চেলসির মালিকানা পাওয়ার পর গত দুই মৌসুমে স্টামফোর্ড ব্রিজে তারকার হাট বসিয়েছেন মার্কিন ধনকুবের টড বোহেলি। ২০২২-২৩ মৌসুমে এনজো ফার্নান্দেজ-মিখাইলো মুদরিকের মতো তারকাদের কিনে খরচের রেকর্ড গড়েছিল ব্লুজরা। সেই খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতন—৬১১.৪৯ মিলিয়ন ইউরো!
২০২৩-২৪ মৌসুম শুরুতেও বিপুল অঙ্কের অর্থ খরচ করেছে চেলসি। মইসেস কাইসেদো, ক্রিস্টোফার এনকুকু, কোল পালমার, রোমিও লাভিয়া-সহ আরও বেশ কয়েকজন তারকা কিনেছে তারা। মোট খরচ—৪৬৭.৮০ মিলিয়ন ইউরো! তার মধ্যে সাউদাম্পটন থেকে বেলজিয়ান মিডফিল্ডার লাভিয়াকে কিনতে ব্লুজদের পকেট থেকে গেছে ৬২ মিলিয়ন ইউরো (৭৩৪ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকা)। সঙ্গে আরও শর্তভিত্তিক চুক্তির বিষয় তো আছেই।
কিন্তু ২০ বছর বয়সী এই তারকার পুরো মৌসুম কেটেছে বেঞ্চে বসে। খেলতে পেরেছেন মাত্র ৩২ মিনিট। আর তাতেই শেষ লাভিয়ার পুরো মৌসুম। ঊরুর চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি। গতকাল এমনটাই জানিয়েছে ব্লুজরা।
গত বছরের আগস্টে ৭ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন লাভিয়া। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় গত ডিসেম্বরে, লন্ডন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে চেলসির ২-১ গোলে জয়ে ম্যাচে চেলসির শেষ ৩২ মিনিটই হয়ে থাকল এ মৌসুমে লাভিয়ার শেষ খেলা। এই ম্যাচেই ঊরুতে চোট পান তিনি।
লাভিয়ার ছিটকে যাওয়া নিয়ে চেলসি এক বিবৃতিতে বলেছে, ‘সুস্থ হয়ে ফিরতে না পারায় মিডফিল্ডার রোমিও লাভিয়া দুর্ভাগ্যবশত আমাদের ২০২৩-২৪ মৌসুম মিস করছেন।’
প্রাথমিকভাবে ৬২ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে প্রাক-মৌসুমের সময় চেলসির সঙ্গে চুক্তি করেন লাভিয়া। তবে গোড়ালিতে চোট থাকায় মৌসুমের শুরুতে মাঠে নামতে পারেননি।
চেলসির মালিকানা পাওয়ার পর গত দুই মৌসুমে স্টামফোর্ড ব্রিজে তারকার হাট বসিয়েছেন মার্কিন ধনকুবের টড বোহেলি। ২০২২-২৩ মৌসুমে এনজো ফার্নান্দেজ-মিখাইলো মুদরিকের মতো তারকাদের কিনে খরচের রেকর্ড গড়েছিল ব্লুজরা। সেই খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতন—৬১১.৪৯ মিলিয়ন ইউরো!
২০২৩-২৪ মৌসুম শুরুতেও বিপুল অঙ্কের অর্থ খরচ করেছে চেলসি। মইসেস কাইসেদো, ক্রিস্টোফার এনকুকু, কোল পালমার, রোমিও লাভিয়া-সহ আরও বেশ কয়েকজন তারকা কিনেছে তারা। মোট খরচ—৪৬৭.৮০ মিলিয়ন ইউরো! তার মধ্যে সাউদাম্পটন থেকে বেলজিয়ান মিডফিল্ডার লাভিয়াকে কিনতে ব্লুজদের পকেট থেকে গেছে ৬২ মিলিয়ন ইউরো (৭৩৪ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকা)। সঙ্গে আরও শর্তভিত্তিক চুক্তির বিষয় তো আছেই।
কিন্তু ২০ বছর বয়সী এই তারকার পুরো মৌসুম কেটেছে বেঞ্চে বসে। খেলতে পেরেছেন মাত্র ৩২ মিনিট। আর তাতেই শেষ লাভিয়ার পুরো মৌসুম। ঊরুর চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি। গতকাল এমনটাই জানিয়েছে ব্লুজরা।
গত বছরের আগস্টে ৭ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন লাভিয়া। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় গত ডিসেম্বরে, লন্ডন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে চেলসির ২-১ গোলে জয়ে ম্যাচে চেলসির শেষ ৩২ মিনিটই হয়ে থাকল এ মৌসুমে লাভিয়ার শেষ খেলা। এই ম্যাচেই ঊরুতে চোট পান তিনি।
লাভিয়ার ছিটকে যাওয়া নিয়ে চেলসি এক বিবৃতিতে বলেছে, ‘সুস্থ হয়ে ফিরতে না পারায় মিডফিল্ডার রোমিও লাভিয়া দুর্ভাগ্যবশত আমাদের ২০২৩-২৪ মৌসুম মিস করছেন।’
প্রাথমিকভাবে ৬২ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে প্রাক-মৌসুমের সময় চেলসির সঙ্গে চুক্তি করেন লাভিয়া। তবে গোড়ালিতে চোট থাকায় মৌসুমের শুরুতে মাঠে নামতে পারেননি।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৪ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৭ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৮ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৯ ঘণ্টা আগে