ক্রীড়া ডেস্ক, ঢাকা
ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে