ক্রীড়া ডেস্ক
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?
দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’
যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।
তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখে লা লিগায় এগিয়ে চলেছে বার্সেলোনা। পেছনে পেছনে রিয়াল মাদ্রিদ। আগের দিন ম্যাচ জিতে রিয়াল পয়েন্টে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে তো, পরের দিন বার্সেলোনা জিতে আবার বাড়িয়ে নিচ্ছে ব্যবধানে। তো দুই দলের এভাবে পিঠোপিঠি চলার শেষ কোথায়? শিরোপা ভাগ্য কী তাহলে নির্ধারিত হবে এল ক্লাসিকোয়?
দুই দল জিতেই চললে তো সমাধান সূত্র মুখোমুখি লড়াই-ই। যেটি হবে মে মাসের ১১ তারিখ। লিগ টেবিলে বার্সেলোনার (৬৬) চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল (৬৩) সেদিকেই তাকিয়ে। কিছুদিন আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তো বলেই দিয়েছেন, পয়েন্ট পিছিয়ে থাকলেও তারা তাকিয়ে আছেন এল ক্লাসিকোর দিকে। বার্সাকে ধরে ফেলার রিয়ালের শেষ চেষ্টা হতে পারে সেই এল ক্লাসিকো। তবে শিরোপার জন্য রিয়ালের মুখোমুখি হওয়া নিয়ে এখনই ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
গতকাল রবার্ট লেভানডফস্কির জোড়া গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া বার্সেলোনার পক্ষে বাকি গোলটি ফেরান তোরেসের। এই ম্যাচ শেষে শিরোপার জন্য এল ক্লাসিকোর দিকে থাকা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফ্লিক বলেন, ‘এল ক্লাসিকোর আগে এখনো অনেক পথ বাকি। আমাদের সামর্থ্য দেখিয়েই যেতে হবে এবং সেটি সহজ হবে না। এই লিগ মৌসুম দারুণ কিছু চমক মেলে ধরতে পারে, যা প্রতিযোগিতার জন্য খারাপ নয়। তবে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে হবে।’
যে ফর্মে বার্সেলোনা, সেটি ধরে রাখতে পারলেই তাদের লিগ জেতা আটকায় সাধ্য কার! গতকালের জয়টি ধরে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত তারা। এখানেই শেষ নয়, এই মৌসুমে খেলা ৪৫ ম্যাচের মধ্যে ২০ টিতেই তারা জিতেছে ৪ কিংবা তার চেয়েও বেশি গোল করে। সব মিলিয়ে চলতি মৌসুমে তাদের গোল সংখ্যা ১৩৯ টি। গড়ে প্রতিটি ম্যাচে তিনটিরও বেশি গোল করেছে বার্সেলোনা।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে