Ajker Patrika

এক ডজন রানে হাফ ডজন উইকেট নেই শ্রীলঙ্কার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৩২
এক ডজন রানে হাফ ডজন উইকেট নেই শ্রীলঙ্কার

শিরোপা ধরে রাখার লক্ষ্যে কলম্বোর প্রেমাদাসায় খেলছে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের শিরোপা জয়ের পথে ভালোভাবেই কাঁটা বিছিয়ে রেখেছে ভারত। প্রথম পাওয়ারপ্লের আগেই লঙ্কানদের অর্ধেক ব্যাটার ফিরেছেন ড্রেসিংরুমে।

ইনিংসে প্রথম ওভার থেকেই উইকেট হারানো শুরু করে শ্রীলঙ্কা। ওভারের তৃতীয় বলে জাসপ্রীত বুমরাকে খোঁচা দিতে গিয়েছেন কুশল পেরেরা। ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল বাঁদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। শ্রীলঙ্কার স্কোর তখন ১ রান। উইকেটে এসে প্রথম বলেই চার মেরেছেন কুশল মেন্ডিস।

বুমরার পর লঙ্কানদের ইনিংসে ভূমিকম্প ঘটানোর দায়িত্ব মূলত নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভার বোলিংয়ে এসে পুরো ওভার মেইডেন দিয়েছেন মোহাম্মদ সিরাজ। সিরাজ যেন নিজের সেরাটা জমিয়ে রেখেছেন নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারের জন্যই। ইনিংসের চতুর্থ ওভার বোলিংয়ে এসেই নিয়েছেন ৪ উইকেট। প্রথম বলে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে শুরু। এরপর তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে লেগ বিফোরের ফাদে ফেলেন সিরাজ। পরের বলে ফিরিয়েছেন চারিথ আসালাঙ্কাকে। সিরাজের হাফ বলি বল সোজা কাভারে ইশান কিশানের হাতে তুলে দিয়েছেন আসালাঙ্কা। ধনঞ্জয় ডি সিলভা এসে হ্যাটট্রিক ঠেকিয়েছেন ঠিকই। তবে শেষ বলে রাহুলের তালুবন্দী হয়েছেন ডি সিলভা।

সিরাজ অবশ্য এখানেই থেমে থাকেননি। ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেন এশিয়া কাপের ফাইনালেই। দাসুন শানাকাকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করে সিরাজ নিয়েছেন নিজের পঞ্চম উইকেট নিয়েছেন। দলীয় ১২ রানেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় এই পেসার।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩ রান করেছে লঙ্কানরা।

বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচ শুরু হয়েছে ৪০ মিনিট পর। এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ভারত তাদের একাদশে এনেছে ৬ পরিবর্তন আর শ্রীলঙ্কা এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত