ক্রীড়া ডেস্ক
সাদা বলের ক্রিকেটে খেলার ধরন বদলালেও শাই হোপ ততটা আক্রমণাত্মক নন। স্ট্রাইক রোটেট করে উইকেটে থিতু হন। এর পরই শুরু প্রতিপক্ষের বোলারদের ওপর আক্রমণ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে এভাবেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৩০ বছর বয়সী উইন্ডিজ ক্রিকেটার এখন তাড়া করছেন ব্রায়ান লারা ও ক্রিস গেইলের মতো কিংবদন্তিদের।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৫ সেঞ্চুরি করেছেন গেইল। দুইয়ে থাকা লারা ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৯ বার। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে হোপ ভাগ বসিয়েছেন কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের রেকর্ডে। হেইন্স, হোপ দুজনেরই ওয়ানডেতে সেঞ্চুরি ১৭টি করে। উইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তিনে এ দুই ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিচ্ছেন হোপ। অ্যান্টিগায় গত রাতে উইন্ডিজ যখন ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে, সেই পরিস্থিতিতে চারে ব্যাটিংয়ে নামেন তিনি। ৬৬ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম ফিফটি। হোপ খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন ফিফটির পরই। ১১৮ বলে তুলে নিয়েছেন ১৭তম ওয়ানডে সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পথে ৬ চার ও ৩ ছক্কা মারেন তিনি। মানে সেঞ্চুরি করার পথে ৪২ রান নিয়েছেন বাউন্ডারি মেরে, বাকি ৫৮ রান নিয়েছেন দৌঁড়ে। শেষ পর্যন্ত ১২৭ বলে ১১৭ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি। ৮ চার ও ৪ ছক্কা মেরেছেন ক্যারিবীয় এই ব্যাটার।
হোপের সেঞ্চুরি গত রাতে বৃথা গেছে লিয়াম লিভিংস্টোনের বিধ্বংসী সেঞ্চুরিতে। ৮৫ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিভিংস্টোন। ৯টি বিশাল ছক্কা মেরেছেন। চার মেরেছেন ৫টি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ভেলকি দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন তিনি। ৭ ওভারে ৫৬ রানে নিয়েছেন ১ উইকেট। লিভিংস্টোন এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক।
অ্যান্টিগায় গত রাতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৮ রান করে ক্যারিবীয়রা। একেবারে শেষ ওভারেই এসেছে ১৯ রান। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদকে ছক্কার হ্যাটট্রিক করেছেন ম্যাথু ফোর্ডি। রান তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ৩২৯ রান করে সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ৬ নভেম্বর বার্বাডোজে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।
গেইল, লারা, হেইন্স-ওয়েস্ট ইন্ডিজের এই তিন তারকা আন্তর্জাতিক ক্রিকেট এরই মধ্যে ছেড়েছেন। যার মধ্যে গেইল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে। হোপের বয়স এখন ৩০। যদি ছন্দটা ধরে রাখতে পারেন, তাহলে ওয়ানডেতে ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়াও অসম্ভব নয়।
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সেঞ্চুরি করা চার ব্যাটার
সেঞ্চুরি
ক্রিস গেইল ২৫
ব্রায়ান লারা ১৯
শাই হোপ ১৭
ডেসমন্ড হেইন্স ১৭
সাদা বলের ক্রিকেটে খেলার ধরন বদলালেও শাই হোপ ততটা আক্রমণাত্মক নন। স্ট্রাইক রোটেট করে উইকেটে থিতু হন। এর পরই শুরু প্রতিপক্ষের বোলারদের ওপর আক্রমণ। অ্যান্টিগার নর্থ সাউন্ডে এভাবেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৩০ বছর বয়সী উইন্ডিজ ক্রিকেটার এখন তাড়া করছেন ব্রায়ান লারা ও ক্রিস গেইলের মতো কিংবদন্তিদের।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৫ সেঞ্চুরি করেছেন গেইল। দুইয়ে থাকা লারা ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৯ বার। অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করে হোপ ভাগ বসিয়েছেন কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের রেকর্ডে। হেইন্স, হোপ দুজনেরই ওয়ানডেতে সেঞ্চুরি ১৭টি করে। উইন্ডিজ ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তিনে এ দুই ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্বও দিচ্ছেন হোপ। অ্যান্টিগায় গত রাতে উইন্ডিজ যখন ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে, সেই পরিস্থিতিতে চারে ব্যাটিংয়ে নামেন তিনি। ৬৬ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ২৬তম ফিফটি। হোপ খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন ফিফটির পরই। ১১৮ বলে তুলে নিয়েছেন ১৭তম ওয়ানডে সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পথে ৬ চার ও ৩ ছক্কা মারেন তিনি। মানে সেঞ্চুরি করার পথে ৪২ রান নিয়েছেন বাউন্ডারি মেরে, বাকি ৫৮ রান নিয়েছেন দৌঁড়ে। শেষ পর্যন্ত ১২৭ বলে ১১৭ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি। ৮ চার ও ৪ ছক্কা মেরেছেন ক্যারিবীয় এই ব্যাটার।
হোপের সেঞ্চুরি গত রাতে বৃথা গেছে লিয়াম লিভিংস্টোনের বিধ্বংসী সেঞ্চুরিতে। ৮৫ বলে ১২৪ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিভিংস্টোন। ৯টি বিশাল ছক্কা মেরেছেন। চার মেরেছেন ৫টি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ভেলকি দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতেছেন তিনি। ৭ ওভারে ৫৬ রানে নিয়েছেন ১ উইকেট। লিভিংস্টোন এই সিরিজে ইংল্যান্ডের অধিনায়ক।
অ্যান্টিগায় গত রাতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৮ রান করে ক্যারিবীয়রা। একেবারে শেষ ওভারেই এসেছে ১৯ রান। ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদকে ছক্কার হ্যাটট্রিক করেছেন ম্যাথু ফোর্ডি। রান তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা। ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ৩২৯ রান করে সফরকারীরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ৬ নভেম্বর বার্বাডোজে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি।
গেইল, লারা, হেইন্স-ওয়েস্ট ইন্ডিজের এই তিন তারকা আন্তর্জাতিক ক্রিকেট এরই মধ্যে ছেড়েছেন। যার মধ্যে গেইল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে। হোপের বয়স এখন ৩০। যদি ছন্দটা ধরে রাখতে পারেন, তাহলে ওয়ানডেতে ক্যারিবীয়দের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়াও অসম্ভব নয়।
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সেঞ্চুরি করা চার ব্যাটার
সেঞ্চুরি
ক্রিস গেইল ২৫
ব্রায়ান লারা ১৯
শাই হোপ ১৭
ডেসমন্ড হেইন্স ১৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
২ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
২ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩ ঘণ্টা আগে