Ajker Patrika

কাঁদতে কাঁদতে মাঠের বাইরে নেইমার

ক্রীড়া ডেস্ক    
কার্টে করে মাঠের বাইরে নেইমারকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি
কার্টে করে মাঠের বাইরে নেইমারকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি

ভিলা বেলমিরো মাঠে নেইমার ঠায় বসে রইলেন। চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। হবে না-ই বা কেন! চোটের যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের এই ফুটবলার। ম্যাচের অর্ধেক সময়ও তিনি খেলতে পারেননি।

বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছে সান্তোস-আতলেতিকো মিনেইরো। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে বাঁ ঊরুর পুরোনো চোটে ফের আক্রান্ত হয়েছেন নেইমার। ৩৪ মিনিট খেলেই মাঠের বাইরে ছিটকে যাওয়ার দুঃখে চোখের পানি আটকাতে পারেননি ব্রাজিলের এই ফরোয়ার্ড। কার্টে করে যখন তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কান্না লুকানোর চেষ্টা করছিলেন। কিন্তু চাইলেই কি সেই কান্না চেপে রাখা যায়! ক্যারিয়ার জুড়েই চোটের সঙ্গে লড়াই করে চলেছেন ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড।

হঠাৎই মাঠের বাইরে ছিটকে যাওয়া নেইমারকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে সান্তোস। ব্রাজিলের ফরোয়ার্ডের ব্যাপারে নতুন কোনো তথ্য সান্তোস দিতে না পারলেও তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে, ‘রাজপুত্র। আপনার সঙ্গেই থাকছে সান্তোস।’ নেইমার পুরোটা সময় খেলতে না পারলেও তাঁর দল ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো মিনেইরোকে। ২৪ ও ২৭ মিনিটে সান্তোসের গোল দুটি করেন হোসে ইভালদো আলমিদো সিলভা ও আলভারো বারিয়েল।

আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, চোটের সঙ্গে গত দেড় বছর লড়াই করতে করতে ক্লান্ত নেইমার এখন মাঠের ফুটবলে অনিয়মিত হয়ে পড়েছেন। ২০২৩-এর আগস্টে দুই বছরের চুক্তিতে আল হিলালে গিয়েছিলেন ঠিকই। তবে এ বছরের জানুয়ারিতেই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাব। চোটের সঙ্গে ধুঁকতে থাকা নেইমার ১৭ মাসে আল হিলালের জার্সিতে খেলেছেন ৭ ম্যাচ।

আল হিলাল চুক্তি বাতিলের পর নেইমার ফেরেন শৈশবের ক্লাব সান্তোসে। ১২ বছর পর শৈশবের ক্লাবে ফিরেও চোট যে তাঁর পিছু ছাড়েনি। যাঁর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফুটবলেও। গত মাসে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুই ম্যাচ নেইমার খেলতে পারেননি। নেইমারবিহীন ব্রাজিল ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।

৪ পয়েন্ট নিয়ে সিরি ‘আ’-এর পয়েন্ট তালিকার চারে এখন সান্তোস। চার ম্যাচ খেলে একটি করে জিতেছে ও ড্র করেছে নেইমারের দল। দুই ম্যাচ হেরেছে। সবার ওপরে থাকা ফ্ল্যামেঙ্গোর পয়েন্ট ১০। ক্লাবটি চার ম্যাচ খেলে তিনটিতে জিতেছে। ড্র করেছে এক ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত