সৌদি আরবের রাডারে ছিলেন লুকা মদরিচও। কয়েকদিন আগে তাঁর সতীর্থ করিম বেনজমা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিল করে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে। তাঁদের সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তো গত জানুয়ারি থেকে আল-নাসরে।
রোনালদো-বেনজেমা বলতেই পারেন, ক্লাবের হয়ে সব তো জেতা শেষ। ক্যারিয়ারের সায়াহ্নেও পৌঁছে গেছি। এখন একটু অর্থবিত্ত কামিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেবো।
এই দুই তারকার মতো আরও বেশ কয়েকজন ফুটবলার ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন। বিপুল অর্থের হাতছানি কে বা আর ফেরাতে পারেন। চেলসি ছেড়ে এনগোলা কান্তে যোগ দিয়েছেন ফরাসি সতীর্থ বেনজেমার ক্লাব আল-ইত্তিহাদে। সৌদির ফুটবলে আরেক চেলসি তারকা হাকিম জিয়েশের চুক্তিও যেন সময়ের ব্যাপার। উলভসের অধিনায়ক রুবেন নেভেস চুক্তি সেরেছেন আল-হিলালের সঙ্গে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কালিদু কুলিবালি। চেলসির সেনেগালিজ ডিফেন্ডারও চুক্তি করেছেন আল-হিলারের সঙ্গে।
তবে এখানেই যেন তাঁদের সঙ্গে মদরিচের পার্থক্য। বয়স ৩৭ হলেও এখনো ইউরোপের ফুটবল খেলার অদম্য ইচ্ছেটা রয়ে গেছে। রিয়ালের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ২০২৪ সালের জুন পর্যন্ত। ক্লাব কিংবদন্তির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি আজ নিশ্চিত করল রিয়াল।
মরুর বুকে ফুল ফোটাতে ইউরোপের বর্তমান চার ব্যালন ডি’অর জয়ী তারকার দিকে চোখ ছিল সৌদির। দুজনকে ইতিমধ্যে নিজেদের বানিয়ে ফেললেও দুই ‘এলএমটেন’-এর সঙ্গে চুক্তি করতে পারে না তারা। চেষ্টা অবশ্য কম হয়নি। লিওনেল মেসিকে রেকর্ড অঙ্কের অর্থের চুক্তির প্রস্তাব দিয়েছিল আল-হিলাল। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।
আরেক ব্যালন ডি’অর জয়ী মদরিচকে পেতেও চেষ্টা চালিয়েছিল সৌদি প্রো লিগ। এই মাসেই রিয়ালের সঙ্গে তাঁর আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। যার কারণে মদরিচের সৌদিতে যাওয়ার গুঞ্জনের হাওয়াও বইছিল জোরেশোরে। তবে রিয়ালের কাছে এখনো এই অভিজ্ঞ মিডফিল্ডার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লস ব্লাঙ্কোসরাও কোনো ঝুঁকি না নিয়ে চুক্তি নবায়ন করে নিল।
টনি ক্রুস, দানি কাবেয়োস ও নাচো ফার্নান্দেজের পর রিয়ালের সঙ্গে গ্রীষ্মকালীন চুক্তি সারলেন মদরিচ। ক্রোয়াট অধিনায়কের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রসঙ্গে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘এই জার্সিতে তাঁর ১১ মৌসুমে সে ৪৮৮ ম্যাচ খেলে ২৩টি শিরোপা জিতেছে।’
২০১২ সালে টটেনহাম ছেড়ে মাদ্রিদে আসেন মদরিচ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও দুটি কোপা দেল রে জিতেছেন জিতেছেন। রোনালদো-মেসির এক দশকের দাপট ভেঙে ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর।
আগামী সেপ্টেম্বরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। এ বয়সেও তরুণদের সঙ্গে সমান পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন তিনি। কয়দিন আগে ক্রোয়েশিয়াকে নিয়ে গিয়েছিলেন উয়েফা নেশনস লিগের ফাইনালে। এর আগে গত ডিসেম্বরে খেলেছেন বিশ্বকাপের সেমিফাইনাল। তবে ক্লাবের হয়ে এতকিছু জিতলেও এখনো আন্তর্জাতিক শিরোপা জেতা হয়নি তাঁর। রিয়ালের হয়ে ২৩টি শিরোপা জিতেছেন। ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ শিরোপায় তাঁর চেয়ে এগিয়ে কেবল মার্সেলো ও বেনজেমা (২৪ টি)।
গত সপ্তাহে স্পেনের বিপক্ষে নেশনস লিগে হারে ক্রোয়েশিয়া। সেই ম্যাচের পর গুঞ্জন উঠেছিল, মদরিচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। হয়তো খেলতে পারেন ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।
সৌদি আরবের রাডারে ছিলেন লুকা মদরিচও। কয়েকদিন আগে তাঁর সতীর্থ করিম বেনজমা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি বাতিল করে যোগ দিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে। তাঁদের সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো তো গত জানুয়ারি থেকে আল-নাসরে।
রোনালদো-বেনজেমা বলতেই পারেন, ক্লাবের হয়ে সব তো জেতা শেষ। ক্যারিয়ারের সায়াহ্নেও পৌঁছে গেছি। এখন একটু অর্থবিত্ত কামিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটিয়ে দেবো।
এই দুই তারকার মতো আরও বেশ কয়েকজন ফুটবলার ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন। বিপুল অর্থের হাতছানি কে বা আর ফেরাতে পারেন। চেলসি ছেড়ে এনগোলা কান্তে যোগ দিয়েছেন ফরাসি সতীর্থ বেনজেমার ক্লাব আল-ইত্তিহাদে। সৌদির ফুটবলে আরেক চেলসি তারকা হাকিম জিয়েশের চুক্তিও যেন সময়ের ব্যাপার। উলভসের অধিনায়ক রুবেন নেভেস চুক্তি সেরেছেন আল-হিলালের সঙ্গে। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কালিদু কুলিবালি। চেলসির সেনেগালিজ ডিফেন্ডারও চুক্তি করেছেন আল-হিলারের সঙ্গে।
তবে এখানেই যেন তাঁদের সঙ্গে মদরিচের পার্থক্য। বয়স ৩৭ হলেও এখনো ইউরোপের ফুটবল খেলার অদম্য ইচ্ছেটা রয়ে গেছে। রিয়ালের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন ২০২৪ সালের জুন পর্যন্ত। ক্লাব কিংবদন্তির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়টি আজ নিশ্চিত করল রিয়াল।
মরুর বুকে ফুল ফোটাতে ইউরোপের বর্তমান চার ব্যালন ডি’অর জয়ী তারকার দিকে চোখ ছিল সৌদির। দুজনকে ইতিমধ্যে নিজেদের বানিয়ে ফেললেও দুই ‘এলএমটেন’-এর সঙ্গে চুক্তি করতে পারে না তারা। চেষ্টা অবশ্য কম হয়নি। লিওনেল মেসিকে রেকর্ড অঙ্কের অর্থের চুক্তির প্রস্তাব দিয়েছিল আল-হিলাল। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে।
আরেক ব্যালন ডি’অর জয়ী মদরিচকে পেতেও চেষ্টা চালিয়েছিল সৌদি প্রো লিগ। এই মাসেই রিয়ালের সঙ্গে তাঁর আগের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। যার কারণে মদরিচের সৌদিতে যাওয়ার গুঞ্জনের হাওয়াও বইছিল জোরেশোরে। তবে রিয়ালের কাছে এখনো এই অভিজ্ঞ মিডফিল্ডার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লস ব্লাঙ্কোসরাও কোনো ঝুঁকি না নিয়ে চুক্তি নবায়ন করে নিল।
টনি ক্রুস, দানি কাবেয়োস ও নাচো ফার্নান্দেজের পর রিয়ালের সঙ্গে গ্রীষ্মকালীন চুক্তি সারলেন মদরিচ। ক্রোয়াট অধিনায়কের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রসঙ্গে এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘এই জার্সিতে তাঁর ১১ মৌসুমে সে ৪৮৮ ম্যাচ খেলে ২৩টি শিরোপা জিতেছে।’
২০১২ সালে টটেনহাম ছেড়ে মাদ্রিদে আসেন মদরিচ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা ও দুটি কোপা দেল রে জিতেছেন জিতেছেন। রোনালদো-মেসির এক দশকের দাপট ভেঙে ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর।
আগামী সেপ্টেম্বরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। এ বয়সেও তরুণদের সঙ্গে সমান পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন তিনি। কয়দিন আগে ক্রোয়েশিয়াকে নিয়ে গিয়েছিলেন উয়েফা নেশনস লিগের ফাইনালে। এর আগে গত ডিসেম্বরে খেলেছেন বিশ্বকাপের সেমিফাইনাল। তবে ক্লাবের হয়ে এতকিছু জিতলেও এখনো আন্তর্জাতিক শিরোপা জেতা হয়নি তাঁর। রিয়ালের হয়ে ২৩টি শিরোপা জিতেছেন। ব্লাঙ্কোসদের হয়ে সর্বোচ্চ শিরোপায় তাঁর চেয়ে এগিয়ে কেবল মার্সেলো ও বেনজেমা (২৪ টি)।
গত সপ্তাহে স্পেনের বিপক্ষে নেশনস লিগে হারে ক্রোয়েশিয়া। সেই ম্যাচের পর গুঞ্জন উঠেছিল, মদরিচ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। হয়তো খেলতে পারেন ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৪ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে