চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম কোচ কার্লো আনচেলত্তি, যিনি হিসেবে ২০০তম ম্যাচে ডাগআউটে থাকার রেকর্ড গড়েছেন। রেকর্ড গড়ার ম্যাচটা অবশ্য রাঙাতে পারেননি। শিষ্যরা যে রিয়াল মাদ্রিদ কোচকে জয় এনে দিতে পারেননি।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জন্য এটা ভালো ফল নয়। কারণ আমরা অবশ্যই ম্যাচটা জিততে চেয়েছিলাম। ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমাদের সুযোগ ছিল। কিন্তু দূর থেকে দুটি গোল করে সিটি।’
গতকাল ম্যাচে একটা সময় এগিয়ে গিয়েও জিততে না পারার আক্ষেপ থাকলেও সান্তিয়াগো বার্নাব্যুর খেলাটাই ফিরতি লেগে খেলতে চান আনচেলত্তি। শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আজ (গতকাল) রাতে আমরা যা করেছি, ম্যানচেস্টারেও সেই সাহস এবং ব্যক্তিত্ব নিয়ে আমাদের খেলতে হবে।’
বার্নাব্যুতে গতকাল সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়নি, যার ফল ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদল। ২ মিনিটে এগিয়ে যাওয়া ম্যানসিটি একটা সময় পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে। আবার নিজেদের মাঠে এগিয়ে গিয়েও রিয়াল পিছিয়ে পড়ে ৩-২ ব্যবধানে। এমন রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচে জয় কোনো দলের হয়নি। জয় হয়েছে ফুটবলের। ৩-৩ সমতায় দুই দলই ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছেড়েছে।
সিটির হয়ে প্রথমে লিড এনে দেন বার্নার্দো সিলভা। অন্যদিকে রিয়াল সমতায় ফেরে সিটির ডিফেন্ডার রুবেন দিয়াসের আত্মঘাতী গোলে। ১৪ মিনিটে রিয়ালকে এবার লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। সেই গোল দ্বিতীয়ার্ধে শোধ করেন সিটির ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে ফোডেনের দুর্দান্ত গোলের পর সিটি এগিয়ে যায় জসকো গাভার্দিওলের আরেকটি দুর্দান্ত ফিনিশিংয়ে। রিয়ালকে পরে সমতায় ফেরান ফেদিরেকে ভালভার্দে। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে ৭৯ মিনিটে চোখধাঁধানো এক শটে রিয়ালের হার এড়ান ভালর্ভাদে।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে