Ajker Patrika

বার্সা দলে ১৫ বছরের কিশোর, মাঠে নামলেই রেকর্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২: ৪০
বার্সা দলে ১৫ বছরের কিশোর, মাঠে নামলেই রেকর্ড

লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে নামটা এখনো তেমন পরিচিত নয়। তবে বার্সেলোনার কাছে ১৫ বছরের এই কিশোর এখনই ‘নির্ভীক’ তকমা পেয়ে গেছেন। ক্যাম্প ন্যুর কোচ জাভি হার্নান্দেজই এই তকমা জুড়ে দিয়েছেন ইয়ামালের নামের সঙ্গে। এমনকি লা মাসিয়া একাডেমির ছাত্র এই কিশোরের আজ লা লিগায়ও অভিষেক হয়ে যেতে পারে। 

রাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ম্যাচটির জন্য ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন জাভি। আগামী জুলাইয়ে ১৬ বছর বয়সে পা রাখবেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আজ যদি আতলেতিকোর বিপক্ষে মাঠে নামেন, তবে একটি রেকর্ডও গড়া হয়ে যাবে তাঁর। বার্সার সবচেয়ে কম বয়সী হিসেবে লা লিগায় অভিষেক হবে ইয়ামালের। 

জাভি ইতিমধ্যে মুগ্ধ এই কিশোরের প্রতিভায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে আমাদের সাহায্য করতে পারে। কারণ সে প্রতিভাবান। সে অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, প্রতিভাবান, শক্তিশালী।’ 

বার্সা যুবদলের পাশাপাশি স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন ইয়ামাল। তাঁর বাবা মরোক্কান এবং মা গিনির। ইয়ামালের জন্ম ১৩ জুলাই ২০০৭ সালে। মাত্র পাঁচ বছর বয়স থেকে বার্সায় আছেন তিনি। আজ মাঠে নামার সময় তাঁর বয়স হবে ১৫ বছর ২৮৫ দিন। 

বার্সার হয়ে লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি এখনো নিজের দখলে রেখেছেন আরমান্দ মার্তিনেজ সাগি। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ১১ মাস ৫ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডটি গড়েন তিনি। 

চলতি মৌসুমে লা লিগার সুবাস পাচ্ছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। গত রাতে লস ব্লাংকাসরা নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোকে হারিয়েছে ২-০ গোলে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে কাতালান জায়ান্টরা আজ আতলেতিকোর মুখোমুখি হচ্ছে লিগে টানা দুই ম্যাচ গোলশূন্য ড্রয়ের ক্ষত নিয়ে। গেতাফে ও জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত