হঠাৎ পুরোনো এক স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি গায়ে। একইভবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।
আর সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস লেখেন, ‘এই ভিডিওটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন, দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার। দেশের জন্য কিছু করার। দলের জন্য, লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য, লড়ব সবাই এক সাথে।’
হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফীসের! টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তামিম-মুশফিক বিশ্বকাপে না খেললেও কেন তাঁদের নিয়ে এ ভিডিও? এ নিয়ে বিসিবির এক সূত্র জানিয়েছেন, এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের।
ভিডিওটি আইডিয়া ছিল এমন—তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। কিন্তু যখন দলের প্রয়োজন তখন তাঁরা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব-তামিমকে নিয়ে বিতর্কটাও চলছিল। দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তাঁরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। যেন সবাই মনে করেন, দেশের প্রয়োজনে, লাল-সবুজের জন্য আমরা সবাই এক। এই ধারনা থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি হয়েছিল।
এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত ২৫ মে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের পরপরই। কিন্তু ওই সিরিজ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে, ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বাড়ত। সেই সময় জোর গুঞ্জন ছিল, তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে।
বিসিবি মনে করেছিল, যদিও ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে। যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলে প্রভাব পড়বে। এ সব কিছু চিন্তা করে বিসিবি নীর্তিনির্ধারকেরা আর এই ভিডিওটি প্রকাশের অনুমতি দেননি। নাফীস যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন, সেই কারণে পড়ে থাকা ভিডিওটি আজ তিনি পোস্ট করেছেন।
আরও খবর পড়ুন:
হঠাৎ পুরোনো এক স্মৃতি উস্কে দিলেন শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায় তামিম ইকবালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি গায়ে। একইভবে দেখা যায় মুশফিকুর রহিমকেও। দুজনের বিভিন্ন সময়ের ম্যাচের কিছু খণ্ডচিত্র দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি।
আর সেই ভিডিওর ক্যাপশনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস লেখেন, ‘এই ভিডিওটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জার্সি উন্মোচনের জন্য আমরা তৈরি করেছিলাম। অনিবার্য কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। এখন করলাম। সময় যতই কঠিন হোক না কেন, দিতে হবে নিজের সর্বোচ্চটুকু। পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। এগিয়ে যাবার স্বপ্ন আমাদের সবার চোখে। এখন সময় এগিয়ে যাবার। দেশের জন্য কিছু করার। দলের জন্য, লাল সবুজ এই জার্সির জন্য, দেশের জন্য, লড়ব সবাই এক সাথে।’
হঠাৎ কেন এই ভিডিও পোস্ট নাফীসের! টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় তামিম-মুশফিক বিশ্বকাপে না খেললেও কেন তাঁদের নিয়ে এ ভিডিও? এ নিয়ে বিসিবির এক সূত্র জানিয়েছেন, এই ভিডিও নির্মাণের পরিকল্পনা ও চিত্রনাট্য ছিল বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের।
ভিডিওটি আইডিয়া ছিল এমন—তামিম ও মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন না। দুজনই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। কিন্তু যখন দলের প্রয়োজন তখন তাঁরা সবাই এক বিন্দুতে মিলে যেতে পারেন। ওই সময়টাতে সাকিব-তামিমকে নিয়ে বিতর্কটাও চলছিল। দুজনের দূরত্ব ও বিভিন্ন মুখরোচক আলোচনা হচ্ছিল ক্রিকেট দর্শকদের মধ্যে। আসলে ওটাকে ভাবনায় রেখেই এই ভিডিওটি বানাতে চেয়েছিল বিসিবি, যাতে তাঁরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন। যেন সবাই মনে করেন, দেশের প্রয়োজনে, লাল-সবুজের জন্য আমরা সবাই এক। এই ধারনা থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়া দুজন বাংলাদেশের সিনিয়র তারকা ক্রিকেটারকে নিয়ে এই কন্টেন্ট তৈরি হয়েছিল।
এই ভিডিওটি পোস্ট করার পরিকল্পনা ছিল গত ২৫ মে। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের পরপরই। কিন্তু ওই সিরিজ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। এরপর পুরোপুরি তৈরি হওয়া ভিডিওটি পোস্ট করবে, ঠিক তার আগে নেওয়া হয় নতুন সিদ্ধান্ত। বিসিবির সর্বোচ্চ কর্তৃপক্ষ ভিডিওটি পোস্টের অনুমতি দেয়নি। তাদের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ বাজে খেলায় সেই মুহূর্তে এমন ভিডিও পোস্ট করলে বিতর্ক আরও বাড়ত। সেই সময় জোর গুঞ্জন ছিল, তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরানো হতে পারে।
বিসিবি মনে করেছিল, যদিও ভিডিওটি পোস্ট করা হয় তবে সেই আলোচনা ও বিতর্ক আরও বাড়বে। যেটা সামাল দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে আর দলে প্রভাব পড়বে। এ সব কিছু চিন্তা করে বিসিবি নীর্তিনির্ধারকেরা আর এই ভিডিওটি প্রকাশের অনুমতি দেননি। নাফীস যেহেতু ভিডিওটি বানানোর দায়িত্বে ছিলেন, সেই কারণে পড়ে থাকা ভিডিওটি আজ তিনি পোস্ট করেছেন।
আরও খবর পড়ুন:
বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। মিরপুরে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বৃষ্টির বাগড়ায় মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পরই থেমে যায় খেলা। রূপগঞ্জ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট..
১ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
২ ঘণ্টা আগেকরাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩ ঘণ্টা আগে