Ajker Patrika

জামালদের লঙ্কা অভিযানের সূচি চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৬: ৩৯
জামালদের লঙ্কা অভিযানের সূচি চূড়ান্ত

সাফের ফাইনাল খেলতে না পারার কষ্ট বেশি দিন মনে চেপে রাখার সময় পাচ্ছে না বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপ থেকে ফিরে অল্প কয়েক দিনের বিরতিতে আবারও আন্তর্জাতিক ফুটবলে নেমে পড়বেন জামাল ভূঁইয়ারা। 

আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ দল। বাকি তিন প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফ্রিকান দেশ সেশেলস। 

৮ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেশেলস। ১১ নভেম্বর জামালরা খেলবেন মালদ্বীপের বিপক্ষে। ১৪ নভেম্বর শেষ ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ১৭ নভেম্বরের ফাইনালে। 

সাফে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন। চার জাতি টুর্নামেন্টে তিনিই বাংলাদেশের ডাগআউটে থাকছেন কি না, সেটি অবশ্য এখনো নিশ্চিত নয়। 

চার জাতি টুর্নামেন্টে বাংলাদেশের সূচি:

তারিখম্যাচ সময় (বাংলাদেশ) 
৮ নভেম্বরবাংলাদেশ-সেশেলসবিকেল ৪.৩০
১১ নভেম্বরবাংলাদেশ-মালদ্বীপবিকেল ৪.৩০
১৪ নভেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা রাত ৯.৩০ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত