Ajker Patrika

হারেই কি তবে শেষ আনচেলত্তির এল ক্লাসিকো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ মে ২০২৫, ১৩: ৫০
লা লিগায় গত রাতে এল ক্লাসিকোটা জিততে পারল না কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
লা লিগায় গত রাতে এল ক্লাসিকোটা জিততে পারল না কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

এবারের এল ক্লাসিকোই কি তবে কার্লো আনচেলত্তির জীবনের শেষ এল ক্লাসিকো—এমন আলোচনা চলছে অনেক ধরেই। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে আবার এল এই প্রশ্ন। আনচেলত্তি একটু কৌশলেই উত্তর দিয়েছেন।

২০২৪-২৫ মৌসুম শেষেই আনচেলত্তির রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আনচেলত্তির চুক্তি রয়েছে ২০২৬-এর জুন পর্যন্ত। কিন্তু এ বছরের মার্চে ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র বরখাস্ত হওয়ার পর সেই চেয়ারে আনচেলত্তির বসার কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে আনচেলত্তির সম্পর্ক ছিন্ন হতে পারে। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনার কাছে ৪-৩ গোলে হারের পর আনচেলত্তির কাছে জিজ্ঞাসা, এটাই কি তাঁর শেষ এল ক্লাসিকো কিনা। রিয়াল কোচ উত্তর দিলেন,‘এটা মৌসুমের শেষ ক্লাসিকো। এখনো তিন ম্যাচ বাকি। আমাদের বাকি সব কয়টা ম্যাচে জিততে হবে।’

চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকোর প্রত্যেকটিতেই জিতেছে বার্সেলোনা। যার মধ্যে রয়েছে দুটি লা লিগা এবং একটি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচ। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—মেজর দুটি শিরোপাই বার্সা এবার জিতেছে রিয়ালকে কাঁদিয়ে। মৌসুমের সব কয়টি এল ক্লাসিকো হারের ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমাদের রক্ষণভাগ আরও ভালো হওয়া দরকার। আজকের ম্যাচে এটা স্পষ্ট ছিল যে রক্ষণভাগ খুবই বাজে ছিল। এটা শুধু আমাদের লো ব্লকের কারণেই নয়। আমরা তাদের অনেক সুযোগ দিয়েছি এবং সেগুলো ভুগিয়েছে।’

৫ ও ১৪ মিনিটে এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ শুরুতে ২-০ গোলে এগিয়ে যায়। বার্সেলোনা প্রতি আক্রমণে ঘুরে দাঁড়ায় এখান থেকেই। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে শুরু। এরপর ৩২ থেকে ৪৫—১৩ মিনিটের ব্যবধানে আরও তিন গোল করে বার্সেলোনা। যার মধ্যে রাফিনিয়া করেন জোড়া গোল। ৪-২ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা রিয়াল ৭০ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান কমায়। তবে ফরাসি ফরোয়ার্ডের হ্যাটট্রিকও যে যথেষ্ট ছিল না রিয়ালের হার এড়ানোর জন্য।

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ নিয়ে প্রশংসা করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘তারা অনেক ভালো করেছে। প্রত্যেকটা সুযোগের ক্ষেত্রেই আমরা এগিয়ে ছিলাম। কারণ, আমরা দারুণ আক্রমণ করেছি। তিন গোল করেছি এবং দুইটা অফসাইড ছিল।’

ডেভিড আলাবা, এদের মিলিতাও, আন্টনিও রুডিগার, দানি কারভাহাল, ফারলান্দ মেন্দি—প্রথম সারির পাঁচ ডিফেন্ডারকে গতকাল পায়নি রিয়াল মাদ্রিদ। যেখানে ২-০ ব্যবধানে প্রথমে এগিয়ে গেলেও রিয়াল ম্যাচটি হেরেছে ৪-৩ গোলে। দলের রক্ষণভাগ নিয়ে তাই হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আক্রমণের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা ছিল। কিন্তু আমার ধারণা রক্ষণভাগে আমরা ভালো করতে পারিনি। আমাদের ভুলে গেলে চলবে না যে পাঁচ ডিফেন্ডার কম ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত