ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস।
যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের।
এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’
বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না।
‘দুঃসময়ের বন্ধু’ জিম্বাবুয়ের সঙ্গেও জিততে পারল না বাংলাদেশ। স্কোরকার্ডে জিম্বাবুয়ের ৩ উইকেটের জয় দেখে মনে হতে পারে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এই ম্যাচে লড়াই করেছে। কিন্তু যা সর্বনাশ হওয়ার, তা বাংলাদেশের ব্যাটিংয়েই হয়েছে।
৪৩ মিনিট আগেবাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই কটূক্তির শিকার হন খেলোয়াড়েরা। ভবিষ্যতে এমনটা ঘটলে ফুটবলাররা পাশে পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিজ্ঞপ্তিতে সাইবার, সমর্থকের পাশাপাশি সাংবাদিক শব্দও জুড়ে দিয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগেসিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়
১২ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবল ইতিহাসে এমন ঘটনা বিরলই বল যায়। আলোকস্বল্পতার কারণে গতকাল পরিত্যক্ত হয় ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচে তখনো অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট বাকি ছিল। কিন্তু এর আগেই পরিত্যক্তের ঘোষণা দেন রেফারি। যার ফলে অমীমাংসিত থেকে যায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার শিরোপার লড়াই।
১৩ ঘণ্টা আগে