ক্রীড়া ডেস্ক
প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে থাকবে ভিডিও ক্যামেরা। এই বডি ক্যামের মাধ্যমে মাঠের অনেক কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফিফা গতকাল এই তথ্য জানিয়েছে। টেলিভিশন, অনলাইনে দর্শকেরা যাতে ভালো করে খেলা দেখতে পারেন, সেজন্য বডি ক্যাম আনা হচ্ছে বলে জানিয়েছেন ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতে দর্শকেরা খেলা দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখবেন যেটা আগে কখনো দেখার সুযোগ হয়নি তাঁদের। রেফারিদের প্রশিক্ষণেও এটা দরকার হবে। তাঁরা কীভাবে কাজ করেন সেটাও বোঝা যাবে। কী দেখছেন রেফারি, এটাও অনেক গুরুত্বপূর্ণ।’
রেফারিদের বডি ক্যামেরা তো আছেই। ক্লাব বিশ্বকাপে আরও একটি পরিবর্তন ফিফা নিয়ে আসছে। ক্লাব বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। বর্তমানে এই নিয়মের অধীনে প্রতিপক্ষকে পরোক্ষভাবে ফ্রিকিক দেওয়া হয়।
প্রযুক্তিগত পরিবর্তনের কথা বলার পাশাপাশি ফিফা গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১১৭ ম্যাচ কর্মকর্তার নাম জানিয়েছে ফিফা। তাঁদের মধ্যে আছেন ৩৫ রেফারি, ৫৮ সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আছেন ২৪ জন। এই ১১৭ ম্যাচ কর্মকর্তা ৪১ দেশ থেকে আছেন।
এবারের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দল। এই ৩২ দল এসেছে ৬ ফেডারেশন থেকে। ১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২০২৩ সালে সবশেষ অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে আল আহলিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল সাত দল।
প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে থাকবে ভিডিও ক্যামেরা। এই বডি ক্যামের মাধ্যমে মাঠের অনেক কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফিফা গতকাল এই তথ্য জানিয়েছে। টেলিভিশন, অনলাইনে দর্শকেরা যাতে ভালো করে খেলা দেখতে পারেন, সেজন্য বডি ক্যাম আনা হচ্ছে বলে জানিয়েছেন ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতে দর্শকেরা খেলা দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখবেন যেটা আগে কখনো দেখার সুযোগ হয়নি তাঁদের। রেফারিদের প্রশিক্ষণেও এটা দরকার হবে। তাঁরা কীভাবে কাজ করেন সেটাও বোঝা যাবে। কী দেখছেন রেফারি, এটাও অনেক গুরুত্বপূর্ণ।’
রেফারিদের বডি ক্যামেরা তো আছেই। ক্লাব বিশ্বকাপে আরও একটি পরিবর্তন ফিফা নিয়ে আসছে। ক্লাব বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। বর্তমানে এই নিয়মের অধীনে প্রতিপক্ষকে পরোক্ষভাবে ফ্রিকিক দেওয়া হয়।
প্রযুক্তিগত পরিবর্তনের কথা বলার পাশাপাশি ফিফা গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১১৭ ম্যাচ কর্মকর্তার নাম জানিয়েছে ফিফা। তাঁদের মধ্যে আছেন ৩৫ রেফারি, ৫৮ সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আছেন ২৪ জন। এই ১১৭ ম্যাচ কর্মকর্তা ৪১ দেশ থেকে আছেন।
এবারের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দল। এই ৩২ দল এসেছে ৬ ফেডারেশন থেকে। ১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২০২৩ সালে সবশেষ অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে আল আহলিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল সাত দল।
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৩২ মিনিট আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
১ ঘণ্টা আগেমুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
২ ঘণ্টা আগেআর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৩-০ গোলে হেরে অনেকটাই পিছিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ অসম্ভবকে সম্ভব করতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অপর ম্যাচে ইন্টার মিলান খেলবে বায়ার্ন
৩ ঘণ্টা আগে