Ajker Patrika

‘মেসিকে আটকানোর উপায় কখনো পাব বল মনে হয় না’

‘মেসিকে আটকানোর উপায় কখনো পাব বল মনে হয় না’

ক্লাব কিংবা আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় গোল করে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। গোল করে এবারে বিশ্বকাপেও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের এই গোল ক্ষুধা চিন্তা বাড়ায় বিপক্ষে দলের কোচদের। আজকের ম্যাচে তেমনি চিন্তায় আছেন পোল্যান্ডের কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস। তাঁর মতে, মেসিকে আটকানোর উপায় কখনো পাব বল মনে হয় না।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন মিখনিয়েভিৎসা। তিনি বলেছেন, ‘বছরের পর বছর পুরো বিশ্বই মেসিকে আটকানোর পথ খুঁজেছে। কিন্তু মেসিকে কেউ আটকাতে পারেনি। সে কয়েক ডজন গোল ও সহায়তা করেছে। আমার মনে হয় না, আমরা কখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাব।’

সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে পোল্যান্ড। অন্যদের থেকে পরের রাউন্ডের যাওয়ার ভালো সুযোগ আছে দলটির। এ জন্য আজ আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পাইলেই হবে। কিন্তু কাজটা তাদের জন্য কঠিন। কেননা ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনাকে শেষ ষোলোতে সুযোগ পেতে হলে আজ জিততেই হবে। ড্র করলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে আলবিসেলেস্তাদের। এমন বাঁচা-মরার ম্যাচে নিশ্চয়ই মেসি-আনহেল দি মারিয়ারা চাইবেন না জয় ছাড়া অন্য কিছু করতে।

আর্জেন্টিনার বিপক্ষে জয় বা ড্র পেতে হলে মেসিকে থামাতে হবে পোল্যান্ডের কোচ মিখনিয়েভিৎসাকে। সে অনুযায়ী পরিকল্পনাও করেছেন তিনি। কিন্তু এমএল টেনকে থামানো সহজ নয় বলেও জানিয়েছেন তিনি। ৫২ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘মেসির চারপাশে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় রাখতে হবে। কারণ সে যদি কাছাকাছি সুযোগ পায় সহজেই গোল করবে। তাই একজন খেলোয়াড় তাকে আটকাতে পারবে না। আমাদের অবশ্যই তার চারপাশে বেশকিছু খেলোয়াড় রাখতে হবে।’

এ জন্যই ইতালিয়ান স্কিইং কিংবদন্তি আলবার্তো টোম্বার সঙ্গে মেসিকে তুলনা করেছেন মিখনিয়েভিৎসা। যিনি অলিম্পিকে ৩ সোনা জিতেছেন। পোল্যান্ড কোচ বলেছেন, ‘টোম্বার মতোই মেসি। ইতালিয়ান এই কিংবদন্তি স্কিইংয়ের ঢালে যেমন অপ্রতিরোধ্য তেমনি ফুটবল মাঠেও মেসি। যত বাধাই আসুক না কেন তারা পেরিয়ে যেতে পারেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত