চাইলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে হাসপাতালে থাকতে পারতেন। তবে আর্সেনাল তারকা নিকোলাস পেপে ব্যক্তিগত সুখের মুহূর্তের চেয়ে বড় করে দেখলেন পেশাদারিত্বকে। বাবা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাই নেমে গেলেন দলকে সাহায্য করতে। আর মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
উলভসের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলে জেতা ম্যাচে গানারদের হয়ে প্রথম গোলটি করেন পেপে। মজার ব্যাপার হচ্ছে এটি ছিল এই মৌসুমে তাঁর প্রথম গোল।
৭২ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আসা পেপে এ মৌসুমে বেশ বাজে ছন্দে ছিলেন। বাবা হওয়ার অপেক্ষায় থাকা পেপের উলভসের বিপক্ষে খেলা নিয়েও ছিল সংশয়। ম্যাচের আগের দিন মধ্য রাতে পেপে কোচ আরতেতাকে বার্তা পাঠিয়ে জানান তিনি খেলতে প্রস্তুত। তাঁর প্রস্তাবে সাড়া দেন কোচও।
ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে আর্সেনাল যখন ১-০ গোলে পিছিয়ে তখন কোচ মাঠে নামান পেপেকে। আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পথে করেন করেছেন লিগে নিজের প্রথম গোল। আর শেষ দিকে আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচ জিতে নেয় আর্সেনাল।
ম্যাচের পর কোচ আরতেতার প্রশংসায় ভেসেছেন এই পেপে। এই কোচ বলেন, “গত রাতে পেপে বাবা হয়েছে। সে আমাকে রাত ২-৩টার দিকে বাতায় পাঠায়। সে আমাকে লিখেছে, ‘আমি আসতে চাই এবং দলকে সাহায্য করতে চাই। এরপর সে এটা করেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা হয়েছে দলের ঐক্যবদ্ধ থাকার জন্য।’ ”
চাইলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে হাসপাতালে থাকতে পারতেন। তবে আর্সেনাল তারকা নিকোলাস পেপে ব্যক্তিগত সুখের মুহূর্তের চেয়ে বড় করে দেখলেন পেশাদারিত্বকে। বাবা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাই নেমে গেলেন দলকে সাহায্য করতে। আর মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
উলভসের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলে জেতা ম্যাচে গানারদের হয়ে প্রথম গোলটি করেন পেপে। মজার ব্যাপার হচ্ছে এটি ছিল এই মৌসুমে তাঁর প্রথম গোল।
৭২ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আসা পেপে এ মৌসুমে বেশ বাজে ছন্দে ছিলেন। বাবা হওয়ার অপেক্ষায় থাকা পেপের উলভসের বিপক্ষে খেলা নিয়েও ছিল সংশয়। ম্যাচের আগের দিন মধ্য রাতে পেপে কোচ আরতেতাকে বার্তা পাঠিয়ে জানান তিনি খেলতে প্রস্তুত। তাঁর প্রস্তাবে সাড়া দেন কোচও।
ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে আর্সেনাল যখন ১-০ গোলে পিছিয়ে তখন কোচ মাঠে নামান পেপেকে। আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পথে করেন করেছেন লিগে নিজের প্রথম গোল। আর শেষ দিকে আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচ জিতে নেয় আর্সেনাল।
ম্যাচের পর কোচ আরতেতার প্রশংসায় ভেসেছেন এই পেপে। এই কোচ বলেন, “গত রাতে পেপে বাবা হয়েছে। সে আমাকে রাত ২-৩টার দিকে বাতায় পাঠায়। সে আমাকে লিখেছে, ‘আমি আসতে চাই এবং দলকে সাহায্য করতে চাই। এরপর সে এটা করেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা হয়েছে দলের ঐক্যবদ্ধ থাকার জন্য।’ ”
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে