Ajker Patrika

পাকিস্তানকে নিয়ে সতর্ক উইলিয়ামসন

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২: ১৭
পাকিস্তানকে নিয়ে সতর্ক উইলিয়ামসন

ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাবর আজমের দল।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি দিয়েই বিশ্বকাপ শুরু করবে নিউজিল্যান্ড। কিউইরা অবশ্য পাকিস্তানের ছন্দে থাকা নিয়ে খুব বেশি ভাবছে না। কেন উইলিয়ামসন জানিয়েছেন, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগ থাকবে তাঁদের। 

গত মাসে নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। পাকিস্তান তখনই বিশ্বকাপে কিউইদের হারিয়ে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল। কাল ভারতের বিপক্ষে ১০ উইকেটের দাপুটে জয়ে দারুণ ছন্দেও আছে বাবররা। 

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের এই ছন্দে থাকা নিয়ে কথা বললেন উইলিয়ামসন। কিউই অধিনায়কের ভাষ্য, ‘পাকিস্তান ভারসাম্যপূর্ণ দল। তারুণ্য আর অভিজ্ঞতার সমন্বয়ে গড়া। মিডল অর্ডারে শোয়েব মালিক-মোহাম্মদ হাফিজের মতো ক্রিকেটার আছে। তারা অনেক অভিজ্ঞ। ওপেনিংয়ে বাবর–রিজওয়ানও দুর্দান্ত। আরব আমিরাতের এই কন্ডিশনটাও পাকিস্তানিদের পরিচিত।’ 

টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডটা বেশ সমৃদ্ধ। এবার জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় দারুণ আত্মবিশ্বাসী তারা। তবে টি-টোয়েন্টি খেলাটা এমন, যেখানে তুলনামূলক কম শক্তিশালী দলও নিজেদের দিনে বড় দলকে হারিয়ে দিতে পারে। উইলিয়ামসন মনে করিয়ে দিলেন সে কথাই, ‘এই সংস্করণে সব দলই জেতার জন্য মাঠে নামে। সব দলই আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা তাই সেসব না ভেবে নিজেদের খেলার দিকেই মনোযোগ দেব। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত