Ajker Patrika

এখানেও মেসিকে পেছনে ফেললেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২: ১২
Thumbnail image

চলতি বছর বদলে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির জীবন। আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জেতা মেসি বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি জমিয়েছেন প্যারিসের সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। আর রোনালদো জুভেন্টাস ছেড়ে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এই বদলের প্রভাব পড়েছে দুজনের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও। 

ক্লাব বদলানোর পর নতুন করে উল্লম্ফন দেখা গেছে মেসি ও রোনালদোর জার্সি বিক্রি থেকে শুরু করে ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায়ও। তবে দুটি ক্ষেত্রেই মেসিকে পেছনে ফেলেছেন রোনালদো। গতকাল বুধবার পর্যন্ত এ বছর রোনালদোর অনুসারীর সংখ্যা বেড়েছে ৯৬ মিলিয়ন (৯ কোটি ৬০ লাখ)। দুই নম্বরে থাকা মেসির অনুসারীর সংখ্যা বেড়েছে ৯২ মিলিয়ন (৯ কোটি ২০ লাখ)। 

ইনস্টাগ্রামে মোট অনুসারীর ক্ষেত্রেও মেসির চেয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো। রোনালদোর অনুসারী যেখানে ৩৪৬ মিলিয়ন, সেখানে মেসির অনুসারীর সংখ্যা ২৬৭ মিলিয়ন। 

তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর তাঁর অনুসারী বেড়েছে ৭০ মিলিয়ন (৭ কোটি)। আর সব মিলিয়ে কোহলির অনুসারীর সংখ্যা এখন ১৫৫ মিলিয়ন। কোহলির পরের স্থানটি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমসের। চলতি বছর ২৪ মিলিয়ন (২০ কোটি ৪০ লাখ) অনুসারী বেড়েছে লেবরনের। তাঁর অনুসারীর সংখ্যা এখন ৯৮ মিলিয়ন। 

মোট অনুসারীর দিক থেকে এগিয়ে থাকলেও এ বছর কোহলি ও লেবরনের চেয়ে কম অনুসারী বেড়েছে নেইমারের। পিএসজি তারকার অনুসারী বেড়েছে ১৬ মিলিয়ন (১০ কোটি ৬০ লাখ)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত