Ajker Patrika

বাফুফেকে বড় অঙ্কের জরিমানা করল ফিফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৯: ৩২
বাফুফেকে বড় অঙ্কের জরিমানা করল ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বড় অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৬ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচে খেলা চলাকালীন দর্শক ঢুকে পড়েছিল মাঠে। শৃঙ্খলাভঙ্গের এ ঘটনায় বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে সংস্থাটি। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২০ লাখ টাকা। 

জরিমানা প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী জরিমানা করার ১ মাসের মধ্যে এই অর্থ জমা দিতে হয় ফিফাকে। আমাদের আরও আগে জানানো হয়েছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল না, যাতে অন্য দিকে না যায়, এ জন্য আমরা একটু পরে জানিয়েছি।’

এর আগে এ বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের আরও তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ বাফুফেকে জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। অস্ট্রেলিয়া ম্যাচে মাঠে দর্শক ঢুকে যাওয়ার ব্যাপারটা ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ভালোভাবে নেয়নি ফিফা। ফলে ফিফার ডিসিপ্লিনারি কমিটি ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে এবার। 

ফিফার আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে শৃঙ্খলা কমিটি। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তার আগে মেলবোর্নে দুই দলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জেতে ৭-০ গোল ব্যবধানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত