মাঠের কোনো সিদ্ধান্তে রেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ ঝাড়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ তো আছেই। তবে রেফারি নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটে। নেদারল্যান্ডসের জ্যান স্মিট নিষিদ্ধ হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিরোপা উদ্যাপন করতে গিয়ে।
চলতি সপ্তাহের রোববার চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপের সেন্ট জর্জ ও এসভি ডি ভ্যালকেন মুখোমুখি হয়েছে। স্মিট সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। অতিরিক্ত সময়ে সেন্ট জর্জ গোলরক্ষক ডেভ ল্যান জয়সূচক গোল করেন। ম্যাচ শেষে সেন্ট জর্জের উদ্যাপনে যোগ দিয়েছেন স্মিট।
ডাচ রেফারি মঞ্চে উঠে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ গান গেয়েছেন ও চ্যাম্পিয়নশিপের বাটি উঁচিয়ে ধরেছেন। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এসভি ডি ভ্যালকেন অভিযোগ দায়ের করেছে ও রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) তাতে সাড়া দিয়েছে। কেএনভিবি স্মিটকে জানিয়ে দিয়েছে যে আর কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না।
এই সিদ্ধান্তে স্মিট অবশ্য একমত হতে পারেননি। নেদারল্যান্ডসের এনএইচ নিউজকে ডাচ রেফারি বলেন, ‘আমি শুধু গানই গেয়েছি। চ্যাম্পিয়নশিপের বাটিটা এরপর উঁচিয়ে ধরেছি। সেটাই একমাত্র বিষয়। আমি খুব দুঃখ প্রকাশ করেছি।’ শুধু তা-ই নয়, স্মিট নাকি সেই ম্যাচে ১৫ মিনিটের কম অতিরিক্ত সময় দিয়েছেন বলে ডাচ সংবাদমাধ্যমে জানা গেছে। এসবি ডি ভ্যালকেনকে ৮ খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে। কারণ, সেই ম্যাচে তিন লাল কার্ড দেখেছে দলটি।
মাঠের কোনো সিদ্ধান্তে রেফারির ওপর ফুটবলারদের ক্ষোভ ঝাড়ার ঘটনা দেখা যায় হরহামেশাই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ব্যঙ্গ-বিদ্রূপ তো আছেই। তবে রেফারি নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটে। নেদারল্যান্ডসের জ্যান স্মিট নিষিদ্ধ হয়েছেন চ্যাম্পিয়ন দলের শিরোপা উদ্যাপন করতে গিয়ে।
চলতি সপ্তাহের রোববার চতুর্থ ডিভিশন চ্যাম্পিয়নশিপের সেন্ট জর্জ ও এসভি ডি ভ্যালকেন মুখোমুখি হয়েছে। স্মিট সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। অতিরিক্ত সময়ে সেন্ট জর্জ গোলরক্ষক ডেভ ল্যান জয়সূচক গোল করেন। ম্যাচ শেষে সেন্ট জর্জের উদ্যাপনে যোগ দিয়েছেন স্মিট।
ডাচ রেফারি মঞ্চে উঠে ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ গান গেয়েছেন ও চ্যাম্পিয়নশিপের বাটি উঁচিয়ে ধরেছেন। নেদারল্যান্ডসের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এসভি ডি ভ্যালকেন অভিযোগ দায়ের করেছে ও রয়্যাল ডাচ ফুটবল ফেডারেশন (কেএনভিবি) তাতে সাড়া দিয়েছে। কেএনভিবি স্মিটকে জানিয়ে দিয়েছে যে আর কোনো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন না।
এই সিদ্ধান্তে স্মিট অবশ্য একমত হতে পারেননি। নেদারল্যান্ডসের এনএইচ নিউজকে ডাচ রেফারি বলেন, ‘আমি শুধু গানই গেয়েছি। চ্যাম্পিয়নশিপের বাটিটা এরপর উঁচিয়ে ধরেছি। সেটাই একমাত্র বিষয়। আমি খুব দুঃখ প্রকাশ করেছি।’ শুধু তা-ই নয়, স্মিট নাকি সেই ম্যাচে ১৫ মিনিটের কম অতিরিক্ত সময় দিয়েছেন বলে ডাচ সংবাদমাধ্যমে জানা গেছে। এসবি ডি ভ্যালকেনকে ৮ খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে। কারণ, সেই ম্যাচে তিন লাল কার্ড দেখেছে দলটি।
বেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
১ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২ ঘণ্টা আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
৪ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৪ ঘণ্টা আগে