প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গেলেও কষ্টার্জিত জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ, যার কারণে দুশ্চিন্তাটা যাচ্ছে না আঁতোয়ান গ্রিজমানের। আতলেতিকোর ফরাসি ফরোয়ার্ড মনে করেন, ফিরতি লেগে ডর্টমুন্ডে ভুগতে হবে তাদের।
গত রাতে নিজেদের মাঠ মেত্রোপোলিতানোয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আতলেতিকো। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো দি পল। ৩২ মিনিটে আতলেতিকোর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল লিনো।
৮১ মিনিটে একটি গোল শোধ দিয়ে ডর্টমুন্ডকে ম্যাচে ফেরানোর আভাস দেন সেবাস্তিয়ান হলার। তবে বাকি সময় আতলেতিকোর রক্ষণদুর্গে আর ফাটল ধরাতে পারেনি তারা। তবে ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধ থেকে একের পর এক আক্রমণ করেছে ডর্টমুন্ড।
আর এমন ভয়ংকর ‘জার্মান মেশিন’ দেখেই ভয় পাচ্ছেন গ্রিজমান। এ কারণেই আগামী সপ্তাহের ফিরতি লেগ নিয়ে অগ্রিম সাবধানবাণী তাঁর। গতকাল ম্যাচ শেষে গ্রিজি মুভিস্টারকে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে ওদের বল ছিল এবং আমাদের পেছনে ঠেলছিল। আমরা বেশ ভুগেছি।’
গ্রিজমান সাবধানবাণী দিয়ে আরও বলেছেন, ‘আমাদের সেখানে (ডর্টমুন্ডের মাঠে) ভুগতে হবে। আমরা সেখানে খেলতে যাব এবং জিতব। সেমিফাইনালে যাওয়ার মান আমাদের আছে।’
আগামী ১৬ এপ্রিল জার্মানি সফরে ফিরতি লেগে ড্র করলেই শেষ চার নিশ্চিত আতলেতিকোর। ডর্টমুন্ডকে অবশ্য জিততেই হবে।
প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গেলেও কষ্টার্জিত জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ, যার কারণে দুশ্চিন্তাটা যাচ্ছে না আঁতোয়ান গ্রিজমানের। আতলেতিকোর ফরাসি ফরোয়ার্ড মনে করেন, ফিরতি লেগে ডর্টমুন্ডে ভুগতে হবে তাদের।
গত রাতে নিজেদের মাঠ মেত্রোপোলিতানোয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আতলেতিকো। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই ঘরের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো দি পল। ৩২ মিনিটে আতলেতিকোর ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল লিনো।
৮১ মিনিটে একটি গোল শোধ দিয়ে ডর্টমুন্ডকে ম্যাচে ফেরানোর আভাস দেন সেবাস্তিয়ান হলার। তবে বাকি সময় আতলেতিকোর রক্ষণদুর্গে আর ফাটল ধরাতে পারেনি তারা। তবে ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধ থেকে একের পর এক আক্রমণ করেছে ডর্টমুন্ড।
আর এমন ভয়ংকর ‘জার্মান মেশিন’ দেখেই ভয় পাচ্ছেন গ্রিজমান। এ কারণেই আগামী সপ্তাহের ফিরতি লেগ নিয়ে অগ্রিম সাবধানবাণী তাঁর। গতকাল ম্যাচ শেষে গ্রিজি মুভিস্টারকে বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে ওদের বল ছিল এবং আমাদের পেছনে ঠেলছিল। আমরা বেশ ভুগেছি।’
গ্রিজমান সাবধানবাণী দিয়ে আরও বলেছেন, ‘আমাদের সেখানে (ডর্টমুন্ডের মাঠে) ভুগতে হবে। আমরা সেখানে খেলতে যাব এবং জিতব। সেমিফাইনালে যাওয়ার মান আমাদের আছে।’
আগামী ১৬ এপ্রিল জার্মানি সফরে ফিরতি লেগে ড্র করলেই শেষ চার নিশ্চিত আতলেতিকোর। ডর্টমুন্ডকে অবশ্য জিততেই হবে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে