ঢাকা: জয় দিয়ে ইউরো শুরু করতে চান গ্যারেথ বেল। ইউরোয় আজ রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বেলের ওয়েলস। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার।
২০১৬ সালে প্রথমবার ইউরোতে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে খেলেছিল ওয়েলস। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই উইঙ্গার। তবে অনেক দিন দেশের জার্সিতে গোল খরায় ভুগছেন বেল। ২০১৯ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ করেছিলেন দেশের জার্সিতে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে চিন্তিত নন বেল। দলের জয়ের কথা ভাবছেন জানিয়ে বলেছেন, ‘দেখেন, যখন আমি খেলা শুরু করি, তখনো বলেছি। যখন আমি অনেক গোল করেছি, তখনো বলেছি। কে গোল করেছে, এটা কোনো ব্যাপার না। দিন শেষে খেলার ফলটাই আসল। আমি নিজে সরাসরি গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাতে সহায়তা করেছি।’
শেষ ১১ ম্যাচে গোল না পাওয়াকে তাই বড় করে দেখতে চান না বেল। ওয়েলসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলেছেন, ‘আমি গোল না পাওয়া নিয়ে একেবারেই চিন্তা করছি না। আমি জানি কীভাবে ফিরে আসতে হয়। আশা করি সেটা খুব শিগগিরই হবে।’ কোচ রবার্ট পেজেরও সমর্থন পাচ্ছেন বেল, ‘সে (বেল) গোল না করলেও পৃথিবী শেষ হয়ে যায়নি। সে সতীর্থদের গোল করার জন্য বলের জোগান দিচ্ছে।’
দলে কারো কোনো চোট নেই বলে জানিয়েছেন কোচ পেজ। টুর্নামেন্টকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত ওয়েলস। তবে শঙ্কা জেগেছিল অ্যারন রামসিকে নিয়ে। বুধবার অনুশীলনে ছিলেন না এই জুভেন্টাস মিডফিল্ডার। তবে কোনো ইনজুরি নয় দলের পরিকল্পনার অংশ হিসেবে রামসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল জানিয়েছেন। গত বছরের শেষ দিকে নিয়মিত অধিনায়ক অ্যাশলে উইলিয়ামসের অবসরের পর ওয়েলসের অধিনায়কত্বের দায়িত্ব পান বেল। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার, ‘এটা আমার জন্য দারুণ সম্মানের। অধিনায়ক হিসেবে ইউরোপের বড় মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়া, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত হতে যাচ্ছে।’
ওয়েলস যখন ইউরোতে নিজেদের সেরা সাফল্যে ছাপিয়ে যেতে মরিয়া, সুইজারল্যান্ড নিজেদের ইতিহাসের সেরা প্রজন্ম নিয়ে বারবার ব্যর্থ হচ্ছে সাফল্য পেতে। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপাই সুইসদের ফুটবল ইতিহাসে সেরা কোন সাফল্য। তবে এবার বড়রাও কিছু করে দেখাতে চান। প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত শাকা বলেছেন, ‘আমরা এবার ভালো অনুভব করছি। প্রস্তুতিও ভালো হয়েছে। অবশ্যই ভালো কিছু করার আশা আছে।’
এই আর্সেনাল মিডফিল্ডার জানিয়েছেন, দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই সেরাটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুইজারল্যান্ড ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ ম্যাচে রক্ষণে কোনো ভুল চান না। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল না করলে ওদের রুখে দেওয়া সম্ভব।’ সুইজারল্যান্ড ২০২০ সালে কোনো ম্যাচ জিততে না পারলেও, এ বছর তারা এই পর্যন্ত পাঁচটি জয় পেয়েছে।
ঢাকা: জয় দিয়ে ইউরো শুরু করতে চান গ্যারেথ বেল। ইউরোয় আজ রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বেলের ওয়েলস। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার।
২০১৬ সালে প্রথমবার ইউরোতে সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে খেলেছিল ওয়েলস। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই উইঙ্গার। তবে অনেক দিন দেশের জার্সিতে গোল খরায় ভুগছেন বেল। ২০১৯ সালের অক্টোবরে ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ করেছিলেন দেশের জার্সিতে।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে চিন্তিত নন বেল। দলের জয়ের কথা ভাবছেন জানিয়ে বলেছেন, ‘দেখেন, যখন আমি খেলা শুরু করি, তখনো বলেছি। যখন আমি অনেক গোল করেছি, তখনো বলেছি। কে গোল করেছে, এটা কোনো ব্যাপার না। দিন শেষে খেলার ফলটাই আসল। আমি নিজে সরাসরি গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাতে সহায়তা করেছি।’
শেষ ১১ ম্যাচে গোল না পাওয়াকে তাই বড় করে দেখতে চান না বেল। ওয়েলসের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছেন বলেছেন, ‘আমি গোল না পাওয়া নিয়ে একেবারেই চিন্তা করছি না। আমি জানি কীভাবে ফিরে আসতে হয়। আশা করি সেটা খুব শিগগিরই হবে।’ কোচ রবার্ট পেজেরও সমর্থন পাচ্ছেন বেল, ‘সে (বেল) গোল না করলেও পৃথিবী শেষ হয়ে যায়নি। সে সতীর্থদের গোল করার জন্য বলের জোগান দিচ্ছে।’
দলে কারো কোনো চোট নেই বলে জানিয়েছেন কোচ পেজ। টুর্নামেন্টকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত ওয়েলস। তবে শঙ্কা জেগেছিল অ্যারন রামসিকে নিয়ে। বুধবার অনুশীলনে ছিলেন না এই জুভেন্টাস মিডফিল্ডার। তবে কোনো ইনজুরি নয় দলের পরিকল্পনার অংশ হিসেবে রামসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল জানিয়েছেন। গত বছরের শেষ দিকে নিয়মিত অধিনায়ক অ্যাশলে উইলিয়ামসের অবসরের পর ওয়েলসের অধিনায়কত্বের দায়িত্ব পান বেল। প্রথমবার ইউরোপের বড় মঞ্চে অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে খেলতে নামা নিয়ে দারুণ রোমাঞ্চিত এই উইঙ্গার, ‘এটা আমার জন্য দারুণ সম্মানের। অধিনায়ক হিসেবে ইউরোপের বড় মঞ্চে দেশকে নেতৃত্ব দেওয়া, এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত হতে যাচ্ছে।’
ওয়েলস যখন ইউরোতে নিজেদের সেরা সাফল্যে ছাপিয়ে যেতে মরিয়া, সুইজারল্যান্ড নিজেদের ইতিহাসের সেরা প্রজন্ম নিয়ে বারবার ব্যর্থ হচ্ছে সাফল্য পেতে। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শিরোপাই সুইসদের ফুটবল ইতিহাসে সেরা কোন সাফল্য। তবে এবার বড়রাও কিছু করে দেখাতে চান। প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত শাকা বলেছেন, ‘আমরা এবার ভালো অনুভব করছি। প্রস্তুতিও ভালো হয়েছে। অবশ্যই ভালো কিছু করার আশা আছে।’
এই আর্সেনাল মিডফিল্ডার জানিয়েছেন, দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই সেরাটা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সুইজারল্যান্ড ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ ম্যাচে রক্ষণে কোনো ভুল চান না। তাঁর কথায়, ‘প্রথম ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। কোনো ভুল না করলে ওদের রুখে দেওয়া সম্ভব।’ সুইজারল্যান্ড ২০২০ সালে কোনো ম্যাচ জিততে না পারলেও, এ বছর তারা এই পর্যন্ত পাঁচটি জয় পেয়েছে।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে