টাইব্রেকারে সাদিও মানে বল জালে জরাতেই নিশ্চিত হয়ে গেল সেনেগালের আফ্রিকান নেশনস কাপ শিরোপা। ফাইনালে মিশরকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে আত্মহারা তখন সেনেগাল। যার কেন্দ্রে মানে। ম্যাচের শুরুতে পেনাল্টিতে গোল মিস করা মানে শাপমোচন করেছেন টাইব্রেকে গোল করে।
মানের গোলের পর কমেন্ট্রিবক্স থেকে তখন ভেসে আসছে সেনেগাল এখন আফ্রিকার চ্যাম্পিয়ন। এদিকে টাইব্রেকারে নিজের শেষ শট নেওয়ার আগেই দলের হারে জার্সি দিয়ে মুখ লুকিয়ে ফেলেছেন মোহামেদ সালাহ। এই মিশরীয় তারকা শট নেওয়ার আগেই যে ৪-২ গোলে এগিয়ে গেছে মানের সেনেগাল। ২০০২ ও ২০১৯ আসরের রানার্সআপ সেনেগাল তৃতীয় চেষ্টায় ঘরে নিল আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি।
এই ম্যাচের ট্র্যাজিক হিরো নিশ্চিতভাবেই মিশরের গোলরক্ষক মোহামেদ গাবাল। গাবালের নায়কোচিত পারফরম্যান্সেই তো ফাইনালে এত পর্যন্ত আসতে পেরেছে মিশর। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে সেনেগাল। শুধু কাজের কাজ গোল করতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেত পারত তারা। কিন্তু পেনাল্টি মিস করে দলকে হতাশ করেছেন মানে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেনেগাল। কিন্তু গোলপোস্টের নিচে একাই লড়ে গেছেন মিশরের গোলরক্ষক গাবাল।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গাবাল। জমজমাট ফাইনালে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে সেনেগাল। শেষ পর্যন্ত ১২০ মিনিট পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর তাতে চমক দেখিয়ে অর্ধশতাব্দীর বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটন সেনেগাল।
টাইব্রেকারে সাদিও মানে বল জালে জরাতেই নিশ্চিত হয়ে গেল সেনেগালের আফ্রিকান নেশনস কাপ শিরোপা। ফাইনালে মিশরকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে আত্মহারা তখন সেনেগাল। যার কেন্দ্রে মানে। ম্যাচের শুরুতে পেনাল্টিতে গোল মিস করা মানে শাপমোচন করেছেন টাইব্রেকে গোল করে।
মানের গোলের পর কমেন্ট্রিবক্স থেকে তখন ভেসে আসছে সেনেগাল এখন আফ্রিকার চ্যাম্পিয়ন। এদিকে টাইব্রেকারে নিজের শেষ শট নেওয়ার আগেই দলের হারে জার্সি দিয়ে মুখ লুকিয়ে ফেলেছেন মোহামেদ সালাহ। এই মিশরীয় তারকা শট নেওয়ার আগেই যে ৪-২ গোলে এগিয়ে গেছে মানের সেনেগাল। ২০০২ ও ২০১৯ আসরের রানার্সআপ সেনেগাল তৃতীয় চেষ্টায় ঘরে নিল আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি।
এই ম্যাচের ট্র্যাজিক হিরো নিশ্চিতভাবেই মিশরের গোলরক্ষক মোহামেদ গাবাল। গাবালের নায়কোচিত পারফরম্যান্সেই তো ফাইনালে এত পর্যন্ত আসতে পেরেছে মিশর। ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে সেনেগাল। শুধু কাজের কাজ গোল করতে পারেনি। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যেত পারত তারা। কিন্তু পেনাল্টি মিস করে দলকে হতাশ করেছেন মানে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেনেগাল। কিন্তু গোলপোস্টের নিচে একাই লড়ে গেছেন মিশরের গোলরক্ষক গাবাল।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গাবাল। জমজমাট ফাইনালে বেশ কিছু গোলের সুযোগ হাতছাড়া করেছে সেনেগাল। শেষ পর্যন্ত ১২০ মিনিট পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর তাতে চমক দেখিয়ে অর্ধশতাব্দীর বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটন সেনেগাল।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৬ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৪ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে