ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স।
ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে।
এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে।
আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে।
‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল।
‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।
ফান্সের তো বটেই, রিয়াল মাদ্রিদেরও বড় সম্পত্তি কিলিয়ান এমবাপ্পে। তাঁকে রক্ষা করার একটা আলাদা ব্যাপার তো থাকেই। তার জন্য ২৫ বছর বয়সী তারকাকে ‘বিশ্রাম’ দিয়েছিল ফ্রান্স। দলের নিয়মিত অধিনায়ক একাদশে না থাকলেও কেভিন ডি ব্রুইনার বেলজিয়ামকে হারিয়েছে ফ্রান্স।
ঘরের মাঠে গত রাতে উয়েফা নেশনস লিগে দিদিয়ের দেশমের দল জিতেছে ২-০ গোলে। ২৯ মিনিটে র্যান্ডাল কোলা মুয়ানি এগিয়ে দেন ফ্রান্সকে। ৫৭ মিনিটে এনগোলো কান্তের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ওসমানে দেম্বেলে।
এমবাপ্পের কোনো চোট ছিল না। তার পরও আন্তর্জাতিক বন্ধে কোনো প্রকার চোট যাতে না পান, তার জন্য শুরুতে বিশ্রামে ছিলেন তিনি। ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন ৬৭ মিনিটে, মুয়ানির পরিবর্তে। গত আট ম্যাচে ওপেন প্লেতে ফ্রান্স গোল করল দুটি, দুটিই বেলজিয়ামের বিপক্ষে।
আগের ম্যাচে ইতালির কাছে প্যারিসে ৩-১ গোলে হেরেছিল ফ্রান্স। নেশনস লিগের ‘বি’ গ্রুপে জয়রথ ছুটছে আজ্জুরিদের। গত রাতে লুসিয়ানো স্পেলেত্তির দল বুদাপেস্টে ২-১ গোলে হারিয়েছে ইসরায়েলকে।
‘জি’ গ্রুপে নরওয়ে অসলোতে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। নরওয়ের জয়ের নায়ক আর্লিং হালান্ড। ৮০ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। ৮৩ মিনিটে ভিএআরে আরেকটি গোলও বাতিল হয় নরওয়ের। তার আগ পর্যন্ত ম্যাচটি প্রথমার্ধে ১-১ সমতায় ছিল।
‘এইচ’ গ্রুপে মুহাম্মেদ করিমের হ্যাটট্রিকে তুরস্ক ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আইসল্যান্ডকে। হ্যাটট্রিক পেয়েছেন বেনিয়ামিন সেসকোও। তাঁর নৈপুণ্যে কাজাখস্তানকে ৩-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এটি সেসকোর প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৮ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪১ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে