ক্রীড়া ডেস্ক
লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে নামটা এখনো তেমন পরিচিত নয়। তবে বার্সেলোনার কাছে ১৫ বছরের এই কিশোর এখনই ‘নির্ভীক’ তকমা পেয়ে গেছেন। ক্যাম্প ন্যুর কোচ জাভি হার্নান্দেজই এই তকমা জুড়ে দিয়েছেন ইয়ামালের নামের সঙ্গে। এমনকি লা মাসিয়া একাডেমির ছাত্র এই কিশোরের আজ লা লিগায়ও অভিষেক হয়ে যেতে পারে।
রাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ম্যাচটির জন্য ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন জাভি। আগামী জুলাইয়ে ১৬ বছর বয়সে পা রাখবেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আজ যদি আতলেতিকোর বিপক্ষে মাঠে নামেন, তবে একটি রেকর্ডও গড়া হয়ে যাবে তাঁর। বার্সার সবচেয়ে কম বয়সী হিসেবে লা লিগায় অভিষেক হবে ইয়ামালের।
জাভি ইতিমধ্যে মুগ্ধ এই কিশোরের প্রতিভায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে আমাদের সাহায্য করতে পারে। কারণ সে প্রতিভাবান। সে অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, প্রতিভাবান, শক্তিশালী।’
বার্সা যুবদলের পাশাপাশি স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন ইয়ামাল। তাঁর বাবা মরোক্কান এবং মা গিনির। ইয়ামালের জন্ম ১৩ জুলাই ২০০৭ সালে। মাত্র পাঁচ বছর বয়স থেকে বার্সায় আছেন তিনি। আজ মাঠে নামার সময় তাঁর বয়স হবে ১৫ বছর ২৮৫ দিন।
বার্সার হয়ে লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি এখনো নিজের দখলে রেখেছেন আরমান্দ মার্তিনেজ সাগি। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ১১ মাস ৫ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডটি গড়েন তিনি।
চলতি মৌসুমে লা লিগার সুবাস পাচ্ছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। গত রাতে লস ব্লাংকাসরা নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোকে হারিয়েছে ২-০ গোলে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে কাতালান জায়ান্টরা আজ আতলেতিকোর মুখোমুখি হচ্ছে লিগে টানা দুই ম্যাচ গোলশূন্য ড্রয়ের ক্ষত নিয়ে। গেতাফে ও জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।
লামিনে ইয়ামাল। ফুটবল বিশ্বে নামটা এখনো তেমন পরিচিত নয়। তবে বার্সেলোনার কাছে ১৫ বছরের এই কিশোর এখনই ‘নির্ভীক’ তকমা পেয়ে গেছেন। ক্যাম্প ন্যুর কোচ জাভি হার্নান্দেজই এই তকমা জুড়ে দিয়েছেন ইয়ামালের নামের সঙ্গে। এমনকি লা মাসিয়া একাডেমির ছাত্র এই কিশোরের আজ লা লিগায়ও অভিষেক হয়ে যেতে পারে।
রাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ম্যাচটির জন্য ইয়ামালকে স্কোয়াডে রেখেছেন জাভি। আগামী জুলাইয়ে ১৬ বছর বয়সে পা রাখবেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। আজ যদি আতলেতিকোর বিপক্ষে মাঠে নামেন, তবে একটি রেকর্ডও গড়া হয়ে যাবে তাঁর। বার্সার সবচেয়ে কম বয়সী হিসেবে লা লিগায় অভিষেক হবে ইয়ামালের।
জাভি ইতিমধ্যে মুগ্ধ এই কিশোরের প্রতিভায়। সাবেক স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে আমাদের সাহায্য করতে পারে। কারণ সে প্রতিভাবান। সে অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন, প্রতিভাবান, শক্তিশালী।’
বার্সা যুবদলের পাশাপাশি স্পেনের বয়সভিত্তিক দলে খেলেছেন ইয়ামাল। তাঁর বাবা মরোক্কান এবং মা গিনির। ইয়ামালের জন্ম ১৩ জুলাই ২০০৭ সালে। মাত্র পাঁচ বছর বয়স থেকে বার্সায় আছেন তিনি। আজ মাঠে নামার সময় তাঁর বয়স হবে ১৫ বছর ২৮৫ দিন।
বার্সার হয়ে লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটি এখনো নিজের দখলে রেখেছেন আরমান্দ মার্তিনেজ সাগি। ১৯২২ সালের ২ এপ্রিল মাত্র ১৫ বছর ১১ মাস ৫ দিন বয়সে রিয়াল গিজনের বিপক্ষে মাঠে নেমে এই রেকর্ডটি গড়েন তিনি।
চলতি মৌসুমে লা লিগার সুবাস পাচ্ছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা। গত রাতে লস ব্লাংকাসরা নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোকে হারিয়েছে ২-০ গোলে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে কাতালান জায়ান্টরা আজ আতলেতিকোর মুখোমুখি হচ্ছে লিগে টানা দুই ম্যাচ গোলশূন্য ড্রয়ের ক্ষত নিয়ে। গেতাফে ও জিরোনার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল তারা।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে