ক্রীড়া ডেস্ক
স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
মৃত্যুকালে ডেনিস লর বয়স হয়েছে ৮৪ বছর। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৩০ গোল। স্কটল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতাদের মধ্যে একজন। ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস। তার ক্যারিয়ারে তিনবার তাঁকে ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি করা হয়েছিল।
২০২১ সালে তার আলঝেইমার রোগ এবং ভাসকুলার ডিমেনশিয়া ধরা পড়ে। তাঁর পরিবার এক বিবৃতিতে দিয়ে বলেছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের বাবা ডেনিস ল’ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি কঠিন এক যুদ্ধ করেছিলেন, কিন্তু অবশেষে শান্তি পেয়েছেন।’
ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে ক্লাবের সবাই ‘স্ট্রেটফোর্ড এন্ডের কিং’-এর মৃত্যুতে শোকাহত। তিনি ক্লাবের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন হিসেবে চিরকাল উদ্যাপিত হবেন। তার দক্ষতা, উদ্যম এবং খেলার প্রতি ভালোবাসা তাঁকে এক প্রজন্মের নায়কে পরিণত করেছিল। ডেনিসের পরিবার এবং তার অসংখ্য বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।
স্কটল্যান্ড জাতীয় দল ডেনিসকে ‘প্রকৃত মহান’ আখ্যা দিয়ে বলেছে, আমরা তার মতো আর কাউকে দেখব না। ১৯৬৪ সালে ম্যানইউতে থাকাকালীন ব্যালন ডি’অর জেতেন ডেনিস ল।
স্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
মৃত্যুকালে ডেনিস লর বয়স হয়েছে ৮৪ বছর। স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ৩০ গোল। স্কটল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতাদের মধ্যে একজন। ক্যারিয়ারে তিনবার ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি হয়েছিলেন ডেনিস। তার ক্যারিয়ারে তিনবার তাঁকে ব্রিটিশ রেকর্ড ফিতে বিক্রি করা হয়েছিল।
২০২১ সালে তার আলঝেইমার রোগ এবং ভাসকুলার ডিমেনশিয়া ধরা পড়ে। তাঁর পরিবার এক বিবৃতিতে দিয়ে বলেছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে আমাদের বাবা ডেনিস ল’ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি কঠিন এক যুদ্ধ করেছিলেন, কিন্তু অবশেষে শান্তি পেয়েছেন।’
ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে ক্লাবের সবাই ‘স্ট্রেটফোর্ড এন্ডের কিং’-এর মৃত্যুতে শোকাহত। তিনি ক্লাবের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন হিসেবে চিরকাল উদ্যাপিত হবেন। তার দক্ষতা, উদ্যম এবং খেলার প্রতি ভালোবাসা তাঁকে এক প্রজন্মের নায়কে পরিণত করেছিল। ডেনিসের পরিবার এবং তার অসংখ্য বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা। তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে।
স্কটল্যান্ড জাতীয় দল ডেনিসকে ‘প্রকৃত মহান’ আখ্যা দিয়ে বলেছে, আমরা তার মতো আর কাউকে দেখব না। ১৯৬৪ সালে ম্যানইউতে থাকাকালীন ব্যালন ডি’অর জেতেন ডেনিস ল।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে