নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিযোগটা ছিল আগে থেকেই। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) ভবনে ফেডারেশন কাপের ড্র আর লোগো উন্মোচন অনুষ্ঠানে নতুন করে অভিযোগ তোলা হলো কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অস্ট্রো টার্ফকে নিয়ে। খেলোয়াড়দের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ এই মাঠে ফেডারেশন কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মতো ক্লাবগুলো।
চলতি সপ্তাহের শুরুতে শেষ হয়েছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। সেই টুর্নামেন্টের আগে কমলাপুরের টার্ফে খেলতে অনীহা জানিয়ে বাফুফে লিগ কমিটির কাছে জানিয়ে চিঠি দিয়েছিল বসুন্ধরা, মোহামেডানের মতো ক্লাবগুলো। সেই চিঠিকে অগ্রাহ্য করে ঢাকার বাইরের ঘাসের মাঠ এড়িয়ে কমলাপুরেই টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে।
টার্ফের মাঠে খেলতে গিয়ে স্বাধীনতা কাপে বড়-ছোট চোট পেয়েছেন প্রায় সব দলের খেলোয়াড়ই। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বসুন্ধরা। চোটের কারণে স্বাধীনতা কাপে দলটি হারিয়েছে রক্ষণে তাদের দুই ভরসা তপু বর্মণ ও তারিক কাজীকে। বাংলাদেশ পুলিশের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে চোট পান বসুন্ধরার আক্রমণের প্রাণ জোনাথন ফার্নান্দেজ। ফেডারেশন কাপে খেলতে গিয়ে আরও খেলোয়াড় হারানোর শঙ্কা থেকে কমলাপুরে খেলার আপত্তি জানিয়ে বাফুফেকে চিঠিও দিয়েছে বসুন্ধরা।
ফেডারেশন কাপে বসুন্ধরা খেলবে কিনা সেই সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যেই বাফুফেকে জানিয়ে দেবে ক্লাবটি। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ফেডারেশন খুব বেশি চিন্তিত নয় এমন অভিযোগ তুলে মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বললেন, ‘এই টার্ফে খেলে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার চোটে পড়েছে। তবে আমরা খেলব কিনা এখনো নিশ্চিত নয়, আমাদের সভাপতি ও বাকি যারা দায়িত্বে আছেন তারা সিদ্ধান্ত নিবেন। দল যদি অংশ নেয় তবে সেটা দেশের স্বার্থ চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমন টার্ফে খেলা চালিয়ে গেলে জাতীয় দলে খেলা ফুটবলারদের চোটে পড়ার সম্ভাবনা আছে। ফলে জাতীয় দলে খেলার সময় তপু, তারিকদের মত ফুটবলারকে নাও পাওয়া যেতে পারে।’
বসুন্ধরা খেলতে চায় না, চিঠিতে বিষয়টি উল্লেখ থাকলেও আজকের ড্র অনুষ্ঠানে সেই বিষয়টি এড়িয়েই গেলেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। তিনি বলেছেন, ‘উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা এই মাঠে না খেলতে চিঠি দিয়েছে। বাকি কোনো দলের আপত্তি নেই। বসুন্ধরা বলেছে এই মাঠে খেলতে আপত্তি নেই তবে লিগে যেন ঘাসের মাঠে খেলায়।’
কমলাপুরের টার্ফের মাঠে খেললে খেলোয়াড়েরা চোটে পড়ছেন, এই বিষয়কে পাত্তা না দিয়ে সালাম মুর্শেদি উল্টো প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। এই টার্ফের মাঠে সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপকে নিজের ঢাল করেছেন বাফুফে সহসভাপতি। যদিও কমলাপুরের অ্যাস্ট্রো টার্ফ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন নেপালের অনূর্ধ্ব-১৯ কোচ শ্রেষ্ঠা হরি ওম। সালাম মুর্শেদি বলছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় অনেকটা বাধ্য হয়ে তারা কমলাপুরে খেলা চালাচ্ছেন। ‘এই মাঠের আন্তর্জাতিক স্বীকৃতি আছে কিনা’, সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্ন ওঠার পর তা এড়িয়েও গেলেন মুর্শেদি।
হইচইয়ের মাঝেই আজ হয়েছে ফেডারেশন কাপের ড্র। লিগের ১২ দল নিয়ে আগামী পরশু থেকে শুরু মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট।
ফেডারেশন কাপের ড্র:
গ্রুপ এ: বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ
গ্রুপ বি: আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা
গ্রুপ সি: সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ এফসি
গ্রুপ ডি: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
অভিযোগটা ছিল আগে থেকেই। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) ভবনে ফেডারেশন কাপের ড্র আর লোগো উন্মোচন অনুষ্ঠানে নতুন করে অভিযোগ তোলা হলো কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অস্ট্রো টার্ফকে নিয়ে। খেলোয়াড়দের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ এই মাঠে ফেডারেশন কাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিতে পারে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, উত্তর বারিধারা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মতো ক্লাবগুলো।
চলতি সপ্তাহের শুরুতে শেষ হয়েছে মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ। সেই টুর্নামেন্টের আগে কমলাপুরের টার্ফে খেলতে অনীহা জানিয়ে বাফুফে লিগ কমিটির কাছে জানিয়ে চিঠি দিয়েছিল বসুন্ধরা, মোহামেডানের মতো ক্লাবগুলো। সেই চিঠিকে অগ্রাহ্য করে ঢাকার বাইরের ঘাসের মাঠ এড়িয়ে কমলাপুরেই টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে।
টার্ফের মাঠে খেলতে গিয়ে স্বাধীনতা কাপে বড়-ছোট চোট পেয়েছেন প্রায় সব দলের খেলোয়াড়ই। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বসুন্ধরা। চোটের কারণে স্বাধীনতা কাপে দলটি হারিয়েছে রক্ষণে তাদের দুই ভরসা তপু বর্মণ ও তারিক কাজীকে। বাংলাদেশ পুলিশের বিপক্ষে সেমিফাইনালে ম্যাচে চোট পান বসুন্ধরার আক্রমণের প্রাণ জোনাথন ফার্নান্দেজ। ফেডারেশন কাপে খেলতে গিয়ে আরও খেলোয়াড় হারানোর শঙ্কা থেকে কমলাপুরে খেলার আপত্তি জানিয়ে বাফুফেকে চিঠিও দিয়েছে বসুন্ধরা।
ফেডারেশন কাপে বসুন্ধরা খেলবে কিনা সেই সিদ্ধান্ত আজ সন্ধ্যার মধ্যেই বাফুফেকে জানিয়ে দেবে ক্লাবটি। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ফেডারেশন খুব বেশি চিন্তিত নয় এমন অভিযোগ তুলে মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক বললেন, ‘এই টার্ফে খেলে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ফুটবলার চোটে পড়েছে। তবে আমরা খেলব কিনা এখনো নিশ্চিত নয়, আমাদের সভাপতি ও বাকি যারা দায়িত্বে আছেন তারা সিদ্ধান্ত নিবেন। দল যদি অংশ নেয় তবে সেটা দেশের স্বার্থ চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমন টার্ফে খেলা চালিয়ে গেলে জাতীয় দলে খেলা ফুটবলারদের চোটে পড়ার সম্ভাবনা আছে। ফলে জাতীয় দলে খেলার সময় তপু, তারিকদের মত ফুটবলারকে নাও পাওয়া যেতে পারে।’
বসুন্ধরা খেলতে চায় না, চিঠিতে বিষয়টি উল্লেখ থাকলেও আজকের ড্র অনুষ্ঠানে সেই বিষয়টি এড়িয়েই গেলেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি। তিনি বলেছেন, ‘উত্তর বারিধারা ও মুক্তিযোদ্ধা এই মাঠে না খেলতে চিঠি দিয়েছে। বাকি কোনো দলের আপত্তি নেই। বসুন্ধরা বলেছে এই মাঠে খেলতে আপত্তি নেই তবে লিগে যেন ঘাসের মাঠে খেলায়।’
কমলাপুরের টার্ফের মাঠে খেললে খেলোয়াড়েরা চোটে পড়ছেন, এই বিষয়কে পাত্তা না দিয়ে সালাম মুর্শেদি উল্টো প্রশ্ন তুলেছেন খেলোয়াড়দের ফিটনেস নিয়ে। এই টার্ফের মাঠে সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপকে নিজের ঢাল করেছেন বাফুফে সহসভাপতি। যদিও কমলাপুরের অ্যাস্ট্রো টার্ফ নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন নেপালের অনূর্ধ্ব-১৯ কোচ শ্রেষ্ঠা হরি ওম। সালাম মুর্শেদি বলছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় অনেকটা বাধ্য হয়ে তারা কমলাপুরে খেলা চালাচ্ছেন। ‘এই মাঠের আন্তর্জাতিক স্বীকৃতি আছে কিনা’, সাংবাদিকদের কাছ থেকে এমন প্রশ্ন ওঠার পর তা এড়িয়েও গেলেন মুর্শেদি।
হইচইয়ের মাঝেই আজ হয়েছে ফেডারেশন কাপের ড্র। লিগের ১২ দল নিয়ে আগামী পরশু থেকে শুরু মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট।
ফেডারেশন কাপের ড্র:
গ্রুপ এ: বসুন্ধরা কিংস, মোহামেডান স্পোর্টিং ক্লাব, স্বাধীনতা ক্রীড়া সংঘ
গ্রুপ বি: আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, উত্তর বারিধারা
গ্রুপ সি: সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ এফসি
গ্রুপ ডি: শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৪২ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে