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: বাফুফে
গোলের পর বাংলাদেশের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: বাফুফে

দুটি প্রস্তুতি ম্যাচের দুটিতেই হারের দেখা মিলল। হার-জিতের চেয়ে বরং খেলোয়াড়দের পরখ করা ছিল মূল উদ্দেশ্য। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দাবি, প্রস্তুতি ভালোই হয়েছে।

বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৪-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। প্রথমার্ধ শেষে অবশ্য এগিয়ে ছিল ২-১ গোলে। কিন্তু বিরতির পর আর পেরে ওঠেনি। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম। এর আগে ১৮ আগস্ট প্রথম প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

দুই ম্যাচেই প্রচুর খেলোয়াড় অদলবদল করেছেন কোচ সাইফুল বারী টিটু। সুযোগ দিয়েছেন সবাইকে। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় সেটাই শোনালেন মিশু। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য।’

বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা রয়েছে ২৬ আগস্ট। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামের বিমান ধরবে ২৯ আগস্ট দিবাগত রাতে। ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবেন মিরাজুল-মোরসালিনরা। ৬ সেপ্টেম্বর ইয়েমন ও ৯ সেপ্টেম্বর লড়বে সিঙ্গাপুরের বিপক্ষে। সবগুলো ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে। ১২ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল খেলবে মূল পর্ব। আগামী বছরের জানুয়ারিতে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় শিগগির ২০ হাজার সদস্যের আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, থাকছে কোন কোন দেশ

‘জাহানারা মুখ খুলেছে, জুনিয়ররা অ্যাবিউজ হলে কি মুখ খুলতে পারবে’

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিতে বাবলা নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

উচ্চতা ‘কম’ বলে ডেটিং অ্যাপে মামদানিকে প্রত্যাখ্যান করেছিলেন, এখন আফসোস হচ্ছে

এলাকার খবর
Loading...