টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর এবার এফএ কাপের ফাইনাল—ম্যানচেস্টার সিটিকে আটকায় এমন সাধ্য কার! ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়েও আছে তারা। চলতি মৌসুমে পেপ গার্দিওলার হাত ধরে ট্রেবল জয়েরই স্বপ্ন দেখছে সিটিজেনরা।
অবশ্য স্বপ্নপূরণে আরও বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে সিটির। তবে এই মৌসুমে সিটির দৌড় থামানো যেন যে কারও পক্ষেই কঠিন। গত রাতে যেমন তারা ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।
৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল। আলজেরিয়ান উইঙ্গার ৬১ ও ৬৬ মিনিটে গোল ২টি করে পূরণ করেন হ্যাটট্রিক। শিষ্যের এমন পারফরম্যান্সে খুশি গার্দিওলা। ম্যাচ শেষে বিবিসিকে মাহরেজ সম্পর্কে এক মজার কথাও বলেছেন সিটি কোচ, ‘যখন সে খেলে, তখন আমাকে বিরক্তি দেখায়, সব সময়। সে বোঝাতে চায়, কখন সে বিরক্ত। রিয়াদের জন্য অত্যন্ত আনন্দিত আমি, সে ফুটবল খেলতে ভালোবাসে। সে ম্যানসিটিকে অনেক কিছু দিয়েছে এবং আশা করি ভবিষ্যতেও দেবে।’
এফএ কাপের ফাইনালেই হতে পারে ম্যানচেস্টার ডার্বি। তবে আজ রাতে এর জন্য ওয়েম্বলিতে ব্রাইটনকে হারাতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। সেটি যদি হয় ফাইনাল হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী।
টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পর এবার এফএ কাপের ফাইনাল—ম্যানচেস্টার সিটিকে আটকায় এমন সাধ্য কার! ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়েও আছে তারা। চলতি মৌসুমে পেপ গার্দিওলার হাত ধরে ট্রেবল জয়েরই স্বপ্ন দেখছে সিটিজেনরা।
অবশ্য স্বপ্নপূরণে আরও বেশ কয়েকটি ধাপ পেরোতে হবে সিটির। তবে এই মৌসুমে সিটির দৌড় থামানো যেন যে কারও পক্ষেই কঠিন। গত রাতে যেমন তারা ওয়েম্বলিতে এফএ কাপের সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে।
৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোলের পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল। আলজেরিয়ান উইঙ্গার ৬১ ও ৬৬ মিনিটে গোল ২টি করে পূরণ করেন হ্যাটট্রিক। শিষ্যের এমন পারফরম্যান্সে খুশি গার্দিওলা। ম্যাচ শেষে বিবিসিকে মাহরেজ সম্পর্কে এক মজার কথাও বলেছেন সিটি কোচ, ‘যখন সে খেলে, তখন আমাকে বিরক্তি দেখায়, সব সময়। সে বোঝাতে চায়, কখন সে বিরক্ত। রিয়াদের জন্য অত্যন্ত আনন্দিত আমি, সে ফুটবল খেলতে ভালোবাসে। সে ম্যানসিটিকে অনেক কিছু দিয়েছে এবং আশা করি ভবিষ্যতেও দেবে।’
এফএ কাপের ফাইনালেই হতে পারে ম্যানচেস্টার ডার্বি। তবে আজ রাতে এর জন্য ওয়েম্বলিতে ব্রাইটনকে হারাতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। সেটি যদি হয় ফাইনাল হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৫ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
২ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে