ক্রীড়া ডেস্ক
লম্বা সময় ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। দলের বাজে পারফরম্যান্সের কারণে অবশেষে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাগ। তাঁর পরিবর্তে অলরেডদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সহকারী কোচ রুড ফন নিস্টলরয়ের কাঁধে।
২০২২ সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন টেন হাগ। কিন্তু ইউনাইটেডকে ফেরাতে পারেননি সাফল্যের ধারায়। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে আরও খারাপ অবস্থা হয়েছে রেড ডেভিলদের। গতকাল রাতেও ওয়েস্ট হামের তাদের মাঠে বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড।
সেই হারের ক্ষত তরতাজা থাকতেই চাকরিচ্যুত হলেন টেন হাগ। লিগে এ মৌসুমের প্রথম ৯ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র তিনটি। ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪ তম স্থানে। তার আগে গত সপ্তাহে ইউরোপা লিগ খেলতে তুরস্ক সফরে গিয়ে হোসে মরিনহোর ফেনেরবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। টুর্নামেন্টের ৩৬ দলের মধ্যে ইউনাইটেডের অবস্থান ২১ তম স্থানে।
এ মৌসুমের শুরু থেকে দলের বাজে পারফরম্যান্সের কারণে টেন হাগ বরখাস্ত হতে পারেন, এমন গুঞ্জন চলছিল। আজ সেটিই সত্যি হলো। টেন হাগের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভিলদের সামলাবেন দলটির সাবেক স্ট্রাইকার নিস্টলরয়। টেন হাগের মতো তিনি ডাচ। গত মৌসুমে টেন হাগের সহকারী হয়ে ম্যানচেস্টারে ফেরেন নিস্টলরয়। আজ তাঁর হাতে রেড ডেভিলদের দায়িত্ব দেওয়া নিয়ে ইউনাইটেডের বিবৃতি, ‘স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত’ নিস্টলরয় দায়িত্বে থাকবেন।
গত মে মাসে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জেতার পর ইউনাইটেডের সঙ্গে ১ বছরের চুক্তি বাড়িয়েছিলেন টেন হাগ। কিন্তু সেই চুক্তির তিন মাস যেতে না যেতেই হারাতে হলো চাকরি। ২০১৩ সালে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর এখন ষষ্ঠ কোচের খোঁজ করতে হচ্ছে ইউনাইটেডকে।
লম্বা সময় ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। দলের বাজে পারফরম্যান্সের কারণে অবশেষে বরখাস্ত হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ এরিক টেন হাগ। তাঁর পরিবর্তে অলরেডদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সহকারী কোচ রুড ফন নিস্টলরয়ের কাঁধে।
২০২২ সালে ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন টেন হাগ। কিন্তু ইউনাইটেডকে ফেরাতে পারেননি সাফল্যের ধারায়। ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে আরও খারাপ অবস্থা হয়েছে রেড ডেভিলদের। গতকাল রাতেও ওয়েস্ট হামের তাদের মাঠে বিপক্ষে ২-১ গোলে হেরেছে ইউনাইটেড।
সেই হারের ক্ষত তরতাজা থাকতেই চাকরিচ্যুত হলেন টেন হাগ। লিগে এ মৌসুমের প্রথম ৯ ম্যাচে ইউনাইটেডের জয় মাত্র তিনটি। ১১ পয়েন্ট নিয়ে আছে ১৪ তম স্থানে। তার আগে গত সপ্তাহে ইউরোপা লিগ খেলতে তুরস্ক সফরে গিয়ে হোসে মরিনহোর ফেনেরবাচের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। টুর্নামেন্টের ৩৬ দলের মধ্যে ইউনাইটেডের অবস্থান ২১ তম স্থানে।
এ মৌসুমের শুরু থেকে দলের বাজে পারফরম্যান্সের কারণে টেন হাগ বরখাস্ত হতে পারেন, এমন গুঞ্জন চলছিল। আজ সেটিই সত্যি হলো। টেন হাগের পরিবর্তে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রেড ডেভিলদের সামলাবেন দলটির সাবেক স্ট্রাইকার নিস্টলরয়। টেন হাগের মতো তিনি ডাচ। গত মৌসুমে টেন হাগের সহকারী হয়ে ম্যানচেস্টারে ফেরেন নিস্টলরয়। আজ তাঁর হাতে রেড ডেভিলদের দায়িত্ব দেওয়া নিয়ে ইউনাইটেডের বিবৃতি, ‘স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত’ নিস্টলরয় দায়িত্বে থাকবেন।
গত মে মাসে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ জেতার পর ইউনাইটেডের সঙ্গে ১ বছরের চুক্তি বাড়িয়েছিলেন টেন হাগ। কিন্তু সেই চুক্তির তিন মাস যেতে না যেতেই হারাতে হলো চাকরি। ২০১৩ সালে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর এখন ষষ্ঠ কোচের খোঁজ করতে হচ্ছে ইউনাইটেডকে।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে