ক্রীড়া ডেস্ক
‘কামব্যাক কিং’ (প্রত্যাবর্তনের রাজা)—ফুটবলে এমন অ্যাখ্যা কেবল এক দলেরই আছে! কিন্তু তার পরও রিয়াল মাদ্রিদ পারবে তো। তিন গোলে পিছিয়ে থেকে প্রত্যাবর্তন করাটা সহজ কথা নয়। কিন্তু চ্যাম্পিয়নস লিগের অতীত ইতিহাস কিছুটা হলেও স্বপ্ন দেখাচ্ছে তাদের। আর সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম জোগাচ্ছে সেমিফাইনালের ওঠার আত্মবিশ্বাস। অপেক্ষা কেবল জাদুকরী রাতের।
শেষ আটের দ্বিতীয় লেগে আজ ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে রিয়াল। প্রথম লেগে ৩-০ গোল আর্সেনালকে রেখেছে নির্ভার। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকার সুযোগ নেই। কারণ প্রতিপক্ষের নাম যে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে একের পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা। তবে এবারের সমীকরণ আগেরগুলোর তুলনায় বেশ কঠিন।
চ্যাম্পিয়নস লিগের নকআউটে প্রথম লেগে তিন বা এর বেশি গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে চারবার। কোনোটিতে অবশ্য রিয়ালের নাম নেই। তবে ইউরোপিয়ান কাপে (চ্যাম্পিয়নস লিগের আগের নাম) ১৯৭৫-৭৬ মৌসুমে ডার্বি কাউন্টির বিপক্ষে ৪-১ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগ ৫-১ গোল জিতে শেষ আটে নাম লেখায় তারা। এবার জিততে হলে পুরোনো সেই স্মৃতিই টানতে হবে তাদের।
পরিস্থিতি কঠিন কোচ কার্লো আনচেলত্তির জন্যও। তাঁর চাকরির অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচ ঘিরে। তবু আত্মবিশ্বাসী তিনি, ‘আমাদের বিশ্বাস রাখতে, আত্মবিশ্বাসী হতে হবে। কারণ, বার্নাব্যুতে এমনটা প্রায়ই (প্রত্যাবর্তন) ঘটে থাকে।’
রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ম্যাচের শুরুতে চান দুই গোল, ‘যদি আমরা শুরুতে দুই গোল করতে পারি, তৃতীয়টা এমনিতে চলে আসবে।’
রিয়াল যে শুরু থেকে চড়াও হবে, তা ভালোভাবেই জানে আর্সেনাল। সে জন্য ছকও কষে রেখেছে তারা। প্রথম লেগের গোলদাতা মিকেল মেরিনো বলেন, ‘রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের জন্য খেলবে। এটাই তাদের মানসিকতা। এ জন্য তাদের আমরা এতটা শ্রদ্ধা করি। ম্যাচটি হবে সমানে সমানে, আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’
মাঠে কিংবা মাঠের বাইরে গত এক সপ্তাহে প্রত্যাবর্তন শব্দটি বেশি শুনেছেন রিয়ালের ফুটবলাররা। জুড বেলিংহ্যাম বলেন, ‘টিকটকে অনেক ভিডিও দেখেছি। সেখানেই ডুবে আছি। যা অনেক অনুপ্রেরণা জোগাচ্ছে আমাদের। এসব রাত রিয়াল মাদ্রিদের জন্য বানানো। আমরা এর (প্রত্যাবর্তনের) অংশ হতে চাই এবং ক্লাবের ইতিহাস সমৃদ্ধ করতে চাই। কালকের (আজ) দিনটি আমাদের জন্য বেশ বড়।’
‘কামব্যাক কিং’ (প্রত্যাবর্তনের রাজা)—ফুটবলে এমন অ্যাখ্যা কেবল এক দলেরই আছে! কিন্তু তার পরও রিয়াল মাদ্রিদ পারবে তো। তিন গোলে পিছিয়ে থেকে প্রত্যাবর্তন করাটা সহজ কথা নয়। কিন্তু চ্যাম্পিয়নস লিগের অতীত ইতিহাস কিছুটা হলেও স্বপ্ন দেখাচ্ছে তাদের। আর সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম জোগাচ্ছে সেমিফাইনালের ওঠার আত্মবিশ্বাস। অপেক্ষা কেবল জাদুকরী রাতের।
শেষ আটের দ্বিতীয় লেগে আজ ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে রিয়াল। প্রথম লেগে ৩-০ গোল আর্সেনালকে রেখেছে নির্ভার। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী থাকার সুযোগ নেই। কারণ প্রতিপক্ষের নাম যে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে একের পর ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে তারা। তবে এবারের সমীকরণ আগেরগুলোর তুলনায় বেশ কঠিন।
চ্যাম্পিয়নস লিগের নকআউটে প্রথম লেগে তিন বা এর বেশি গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর নজির আছে চারবার। কোনোটিতে অবশ্য রিয়ালের নাম নেই। তবে ইউরোপিয়ান কাপে (চ্যাম্পিয়নস লিগের আগের নাম) ১৯৭৫-৭৬ মৌসুমে ডার্বি কাউন্টির বিপক্ষে ৪-১ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয় লেগ ৫-১ গোল জিতে শেষ আটে নাম লেখায় তারা। এবার জিততে হলে পুরোনো সেই স্মৃতিই টানতে হবে তাদের।
পরিস্থিতি কঠিন কোচ কার্লো আনচেলত্তির জন্যও। তাঁর চাকরির অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচ ঘিরে। তবু আত্মবিশ্বাসী তিনি, ‘আমাদের বিশ্বাস রাখতে, আত্মবিশ্বাসী হতে হবে। কারণ, বার্নাব্যুতে এমনটা প্রায়ই (প্রত্যাবর্তন) ঘটে থাকে।’
রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া ম্যাচের শুরুতে চান দুই গোল, ‘যদি আমরা শুরুতে দুই গোল করতে পারি, তৃতীয়টা এমনিতে চলে আসবে।’
রিয়াল যে শুরু থেকে চড়াও হবে, তা ভালোভাবেই জানে আর্সেনাল। সে জন্য ছকও কষে রেখেছে তারা। প্রথম লেগের গোলদাতা মিকেল মেরিনো বলেন, ‘রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের জন্য খেলবে। এটাই তাদের মানসিকতা। এ জন্য তাদের আমরা এতটা শ্রদ্ধা করি। ম্যাচটি হবে সমানে সমানে, আমরা সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’
মাঠে কিংবা মাঠের বাইরে গত এক সপ্তাহে প্রত্যাবর্তন শব্দটি বেশি শুনেছেন রিয়ালের ফুটবলাররা। জুড বেলিংহ্যাম বলেন, ‘টিকটকে অনেক ভিডিও দেখেছি। সেখানেই ডুবে আছি। যা অনেক অনুপ্রেরণা জোগাচ্ছে আমাদের। এসব রাত রিয়াল মাদ্রিদের জন্য বানানো। আমরা এর (প্রত্যাবর্তনের) অংশ হতে চাই এবং ক্লাবের ইতিহাস সমৃদ্ধ করতে চাই। কালকের (আজ) দিনটি আমাদের জন্য বেশ বড়।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে