জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হওয়ার পরই যেন বদলে যেতে শুরু করেছে। দারুণ ছন্দে থাকা বার্সা গতকাল জিতেছে ২০২২-২৩ মৌসুমের লা লিগা। কাতালানদের এই শিরোপা এসেছে চার বছর পর। চার বছর পর শিরোপা তা-ই জাভির কাছে অসাধারণ।
স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। শিরোপা জিততে মরিয়া বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যেখানে ১১ ও ৪০ মিনিটে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। আলেহান্দ্রো বালদে গোল করেন ২০ মিনিটে এবং ৫৩ মিনিটে গোল করেন জুলস কুন্দে। এরপর ৭৩ মিনিট ও ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে এস্পানিওল দুই গোল করলেও তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ৪ বছর পর বার্সার শিরোপা জয়ে উচ্ছ্বসিত জাভি বলেন, ‘দুর্দান্ত জয়ে আমরা লা লিগা জিতেছি। এটা দারুণ অনুভূতি। ডার্বিতে জিতে আমরা লা লিগা জিতেছি, যা সাধারণ কোনো ব্যাপার নয়। ১০ মাসের কঠোর পরিশ্রম ও সাধনার ফল এটি। ভক্তদের ও ক্লাবের এই শিরোপা প্রাপ্য।’
লা-লিগায় এই নিয়ে ২৭তম শিরোপা জিতল বার্সা, যা লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমের লা লিগা জিতেছিল রিয়াল।
জাভি হার্নান্দেজ বার্সেলোনার কোচ হওয়ার পরই যেন বদলে যেতে শুরু করেছে। দারুণ ছন্দে থাকা বার্সা গতকাল জিতেছে ২০২২-২৩ মৌসুমের লা লিগা। কাতালানদের এই শিরোপা এসেছে চার বছর পর। চার বছর পর শিরোপা তা-ই জাভির কাছে অসাধারণ।
স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। শিরোপা জিততে মরিয়া বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। যেখানে ১১ ও ৪০ মিনিটে জোড়া গোল করেন রবার্ট লেভানডফস্কি। আলেহান্দ্রো বালদে গোল করেন ২০ মিনিটে এবং ৫৩ মিনিটে গোল করেন জুলস কুন্দে। এরপর ৭৩ মিনিট ও ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে এস্পানিওল দুই গোল করলেও তা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে চার ম্যাচ হাতে রেখে লা লিগার শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ৪ বছর পর বার্সার শিরোপা জয়ে উচ্ছ্বসিত জাভি বলেন, ‘দুর্দান্ত জয়ে আমরা লা লিগা জিতেছি। এটা দারুণ অনুভূতি। ডার্বিতে জিতে আমরা লা লিগা জিতেছি, যা সাধারণ কোনো ব্যাপার নয়। ১০ মাসের কঠোর পরিশ্রম ও সাধনার ফল এটি। ভক্তদের ও ক্লাবের এই শিরোপা প্রাপ্য।’
লা-লিগায় এই নিয়ে ২৭তম শিরোপা জিতল বার্সা, যা লা লিগার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৫ বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমের লা লিগা জিতেছিল রিয়াল।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে