তারকা খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। দলের বাজে পারফরম্যান্সে বেশির ভাগ ক্ষেত্রে ‘বলির পাঁঠা’ হয়ে যান তাঁরা। পাকিস্তান ক্রিকেট দলে শাহিন শাহ আফ্রিদির অবস্থা হয়েছে তেমনই। ব্যাপারটি মোটেও মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদ।
পাকিস্তানের পারফরম্যান্স এ বছর আশানুরূপ হচ্ছে না। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ে পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলতে আসা যুক্তরাষ্ট্র অঘটন ঘটায় পাকিস্তানকে হারিয়ে। বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস বিরতিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে শেহজাদ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বলেছেন, ‘আপনি জিম্বাবুয়ের আছে হেরেছেন, আয়ারল্যান্ডের কাছে হেরেছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরেছেন। এবার হারলেন বাংলাদেশের কাছে। সবকিছুর জন্য শাহিন আফ্রিদি কি শুধু একাই দায়ী? শাহিনকে এককভাবে দায়ী করা উচিত নয়। এর সঙ্গে যাঁরা জড়িত, সবাইকে সামনে নিয়ে আসুন। এই জাতিকে বলুন।’
এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন ১৯ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩২ উইকেট। ইকোনমি ৭.৭১। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেন ২ উইকেট। খরচ করেছেন ৯৬ রান। পারফরম্যান্সেও মাঝেমধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এমনকি পিসিবির কোচিং স্টাফদের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর ঘটনাও রয়েছে শাহিনের।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দল গঠনেও শাহিনকে নিয়ে ‘নাটক’ হয়েছে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের দলে তাঁর নাম ছিল। পরে ১২ জনের তালিকায়ও এই বাঁহাতি পেসারের নাম খুঁজে পাওয়া যায়নি। পারফরম্যান্স, আচরণগত কারণে শাহিনকে বাদ দিলে আপত্তি নেই শেহজাদের। তবে শেহজাদ খেয়াল রাখতে বলছেন সবার দিকেই, ‘তাঁর (শাহিন) পারফরম্যান্স খারাপ। আচরণগত সমস্যা আছে। তাঁকে বাদ দিয়েছেন। তবে এর সঙ্গে জড়িত বাকি লোকগুলোর কী হবে? বাকিদের পারফরম্যান্স কেমন?’
পাকিস্তানের অন্য ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। যেখানে বাবর আজম টেস্টে সবশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন ২০২২-এর ডিসেম্বরে। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণেই। ব্যাটারদের দিকে অভিযোগের আঙুল তুলে শেহজাদ বলেন, ‘আবদুল্লাহ শফিকের শেষ ৮ টেস্টে পারফরম্যান্সের কী হবে? ২৫ ম্যাচ পর সাইম আইয়ুবের পারফরম্যান্স কী? বাবর আজমের সবশেষ ১৪ টেস্টে পারফরম্যান্স কী? তাই তাঁদের হিসাব বাদ দিয়ে কোনো অস্ত্রোপচার হবে না। পাকিস্তানকে সঠিক ট্র্যাকে আনা সম্ভব নয়। যাঁদের পারফরম্যান্স খারাপ, তাঁদের জবাবদিহি করতে হবে।’
তারকা খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। দলের বাজে পারফরম্যান্সে বেশির ভাগ ক্ষেত্রে ‘বলির পাঁঠা’ হয়ে যান তাঁরা। পাকিস্তান ক্রিকেট দলে শাহিন শাহ আফ্রিদির অবস্থা হয়েছে তেমনই। ব্যাপারটি মোটেও মেনে নিতে পারছেন না আহমেদ শেহজাদ।
পাকিস্তানের পারফরম্যান্স এ বছর আশানুরূপ হচ্ছে না। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বাদ পড়ে পাকিস্তান, যেখানে প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট খেলতে আসা যুক্তরাষ্ট্র অঘটন ঘটায় পাকিস্তানকে হারিয়ে। বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস বিরতিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে শেহজাদ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে বলেছেন, ‘আপনি জিম্বাবুয়ের আছে হেরেছেন, আয়ারল্যান্ডের কাছে হেরেছেন। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরেছেন। এবার হারলেন বাংলাদেশের কাছে। সবকিছুর জন্য শাহিন আফ্রিদি কি শুধু একাই দায়ী? শাহিনকে এককভাবে দায়ী করা উচিত নয়। এর সঙ্গে যাঁরা জড়িত, সবাইকে সামনে নিয়ে আসুন। এই জাতিকে বলুন।’
এ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে শাহিন ১৯ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট, যার মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩২ উইকেট। ইকোনমি ৭.৭১। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নেন ২ উইকেট। খরচ করেছেন ৯৬ রান। পারফরম্যান্সেও মাঝেমধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এমনকি পিসিবির কোচিং স্টাফদের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর ঘটনাও রয়েছে শাহিনের।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দল গঠনেও শাহিনকে নিয়ে ‘নাটক’ হয়েছে। রাওয়ালপিন্ডিতে হতে যাওয়া সিরিজের শেষ টেস্টের দলে তাঁর নাম ছিল। পরে ১২ জনের তালিকায়ও এই বাঁহাতি পেসারের নাম খুঁজে পাওয়া যায়নি। পারফরম্যান্স, আচরণগত কারণে শাহিনকে বাদ দিলে আপত্তি নেই শেহজাদের। তবে শেহজাদ খেয়াল রাখতে বলছেন সবার দিকেই, ‘তাঁর (শাহিন) পারফরম্যান্স খারাপ। আচরণগত সমস্যা আছে। তাঁকে বাদ দিয়েছেন। তবে এর সঙ্গে জড়িত বাকি লোকগুলোর কী হবে? বাকিদের পারফরম্যান্স কেমন?’
পাকিস্তানের অন্য ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন শেহজাদ। যেখানে বাবর আজম টেস্টে সবশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন ২০২২-এর ডিসেম্বরে। সবশেষ রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণেই। ব্যাটারদের দিকে অভিযোগের আঙুল তুলে শেহজাদ বলেন, ‘আবদুল্লাহ শফিকের শেষ ৮ টেস্টে পারফরম্যান্সের কী হবে? ২৫ ম্যাচ পর সাইম আইয়ুবের পারফরম্যান্স কী? বাবর আজমের সবশেষ ১৪ টেস্টে পারফরম্যান্স কী? তাই তাঁদের হিসাব বাদ দিয়ে কোনো অস্ত্রোপচার হবে না। পাকিস্তানকে সঠিক ট্র্যাকে আনা সম্ভব নয়। যাঁদের পারফরম্যান্স খারাপ, তাঁদের জবাবদিহি করতে হবে।’
বড়দের দেখানো পথে হাঁটতে পারলেন না অর্পিতা-প্রীতিরা। জাতীয় দল, অনূর্ধ্ব-২০ দলের মতো মূলপর্বে খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। প্রথম স্বাগতিক জর্ডানের বিপক্ষে ড্রয়ের পর গতকাল জয় ভিন্ন কোনো সমীকরণ ছিল না। উল্টো ভাসতে হলো গোলবন্যায়।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে মোহাম্মদ শামির না থাকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিষয়ে আকার–ইঙ্গিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের প্রশ্নবিদ্ধ করেছেন এই তারকা পেসার। শামির মন্তব্যের জবাব দিতে ভুলেননি প্রধান নির্বাচক অজিত আগারকার।
১২ ঘণ্টা আগে২০১০–১১ মৌসুমের পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। তাই এবার দীর্ঘ অপেক্ষার ইতি টানতে চায় ইংলিশরা। সে লক্ষ্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বেন স্টোকসরা। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড সেকারকে নিজেদের কোচিং প্যানেলে ফেরাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি
১২ ঘণ্টা আগেসিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিলেন কিরন নাভগিরে। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে মেয়েদের স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন মহারাষ্ট্রের এই ওপেনার।
১৩ ঘণ্টা আগে