টাইব্রেকারে সাদিও মানে বল জালে জরাতেই নিশ্চিত হয়ে গেল সেনেগালের আফ্রিকান নেশনস কাপ শিরোপা। ফাইনালে মিশরকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে আত্মহারা তখন সেনেগাল। যার কেন্দ্রে মানে। ম্যাচের শুরুতে পেনাল্টিতে গোল মিস করা মানে শাপমোচন করেছেন টাইব্রেকে গোল করে।
মানের গোলের পর কমেন্ট্রিবক্স থেকে তখন ভেসে আসছে সেনেগাল এখন আফ্রিকার চ্যাম্পিয়ন। এদিকে টাইব্রেকারে নিজের শেষ শট নেওয়ার আগেই দলের হারে জার্সি দিয়ে মুখ লুকিয়ে ফেলেছেন মোহামেদ সালাহ। এই মিশরীয় তারকা শট নেওয়ার আগেই যে ৪-২ গোলে এগিয়ে গেছে মানের সেনেগাল। ২০০২ ও ২০১৯ আসরের রানার্সআপ সেনেগাল তৃতীয় চেষ্টায় ঘরে নিল আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি।
এই ম্যাচের ট্র্যাজিক হিরো নিশ্চিতভাবেই মিশরের গোলরক্ষক মোহামেদ গাবাল। গাবালের নায়কোচিত পারফরম্যান্সেই তো ফাইনালে এত পর্যন্ত আসতে পেরেছে মিশর। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে সেনেগাল। শুধু কাজের কাজ গোল করতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেত পারত তারা। কিন্তু পেনাল্টি মিস করে দলকে হতাশ করেছেন মানে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেনেগাল। কিন্তু গোলপোস্টের নিচে একাই লড়ে গেছেন মিশরের গোলরক্ষক গাবাল।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গাবাল। জমজমাট ফাইনালে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে সেনেগাল। শেষ পর্যন্ত ১২০ মিনিট পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর তাতে চমক দেখিয়ে অর্ধশতাব্দীর বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটন সেনেগাল।
টাইব্রেকারে সাদিও মানে বল জালে জরাতেই নিশ্চিত হয়ে গেল সেনেগালের আফ্রিকান নেশনস কাপ শিরোপা। ফাইনালে মিশরকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে আত্মহারা তখন সেনেগাল। যার কেন্দ্রে মানে। ম্যাচের শুরুতে পেনাল্টিতে গোল মিস করা মানে শাপমোচন করেছেন টাইব্রেকে গোল করে।
মানের গোলের পর কমেন্ট্রিবক্স থেকে তখন ভেসে আসছে সেনেগাল এখন আফ্রিকার চ্যাম্পিয়ন। এদিকে টাইব্রেকারে নিজের শেষ শট নেওয়ার আগেই দলের হারে জার্সি দিয়ে মুখ লুকিয়ে ফেলেছেন মোহামেদ সালাহ। এই মিশরীয় তারকা শট নেওয়ার আগেই যে ৪-২ গোলে এগিয়ে গেছে মানের সেনেগাল। ২০০২ ও ২০১৯ আসরের রানার্সআপ সেনেগাল তৃতীয় চেষ্টায় ঘরে নিল আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি।
এই ম্যাচের ট্র্যাজিক হিরো নিশ্চিতভাবেই মিশরের গোলরক্ষক মোহামেদ গাবাল। গাবালের নায়কোচিত পারফরম্যান্সেই তো ফাইনালে এত পর্যন্ত আসতে পেরেছে মিশর। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে সেনেগাল। শুধু কাজের কাজ গোল করতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেত পারত তারা। কিন্তু পেনাল্টি মিস করে দলকে হতাশ করেছেন মানে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেনেগাল। কিন্তু গোলপোস্টের নিচে একাই লড়ে গেছেন মিশরের গোলরক্ষক গাবাল।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গাবাল। জমজমাট ফাইনালে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে সেনেগাল। শেষ পর্যন্ত ১২০ মিনিট পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর তাতে চমক দেখিয়ে অর্ধশতাব্দীর বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটন সেনেগাল।
এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১৩ মিনিট আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে