চলতি বছর বদলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জীবন। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতা মেসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন প্যারিসের সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর রোনালদো জুভেন্টাস ছেড়ে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই বদলের প্রভাব পড়েছে দুজনের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও।
ক্লাব বদলানোর পর নতুন করে উল্লম্ফন দেখা গেছে মেসি ও রোনালদোর জার্সি বিক্রি থেকে শুরু করে ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও। তবে দুটি ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। গতকাল বুধবার পর্যন্ত এ বছর রোনালদোর অনুসারীর সংখ্যা বেড়েছে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ)। দুই নম্বরে থাকা মেসির অনুসারীর সংখ্যা বেড়েছে ৯২ মিলিয়ন (৯ কোটি ২০ লাখ)।
ইনস্টাগ্রামে মোট অনুসারীর ক্ষেত্রেও মেসির চেয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো। রোনালদোর অনুসারী যেখানে ৩৪৬ মিলিয়ন, সেখানে মেসির অনুসারীর সংখ্যা ২৬৭ মিলিয়ন।
তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর তাঁর অনুসারী বেড়েছে ৭০ মিলিয়ন (৭ কোটি)। আর সব মিলিয়ে কোহলির অনুসারীর সংখ্যা এখন ১৫৫ মিলিয়ন। কোহলির পরের স্থানটি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের। চলতি বছর ২৪ মিলিয়ন (২০ কোটি ৪০ লাখ) অনুসারী বেড়েছে লেবরনের। তাঁর অনুসারীর সংখ্যা এখন ৯৮ মিলিয়ন।
মোট অনুসারীর দিক থেকে এগিয়ে থাকলেও এ বছর কোহলি ও লেবরনের চেয়ে কম অনুসারী বেড়েছে নেইমারের। পিএসজি তারকার অনুসারী বেড়েছে ১৬ মিলিয়ন (১০ কোটি ৬০ লাখ)।
চলতি বছর বদলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জীবন। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতা মেসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন প্যারিসের সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর রোনালদো জুভেন্টাস ছেড়ে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই বদলের প্রভাব পড়েছে দুজনের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও।
ক্লাব বদলানোর পর নতুন করে উল্লম্ফন দেখা গেছে মেসি ও রোনালদোর জার্সি বিক্রি থেকে শুরু করে ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও। তবে দুটি ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। গতকাল বুধবার পর্যন্ত এ বছর রোনালদোর অনুসারীর সংখ্যা বেড়েছে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ)। দুই নম্বরে থাকা মেসির অনুসারীর সংখ্যা বেড়েছে ৯২ মিলিয়ন (৯ কোটি ২০ লাখ)।
ইনস্টাগ্রামে মোট অনুসারীর ক্ষেত্রেও মেসির চেয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো। রোনালদোর অনুসারী যেখানে ৩৪৬ মিলিয়ন, সেখানে মেসির অনুসারীর সংখ্যা ২৬৭ মিলিয়ন।
তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর তাঁর অনুসারী বেড়েছে ৭০ মিলিয়ন (৭ কোটি)। আর সব মিলিয়ে কোহলির অনুসারীর সংখ্যা এখন ১৫৫ মিলিয়ন। কোহলির পরের স্থানটি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের। চলতি বছর ২৪ মিলিয়ন (২০ কোটি ৪০ লাখ) অনুসারী বেড়েছে লেবরনের। তাঁর অনুসারীর সংখ্যা এখন ৯৮ মিলিয়ন।
মোট অনুসারীর দিক থেকে এগিয়ে থাকলেও এ বছর কোহলি ও লেবরনের চেয়ে কম অনুসারী বেড়েছে নেইমারের। পিএসজি তারকার অনুসারী বেড়েছে ১৬ মিলিয়ন (১০ কোটি ৬০ লাখ)।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৬ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে