ইন্টার মায়ামিতে আসার পরই দারুণ ছন্দে লিওনেল মেসি। মার্কিন মুলুকে গত ১৪ মাসে একের পর এক রেকর্ড গড়েছেন। পেয়েছেন পুরস্কারও। এবার মেসিদের হাতছানি দিচ্ছে অন্য এক রেকর্ড।
মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা এখন ইন্টার মায়ামির সামনে। ইস্টার্ন কনফারেন্সে এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি। এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়া নিউ ইংল্যান্ডের বিপক্ষেই এবার মাঠে নামতে হবে মেসিদের। ১৯ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচ। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামেই ম্যাচটি খেলবে মায়ামি।
ইন্টার মায়ামি এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচটা নিজেদের মাঠে খেলেনি। বাংলাদেশ সময় গত রাতে মায়ামি-টরন্টো ম্যাচটি হয়েছে বিএমও ফিল্ড স্টেডিয়ামে। মায়ামির শুরুর একাদশে এবার রাখা হয়নি মেসিকে। মায়ামি-টরন্টো ২ দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
গোলের জন্য হাঁসফাঁস করতে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামায় মেসিকে। ৬১ মিনিটে রবার্ট টেলরের পরিবর্তে মাঠে নামেন মেসি। তবু গোলমুখ খুলতে পারছিল না মায়ামি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বুঝি গোলশূন্য ড্রয়ে। তাতে এত কাছাকাছি এসে রেকর্ড গড়ার আক্ষেপটা থেকে যেত মায়ামির। সেখানেই ম্যাজিক দলটির। অতিরিক্ত সময়ের তিন মিনিটে লুইস সুয়ারেজের ক্রস প্রথমে রিসিভ করেন লিওনার্দো কাম্পানা। পরে কাম্পানা বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন। মায়ামি জিতেছে ১-০ গোলে।
ইন্টার মায়ামি গত বছর লিগস কাপ জিতেছিল মেসির জাদুতেই। দলটির ইতিহাসে সেটিই প্রথম কোনো মেজর শিরোপা। এবার মায়ামি জিতেছে সাপোর্টার্স শিল্ড পুরস্কার। এবারের এমএলএসে ১৮ ম্যাচে করেছেন ১৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।
ইন্টার মায়ামিতে আসার পরই দারুণ ছন্দে লিওনেল মেসি। মার্কিন মুলুকে গত ১৪ মাসে একের পর এক রেকর্ড গড়েছেন। পেয়েছেন পুরস্কারও। এবার মেসিদের হাতছানি দিচ্ছে অন্য এক রেকর্ড।
মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্টের রেকর্ড ২০২১ সালে গড়েছে নিউ ইংল্যান্ড। তিন বছর পর রেকর্ডটি নিজের নামে লিখে নেওয়ার দারুণ সম্ভাবনা এখন ইন্টার মায়ামির সামনে। ইস্টার্ন কনফারেন্সে এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ইন্টার মায়ামি। এমএলএসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়া নিউ ইংল্যান্ডের বিপক্ষেই এবার মাঠে নামতে হবে মেসিদের। ১৯ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচ। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামেই ম্যাচটি খেলবে মায়ামি।
ইন্টার মায়ামি এমএলএসে নিজেদের সবশেষ ম্যাচটা নিজেদের মাঠে খেলেনি। বাংলাদেশ সময় গত রাতে মায়ামি-টরন্টো ম্যাচটি হয়েছে বিএমও ফিল্ড স্টেডিয়ামে। মায়ামির শুরুর একাদশে এবার রাখা হয়নি মেসিকে। মায়ামি-টরন্টো ২ দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। তবে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
গোলের জন্য হাঁসফাঁস করতে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামায় মেসিকে। ৬১ মিনিটে রবার্ট টেলরের পরিবর্তে মাঠে নামেন মেসি। তবু গোলমুখ খুলতে পারছিল না মায়ামি। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বুঝি গোলশূন্য ড্রয়ে। তাতে এত কাছাকাছি এসে রেকর্ড গড়ার আক্ষেপটা থেকে যেত মায়ামির। সেখানেই ম্যাজিক দলটির। অতিরিক্ত সময়ের তিন মিনিটে লুইস সুয়ারেজের ক্রস প্রথমে রিসিভ করেন লিওনার্দো কাম্পানা। পরে কাম্পানা বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন। মায়ামি জিতেছে ১-০ গোলে।
ইন্টার মায়ামি গত বছর লিগস কাপ জিতেছিল মেসির জাদুতেই। দলটির ইতিহাসে সেটিই প্রথম কোনো মেজর শিরোপা। এবার মায়ামি জিতেছে সাপোর্টার্স শিল্ড পুরস্কার। এবারের এমএলএসে ১৮ ম্যাচে করেছেন ১৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১০ গোলে।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে