ক্লাব কিংবা আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় গোল করে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। গোল করে এবারে বিশ্বকাপেও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের এই গোল ক্ষুধা চিন্তা বাড়ায় বিপক্ষে দলের কোচদের। আজকের ম্যাচে তেমনি চিন্তায় আছেন পোল্যান্ডের কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস। তাঁর মতে, মেসিকে আটকানোর উপায় কখনো পাব বল মনে হয় না।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন মিখনিয়েভিৎসা। তিনি বলেছেন, ‘বছরের পর বছর পুরো বিশ্বই মেসিকে আটকানোর পথ খুঁজেছে। কিন্তু মেসিকে কেউ আটকাতে পারেনি। সে কয়েক ডজন গোল ও সহায়তা করেছে। আমার মনে হয় না, আমরা কখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাব।’
সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে পোল্যান্ড। অন্যদের থেকে পরের রাউন্ডের যাওয়ার ভালো সুযোগ আছে দলটির। এ জন্য আজ আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পাইলেই হবে। কিন্তু কাজটা তাদের জন্য কঠিন। কেননা ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনাকে শেষ ষোলোতে সুযোগ পেতে হলে আজ জিততেই হবে। ড্র করলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে আলবিসেলেস্তাদের। এমন বাঁচা-মরার ম্যাচে নিশ্চয়ই মেসি-আনহেল দি মারিয়ারা চাইবেন না জয় ছাড়া অন্য কিছু করতে।
আর্জেন্টিনার বিপক্ষে জয় বা ড্র পেতে হলে মেসিকে থামাতে হবে পোল্যান্ডের কোচ মিখনিয়েভিৎসাকে। সে অনুযায়ী পরিকল্পনাও করেছেন তিনি। কিন্তু এমএল টেনকে থামানো সহজ নয় বলেও জানিয়েছেন তিনি। ৫২ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘মেসির চারপাশে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় রাখতে হবে। কারণ সে যদি কাছাকাছি সুযোগ পায় সহজেই গোল করবে। তাই একজন খেলোয়াড় তাকে আটকাতে পারবে না। আমাদের অবশ্যই তার চারপাশে বেশকিছু খেলোয়াড় রাখতে হবে।’
এ জন্যই ইতালিয়ান স্কিইং কিংবদন্তি আলবার্তো টোম্বার সঙ্গে মেসিকে তুলনা করেছেন মিখনিয়েভিৎসা। যিনি অলিম্পিকে ৩ সোনা জিতেছেন। পোল্যান্ড কোচ বলেছেন, ‘টোম্বার মতোই মেসি। ইতালিয়ান এই কিংবদন্তি স্কিইংয়ের ঢালে যেমন অপ্রতিরোধ্য তেমনি ফুটবল মাঠেও মেসি। যত বাধাই আসুক না কেন তারা পেরিয়ে যেতে পারেন।’
ক্লাব কিংবা আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় গোল করে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। গোল করে এবারে বিশ্বকাপেও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের এই গোল ক্ষুধা চিন্তা বাড়ায় বিপক্ষে দলের কোচদের। আজকের ম্যাচে তেমনি চিন্তায় আছেন পোল্যান্ডের কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস। তাঁর মতে, মেসিকে আটকানোর উপায় কখনো পাব বল মনে হয় না।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন মিখনিয়েভিৎসা। তিনি বলেছেন, ‘বছরের পর বছর পুরো বিশ্বই মেসিকে আটকানোর পথ খুঁজেছে। কিন্তু মেসিকে কেউ আটকাতে পারেনি। সে কয়েক ডজন গোল ও সহায়তা করেছে। আমার মনে হয় না, আমরা কখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাব।’
সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে পোল্যান্ড। অন্যদের থেকে পরের রাউন্ডের যাওয়ার ভালো সুযোগ আছে দলটির। এ জন্য আজ আর্জেন্টিনার বিপক্ষে ১ পয়েন্ট পাইলেই হবে। কিন্তু কাজটা তাদের জন্য কঠিন। কেননা ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনাকে শেষ ষোলোতে সুযোগ পেতে হলে আজ জিততেই হবে। ড্র করলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করবে আলবিসেলেস্তাদের। এমন বাঁচা-মরার ম্যাচে নিশ্চয়ই মেসি-আনহেল দি মারিয়ারা চাইবেন না জয় ছাড়া অন্য কিছু করতে।
আর্জেন্টিনার বিপক্ষে জয় বা ড্র পেতে হলে মেসিকে থামাতে হবে পোল্যান্ডের কোচ মিখনিয়েভিৎসাকে। সে অনুযায়ী পরিকল্পনাও করেছেন তিনি। কিন্তু এমএল টেনকে থামানো সহজ নয় বলেও জানিয়েছেন তিনি। ৫২ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘মেসির চারপাশে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় রাখতে হবে। কারণ সে যদি কাছাকাছি সুযোগ পায় সহজেই গোল করবে। তাই একজন খেলোয়াড় তাকে আটকাতে পারবে না। আমাদের অবশ্যই তার চারপাশে বেশকিছু খেলোয়াড় রাখতে হবে।’
এ জন্যই ইতালিয়ান স্কিইং কিংবদন্তি আলবার্তো টোম্বার সঙ্গে মেসিকে তুলনা করেছেন মিখনিয়েভিৎসা। যিনি অলিম্পিকে ৩ সোনা জিতেছেন। পোল্যান্ড কোচ বলেছেন, ‘টোম্বার মতোই মেসি। ইতালিয়ান এই কিংবদন্তি স্কিইংয়ের ঢালে যেমন অপ্রতিরোধ্য তেমনি ফুটবল মাঠেও মেসি। যত বাধাই আসুক না কেন তারা পেরিয়ে যেতে পারেন।’
কোনো কিছু বুঝে ওঠার আগেই খেতে হয়েছে ধাক্কা বাংলাদেশ। তা সামলাতে হিমশিম খেতে হচ্ছিল বেশ। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান নাজমুল-মুর্শেদরা। কিন্তু সেখানে বাংলাদেশকে কাঁদিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে স্বাগতিকেরা
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানে যুদ্ধবিরতির পর দ্বিতীয় দফায় আইপিএল শুরু হলে ভাগ্য ফিরেছে মোস্তাফিজুর রহমানের। সুযোগ মিলেছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচে একাদশেও জায়গা পেয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
৫ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে। তবে এখন প্রশ্ন, দুই ম্যাচেই শেষ হবে এই সিরিজ, নাকি যুক্ত হবে আরও একটি ম্যাচ?
৬ ঘণ্টা আগেশ্রেয়াস আইয়ারের নেতৃত্বে গত বছর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মেগা নিলামের পর সেই আইয়ার এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক। তাতে কলকাতার নেতৃত্বভার চলে আসে আজিঙ্কা রাহানের কাঁধে। তবে শিরোপা ধরে রাখার মতো বাড়তি চাপ নিতে পারেননি রাহানে।
৮ ঘণ্টা আগে