চাইলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে হাসপাতালে থাকতে পারতেন। তবে আর্সেনাল তারকা নিকোলাস পেপে ব্যক্তিগত সুখের মুহূর্তের চেয়ে বড় করে দেখলেন পেশাদারিত্বকে। বাবা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাই নেমে গেলেন দলকে সাহায্য করতে। আর মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
উলভসের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলে জেতা ম্যাচে গানারদের হয়ে প্রথম গোলটি করেন পেপে। মজার ব্যাপার হচ্ছে এটি ছিল এই মৌসুমে তাঁর প্রথম গোল।
৭২ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আসা পেপে এ মৌসুমে বেশ বাজে ছন্দে ছিলেন। বাবা হওয়ার অপেক্ষায় থাকা পেপের উলভসের বিপক্ষে খেলা নিয়েও ছিল সংশয়। ম্যাচের আগের দিন মধ্য রাতে পেপে কোচ আরতেতাকে বার্তা পাঠিয়ে জানান তিনি খেলতে প্রস্তুত। তাঁর প্রস্তাবে সাড়া দেন কোচও।
ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে আর্সেনাল যখন ১-০ গোলে পিছিয়ে তখন কোচ মাঠে নামান পেপেকে। আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পথে করেন করেছেন লিগে নিজের প্রথম গোল। আর শেষ দিকে আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচ জিতে নেয় আর্সেনাল।
ম্যাচের পর কোচ আরতেতার প্রশংসায় ভেসেছেন এই পেপে। এই কোচ বলেন, “গত রাতে পেপে বাবা হয়েছে। সে আমাকে রাত ২-৩টার দিকে বাতায় পাঠায়। সে আমাকে লিখেছে, ‘আমি আসতে চাই এবং দলকে সাহায্য করতে চাই। এরপর সে এটা করেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা হয়েছে দলের ঐক্যবদ্ধ থাকার জন্য।’ ”
চাইলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে হাসপাতালে থাকতে পারতেন। তবে আর্সেনাল তারকা নিকোলাস পেপে ব্যক্তিগত সুখের মুহূর্তের চেয়ে বড় করে দেখলেন পেশাদারিত্বকে। বাবা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাই নেমে গেলেন দলকে সাহায্য করতে। আর মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।
উলভসের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলে জেতা ম্যাচে গানারদের হয়ে প্রথম গোলটি করেন পেপে। মজার ব্যাপার হচ্ছে এটি ছিল এই মৌসুমে তাঁর প্রথম গোল।
৭২ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে আসা পেপে এ মৌসুমে বেশ বাজে ছন্দে ছিলেন। বাবা হওয়ার অপেক্ষায় থাকা পেপের উলভসের বিপক্ষে খেলা নিয়েও ছিল সংশয়। ম্যাচের আগের দিন মধ্য রাতে পেপে কোচ আরতেতাকে বার্তা পাঠিয়ে জানান তিনি খেলতে প্রস্তুত। তাঁর প্রস্তাবে সাড়া দেন কোচও।
ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে আর্সেনাল যখন ১-০ গোলে পিছিয়ে তখন কোচ মাঠে নামান পেপেকে। আস্থার প্রতিদান দিতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পথে করেন করেছেন লিগে নিজের প্রথম গোল। আর শেষ দিকে আত্মঘাতী গোলের সুবাদে ম্যাচ জিতে নেয় আর্সেনাল।
ম্যাচের পর কোচ আরতেতার প্রশংসায় ভেসেছেন এই পেপে। এই কোচ বলেন, “গত রাতে পেপে বাবা হয়েছে। সে আমাকে রাত ২-৩টার দিকে বাতায় পাঠায়। সে আমাকে লিখেছে, ‘আমি আসতে চাই এবং দলকে সাহায্য করতে চাই। এরপর সে এটা করেছে। এটা কোনো কাকতালীয় ব্যাপার না। এটা হয়েছে দলের ঐক্যবদ্ধ থাকার জন্য।’ ”
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৫ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৬ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৬ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৭ ঘণ্টা আগে