Ajker Patrika

গ্রেপ্তার দানি আলভেজ

গ্রেপ্তার দানি আলভেজ

নারী নির্যাতন মামলায় অভিযুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ব্রাজিল ফুটবল দলের রাইটব্যাক ও সাবেক বার্সেলোনা তারকা দানি আলভেজ। আজ স্থানীয় সময় সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বার্সেলোনার একটি নাইটক্লাবে নির্যাতনের শিকার হওয়া এক নারীর অভিযোগের ওপর ভিত্তি করে স্পেনের পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

গত মাসে অভিযোগ ওঠার পর স্প্যানিশ একটি টিভিতে সাক্ষাৎকারে আলভেজ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। সংবাদমাধ্যমে সে সময় তিনি জানান, ‘আমি জানি না সেই নারী কে। তার নামও আমি জানি না, চিনিও না। জীবনেও দেখিনি তাঁকে।’

স্পেনের লেস কোর্তেস অঞ্চল পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘গত বছর এক নারী নির্যাতনের ঘটনায় অভিযোগের ওপর ভিত্তি করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে সোপর্দ করা হয়েছে।’

গত ডিসেম্বর মাসে বার্সেলোনার নাইটক্লাবের এক ঘটনার ওপর ভিত্তি করে নির্যাতনের অভিযোগ জানান এক নারী। গত ডিসেম্বরে ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলেছেন ৩৯ বছর বয়সী আলভেজ। ক্লাব ফুটবলে বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজি এবং সেভিয়ার হয়ে খেলে রেকর্ড শিরোপাও জয় করেছেন এই ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত