ঢাকা: সিনিয়র–জুনিয়র হলেও মাইকেল স্ল্যাটার আর ডেভিড ওয়ার্নারের সম্পর্কটা মধুর বলেই জানে সবাই। দুজন এখন আছেন মালদ্বীপে। অবশ্য ঘুরতে নয়, বড় বিপদে পড়ে সেখানে আছেন তাঁরা। দেশে ফেরার ‘ট্রানজিট’ হিসেবেই মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর এখানেই হাতাহাতিতে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার।
আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা দেশে ফেরার অপেক্ষায়। তাঁরা এখন আছেন মালদ্বীপে। মালদ্বীপের এক পানশালায় প্রথমে ঝগড়া, পরে হাতাহাতিতে জড়িয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার। খবরটি প্রকাশ হয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে।
ঘটনাটা অবাকই করেছে। এমনি দেশে ফেরা নিয়ে খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এর মধ্যে এই কাণ্ড! যদিও ওয়ার্নার–স্ল্যাটার দুজনই ঘটনাটি অস্বীকার করেছেন। স্ল্যাটার বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনারা এসব খবর কোথায় পান? কোনো প্রমাণ ছাড়া যা ইচ্ছে তা লিখে দিতে পারেন না। আমি আর ওয়ার্নার খুবই ভালো বন্ধু।’ স্ল্যাটারের কথাই প্রতিধ্বনিত হয়েছে ওয়ার্নারের কন্ঠে। তিনিও দাবি করেছেন, ‘কিচ্ছু হয়নি!’
এবারের আইপিএলে ধারাভাষ্য প্যানেলে ছিলেন স্ল্যাটার। কদিন আগে দেশে ফিরতে না পেরে টুইটারে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ওয়ার্নারের সময়টাও ভালো যাচ্ছে না। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব আর একাদশে জায়গা—দুটোই হারিয়েছেন। এর মধ্যে আবার দেশে ফেরা নিয়ে জটিলতা। মনে এসবের নেতিবাচক প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। আর তাতে অল্পেই মেজাজ হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। স্ল্যাটার–ওয়ার্নার যতই অস্বীকার করুক, কিছু রটলে তো ঘটেই বটে!
ঢাকা: সিনিয়র–জুনিয়র হলেও মাইকেল স্ল্যাটার আর ডেভিড ওয়ার্নারের সম্পর্কটা মধুর বলেই জানে সবাই। দুজন এখন আছেন মালদ্বীপে। অবশ্য ঘুরতে নয়, বড় বিপদে পড়ে সেখানে আছেন তাঁরা। দেশে ফেরার ‘ট্রানজিট’ হিসেবেই মালদ্বীপে থাকতে হচ্ছে তাঁদের। আর এখানেই হাতাহাতিতে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার।
আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা দেশে ফেরার অপেক্ষায়। তাঁরা এখন আছেন মালদ্বীপে। মালদ্বীপের এক পানশালায় প্রথমে ঝগড়া, পরে হাতাহাতিতে জড়িয়েছেন স্ল্যাটার–ওয়ার্নার। খবরটি প্রকাশ হয়েছে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে।
ঘটনাটা অবাকই করেছে। এমনি দেশে ফেরা নিয়ে খেলোয়াড়েরা পড়েছেন বিপাকে। এর মধ্যে এই কাণ্ড! যদিও ওয়ার্নার–স্ল্যাটার দুজনই ঘটনাটি অস্বীকার করেছেন। স্ল্যাটার বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। আপনারা এসব খবর কোথায় পান? কোনো প্রমাণ ছাড়া যা ইচ্ছে তা লিখে দিতে পারেন না। আমি আর ওয়ার্নার খুবই ভালো বন্ধু।’ স্ল্যাটারের কথাই প্রতিধ্বনিত হয়েছে ওয়ার্নারের কন্ঠে। তিনিও দাবি করেছেন, ‘কিচ্ছু হয়নি!’
এবারের আইপিএলে ধারাভাষ্য প্যানেলে ছিলেন স্ল্যাটার। কদিন আগে দেশে ফিরতে না পেরে টুইটারে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের ওপর ক্ষোভ ঝেড়েছেন। ওয়ার্নারের সময়টাও ভালো যাচ্ছে না। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব আর একাদশে জায়গা—দুটোই হারিয়েছেন। এর মধ্যে আবার দেশে ফেরা নিয়ে জটিলতা। মনে এসবের নেতিবাচক প্রভাব পড়াটা অস্বাভাবিক নয়। আর তাতে অল্পেই মেজাজ হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। স্ল্যাটার–ওয়ার্নার যতই অস্বীকার করুক, কিছু রটলে তো ঘটেই বটে!
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৬ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে