অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’
অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৭ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে