ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাবর আজমের দল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়েই বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য পাকিস্তানের ছন্দে থাকা নিয়ে খুব বেশি ভাবছে না। কেন উইলিয়ামসন জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগ থাকবে তাঁদের।
গত মাসে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান তখনই বিশ্বকাপে কিউইদের হারিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল। কাল ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ে দারুণ ছন্দেও আছে বাবররা।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের এই ছন্দে থাকা নিয়ে কথা বললেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের ভাষ্য, ‘পাকিস্তান ভারসাম্যপূর্ণ দল। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া। মিডল অর্ডারে শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজের মতো ক্রিকেটার আছে। তারা অনেক অভিজ্ঞ। ওপেনিংয়ে বাবর–রিজওয়ানও দুর্দান্ত। আরব আমিরাতের এই কন্ডিশনটাও পাকিস্তানিদের পরিচিত।’
টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডটা বেশ সমৃদ্ধ। এবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় দারুণ আত্মবিশ্বাসী তারা। তবে টি-টোয়েন্টি খেলাটা এমন, যেখানে তুলনামূলক কম শক্তিশালী দলও নিজেদের দিনে বড় দলকে হারিয়ে দিতে পারে। উইলিয়ামসন মনে করিয়ে দিলেন সে কথাই, ‘এই সংস্করণে সব দলই জেতার জন্য মাঠে নামে। সব দলই আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা তাই সেসব না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দেব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব।’
ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাবর আজমের দল।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়েই বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য পাকিস্তানের ছন্দে থাকা নিয়ে খুব বেশি ভাবছে না। কেন উইলিয়ামসন জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগ থাকবে তাঁদের।
গত মাসে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান তখনই বিশ্বকাপে কিউইদের হারিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল। কাল ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ে দারুণ ছন্দেও আছে বাবররা।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের এই ছন্দে থাকা নিয়ে কথা বললেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের ভাষ্য, ‘পাকিস্তান ভারসাম্যপূর্ণ দল। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া। মিডল অর্ডারে শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজের মতো ক্রিকেটার আছে। তারা অনেক অভিজ্ঞ। ওপেনিংয়ে বাবর–রিজওয়ানও দুর্দান্ত। আরব আমিরাতের এই কন্ডিশনটাও পাকিস্তানিদের পরিচিত।’
টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডটা বেশ সমৃদ্ধ। এবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় দারুণ আত্মবিশ্বাসী তারা। তবে টি-টোয়েন্টি খেলাটা এমন, যেখানে তুলনামূলক কম শক্তিশালী দলও নিজেদের দিনে বড় দলকে হারিয়ে দিতে পারে। উইলিয়ামসন মনে করিয়ে দিলেন সে কথাই, ‘এই সংস্করণে সব দলই জেতার জন্য মাঠে নামে। সব দলই আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা তাই সেসব না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দেব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব।’
এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১৯ মিনিট আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে