নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাচের দুই অর্ধকে ভাগ করলে প্রথমার্ধকে বলা যেতে পারে আবাহনী লিমিটেড বনাম বসুন্ধরা কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের খেলা। নিজেদের মাঠ অথচ আবাহনীর আক্রমণে কোণঠাসা বসুন্ধরা। শ্রাবণের দুর্দান্ত সব সেভ না হলে প্রথম ৪৫ মিনিটে অন্তত দুই গোল হজম করতে হতো অস্কার ব্রুজোনের দলকে।
নিজেদের মাঠে কখনো হারেনি বসুন্ধরা। আজ সেই রেকর্ড ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছিল আবাহনী। প্রথমার্ধে কোণঠাসা বসুন্ধরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল পাঁচ মিনিটে দুই গোল করে। আবাহনীকে ৪-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের টানা চতুর্থ ফাইনাল নিশ্চিত করল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
নিজেদের মাঠে অপরাজেয় থাকার রেকর্ডটা আরেক ম্যাচ বাড়িয়ে বসুন্ধরা ভেস্তে দিল আবাহনী-মোহামেডানের আরেকটি মহাকাব্যিক এক ফাইনালের সম্ভাবনাও। গত মৌসুমে ফেডারেশনের কাপের ফাইনালে ৮ গোলের অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
গোপালগঞ্জে ফ্রিকিক থেকে মোজাফফরভের দারুণ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটে রেখেছে মোহামেডান। আরেকটি আবাহনী-মোহামেডান ফাইনাল নিয়ে যারা রঙিন স্বপ্ন দেখছিলেন, তাঁদের সেই স্বপ্নে জল ঢেলেছে আবাহনীকে হারিয়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বসুন্ধরা। সোমবারের ফাইনালে সাদা-কালোদের প্রতিপক্ষ বসুন্ধরা।
মাত্র চার দিন আগেই এএফসি কাপে ওডিশা এফসির কাছে হেরে হৃদয় ভেঙেছিল বসুন্ধরার। মনোবলের ঘাটতি প্রথম ৪৫ মিনিটে বেশ টের পাওয়া গেল। শুরু থেকে বসুন্ধরার বক্সে একের পর এক আক্রমণ আবাহনীর।
ম্যাচের চতুর্থ মিনিটে বসুন্ধরাকে চমকে দিয়ে দারুণ এক আক্রমণ আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন সান্তোসের। বিশ্বনাথ ঘোষের পা থেকে বল কেড়ে বাঁ প্রান্ত ধরে ডান পোস্টে শট নেন ওয়াশিংটন, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট সেই শট। ৮ মিনিটে জোনাথন ফার্নান্দেজের শট আটকে দেন বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণ।
বসুন্ধরার প্রথম আক্রমণ ১০ মিনিটে। মিগেল দামাশিনার শট ঠেকান আবাহনী গোলরক্ষক পাপ্পু হোসেন। একই মিনিটে রবসন রবিনহোর চিপও ফিস্ট করে ফেরান পাপ্পু।
ওয়াশিংটনের গতিতে ১৬ মিনিটে আরও একবার কেঁপেছে বসুন্ধরা। এবার ডান প্রান্ত ধরে এই ব্রাজিলিয়ানকে গোল বঞ্চিত করেন বসুন্ধরা গোলরক্ষক।
২১ মিনিটে অসাধারণ এক সেভে বসুন্ধরার নিশ্চিত গোল ঠেকান জোনাথন ফার্নান্দেজ। মাঝমাঠ থেকে আবাহনীর এক খেলোয়াড়ের ভুলে একা বল পেয়ে যান শেখ মোরসালিন, হার মানান আবাহনী গোলরক্ষকেও। মোরসালিনের নেওয়া শট জালে জড়ানোর আগে কর্নারের বিনিময়ে ঠেকান বসুন্ধরারই সাবেক মিডফিল্ডার জোনাথন।
২৫ ও ২৬ মিনিটে পরপর দারুণ দুই সেভে আবাহনীকে গোল বঞ্চিত করেন শ্রাবণ। ২৫ মিনিটে বক্সের মুখ থেকে এমেকা ওগবাহর শট ফেরান শ্রাবণ, পরের মিনিটে তাঁকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি জোনাথন।
দ্বিতীয়ার্ধে প্রথম আক্রমণ বসুন্ধরার এবং তাতেই এগিয়ে যাওয়া। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে মিগেল দামাশিনার পাস ধরে শট নেন মো. সোহেল রানা। তাঁর শট আবাহনী ডিফেন্ডার রেজাউল করিমের গায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় জালে।
এগিয়ে গিয়ে উজ্জীবিত বসুন্ধরা আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেয় ৫ মিনিট পরেই। ৫৩ মিনিটে আবাহনীর ইরানি ডিফেন্ডার মিলাদ শেখের ভুল পাস ধরে বক্সে ঢুকে পড়েন রাকিব হোসেন। তাঁর পাসে দরিয়েলতন গোমেজের ফিনিশিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা।
৭৭ মিনিটে আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মিগেল দামাশিনা। সাদ উদ্দিনের ক্রস থেকে হেডে আবাহনী গোলরক্ষককে হার মানান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি রবসন রবিনহোর।
ম্যাচের দুই অর্ধকে ভাগ করলে প্রথমার্ধকে বলা যেতে পারে আবাহনী লিমিটেড বনাম বসুন্ধরা কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের খেলা। নিজেদের মাঠ অথচ আবাহনীর আক্রমণে কোণঠাসা বসুন্ধরা। শ্রাবণের দুর্দান্ত সব সেভ না হলে প্রথম ৪৫ মিনিটে অন্তত দুই গোল হজম করতে হতো অস্কার ব্রুজোনের দলকে।
নিজেদের মাঠে কখনো হারেনি বসুন্ধরা। আজ সেই রেকর্ড ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছিল আবাহনী। প্রথমার্ধে কোণঠাসা বসুন্ধরা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল পাঁচ মিনিটে দুই গোল করে। আবাহনীকে ৪-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের টানা চতুর্থ ফাইনাল নিশ্চিত করল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
নিজেদের মাঠে অপরাজেয় থাকার রেকর্ডটা আরেক ম্যাচ বাড়িয়ে বসুন্ধরা ভেস্তে দিল আবাহনী-মোহামেডানের আরেকটি মহাকাব্যিক এক ফাইনালের সম্ভাবনাও। গত মৌসুমে ফেডারেশনের কাপের ফাইনালে ৮ গোলের অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
গোপালগঞ্জে ফ্রিকিক থেকে মোজাফফরভের দারুণ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটে রেখেছে মোহামেডান। আরেকটি আবাহনী-মোহামেডান ফাইনাল নিয়ে যারা রঙিন স্বপ্ন দেখছিলেন, তাঁদের সেই স্বপ্নে জল ঢেলেছে আবাহনীকে হারিয়ে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে বসুন্ধরা। সোমবারের ফাইনালে সাদা-কালোদের প্রতিপক্ষ বসুন্ধরা।
মাত্র চার দিন আগেই এএফসি কাপে ওডিশা এফসির কাছে হেরে হৃদয় ভেঙেছিল বসুন্ধরার। মনোবলের ঘাটতি প্রথম ৪৫ মিনিটে বেশ টের পাওয়া গেল। শুরু থেকে বসুন্ধরার বক্সে একের পর এক আক্রমণ আবাহনীর।
ম্যাচের চতুর্থ মিনিটে বসুন্ধরাকে চমকে দিয়ে দারুণ এক আক্রমণ আবাহনীর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন সান্তোসের। বিশ্বনাথ ঘোষের পা থেকে বল কেড়ে বাঁ প্রান্ত ধরে ডান পোস্টে শট নেন ওয়াশিংটন, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট সেই শট। ৮ মিনিটে জোনাথন ফার্নান্দেজের শট আটকে দেন বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণ।
বসুন্ধরার প্রথম আক্রমণ ১০ মিনিটে। মিগেল দামাশিনার শট ঠেকান আবাহনী গোলরক্ষক পাপ্পু হোসেন। একই মিনিটে রবসন রবিনহোর চিপও ফিস্ট করে ফেরান পাপ্পু।
ওয়াশিংটনের গতিতে ১৬ মিনিটে আরও একবার কেঁপেছে বসুন্ধরা। এবার ডান প্রান্ত ধরে এই ব্রাজিলিয়ানকে গোল বঞ্চিত করেন বসুন্ধরা গোলরক্ষক।
২১ মিনিটে অসাধারণ এক সেভে বসুন্ধরার নিশ্চিত গোল ঠেকান জোনাথন ফার্নান্দেজ। মাঝমাঠ থেকে আবাহনীর এক খেলোয়াড়ের ভুলে একা বল পেয়ে যান শেখ মোরসালিন, হার মানান আবাহনী গোলরক্ষকেও। মোরসালিনের নেওয়া শট জালে জড়ানোর আগে কর্নারের বিনিময়ে ঠেকান বসুন্ধরারই সাবেক মিডফিল্ডার জোনাথন।
২৫ ও ২৬ মিনিটে পরপর দারুণ দুই সেভে আবাহনীকে গোল বঞ্চিত করেন শ্রাবণ। ২৫ মিনিটে বক্সের মুখ থেকে এমেকা ওগবাহর শট ফেরান শ্রাবণ, পরের মিনিটে তাঁকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি জোনাথন।
দ্বিতীয়ার্ধে প্রথম আক্রমণ বসুন্ধরার এবং তাতেই এগিয়ে যাওয়া। ৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে মিগেল দামাশিনার পাস ধরে শট নেন মো. সোহেল রানা। তাঁর শট আবাহনী ডিফেন্ডার রেজাউল করিমের গায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় জালে।
এগিয়ে গিয়ে উজ্জীবিত বসুন্ধরা আবাহনীকে ম্যাচ থেকে ছিটকে দেয় ৫ মিনিট পরেই। ৫৩ মিনিটে আবাহনীর ইরানি ডিফেন্ডার মিলাদ শেখের ভুল পাস ধরে বক্সে ঢুকে পড়েন রাকিব হোসেন। তাঁর পাসে দরিয়েলতন গোমেজের ফিনিশিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা।
৭৭ মিনিটে আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে দিলেন মিগেল দামাশিনা। সাদ উদ্দিনের ক্রস থেকে হেডে আবাহনী গোলরক্ষককে হার মানান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোলটি রবসন রবিনহোর।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে