Ajker Patrika

শেষ চারে যেতে ৩৭.১ ওভারে জিততে হবে আফগানদের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৫
শেষ চারে যেতে ৩৭.১ ওভারে জিততে হবে আফগানদের

‘এ’ গ্রুপ থেকে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত। ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান নাকি শ্রীলঙ্কা উঠছে সুপার ফোরে? এর উত্তর পাওয়া যাবে কিছুক্ষণ পরই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তানকে ২৯২ রানের লক্ষ্য দিয়েছে দাসুন শানাকার দল। 

সুপার ফোরে যেতে হলে আফগানিস্তানকে এই লক্ষ্য তাড়া করতে হবে ৩৭.১ ওভারের মধ্যে। গাদ্দাফি স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের আগের দুই ম্যাচেই রান হয়েছিল ৩০০-এর বেশি। টস জিতলে আগে তৃপ্তির সঙ্গে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে সময়ক্ষেপণ করেন না অধিনায়কেরা। 

বাবর আজম ও সাকিব আল হাসানের পর টস জিতে আজ শ্রীলঙ্কান অধিনায়ক শানাকাও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন। আফগানদের রানে পিষ্ট করার পরিকল্পনা আঁটলেও সেটি বাংলাদেশ-পাকিস্তানের মতো হয়নি। ৮ উইকেটে ২৯১ রান করেছে তারা। শুরুতে পাতুম নিসাঙ্কা ও দিমুথ করুনারত্নে উড়ন্ত সূচনাই এনে দিলেন। দুজনে পাওয়ার প্লেতে তুললেন ৬২ রান। 

তবে ১১তম ওভারে করুনারত্নেকে ফিরিয়ে গুলবাদিন নাইবে ভেঙে দেন ৬৩ রানের জুটি। ৩২ রান আসে তাঁর ব্যাট থেকে। এরপর ১০০ রানের মধ্যে আরো দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে শ্রীলঙ্কা। নিসাঙ্কাকে ৪১ ও সাদিরা সামারাবিক্রমাকেও ৩ রানে ফেরান গুলবাদিন। 

চতুর্থ উইকেটে চরিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিসের ১০৪ রানের জুটিতে সেই চাপ সামলিয়ে ওঠে শ্রীলঙ্কা। সাবলীল ব্যাটিং করে ২৩তম ওয়ানডে ফিফটি করেন মেন্ডিস। আসালাঙ্কাকে ৩৬ রানে ফিরিয়ে ব্রেকথ্রু দেন রশিদ খান। পরে এই আফগান লেগ স্পিনার রানআউটে ফেরান মেন্ডিসকেও। তবে তাঁর ফেরা হলো সেঞ্চুরির আক্ষেপের। ৮৪ বলে ৯২ রানের ইনিংস খেলে আউট হন মেন্ডিস। ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চারের বাউন্ডারি। 

অষ্টম উইকেটে মহীশ তিকশানা ও দুনিত ওয়েলালাগের ৬৩ বলে ৬৪ রানের জুটির সৌজন্যে স্কোরটা ৮ উইকেটে ২৯১ হয় শ্রীলঙ্কার। তিকশানা ২৮ রানে ইনিংসের শেষ বলে আউট হলেও ও দুনিত ওয়েলালাগে ৩৩ রানে অপরাজিত থাকেন। আফগান বোলারদের মধ্যে ১০ ওভারে ৬০ রানে ৪ উইকেট নিয়েছেন গুলবাদিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মেয়েদের বিশ্বকাপ জয়ের পর রোহিতের চোখে পানি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২: ২৭
ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক। ছবি: এক্স
ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক। ছবি: এক্স

হারমানপ্রীত কৌরের মতো রোহিত শর্মার নামের পাশেও থাকতে পারতো বিশ্বকাপ জয়ী অধিনায়কের তকমা। কিন্তু খুব কাছে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে তারকা ব্যাটারকে। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হারায় স্বপ্নভঙ্গ হয় রোহিতের। তাই বোধহয় মেয়েদের বিশ্বকাপ জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোহিত। পরিবার নিয়ে পুরো ম্যাচ উপভোগ করেছেন তিনি। ম্যাচজুড়ে স্বাগতিক দলকে সমর্থন দিয়ে গেছেন এই ক্রিকেটার। বাকিদের মতো রোহিতকেও ভারত নারী দলের প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হতে দেখা গেছে।

দীপ্তি শর্মার করা ইনিংসের ৪৬ তম ওভারের তৃতীয় বলে হারমানপ্রীতের হাতে ধরা পড়েন নাদিনে ডে ক্লার্ক। ৫২ রানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় স্বাগতিকদের। সঙ্গে সঙ্গে গগনবিদারী আওয়াজে প্রকম্পিত হয় পুরো স্টেডিয়াম। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে উদযাপনে মাতেন। ঠিক তখনই ক্যামেরায় আটকে যায় একটি দৃশ্য। দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন জানাচ্ছিলেন রোহিত। এমন সময় উপরে দিকে তাকান। তখন তাঁর চোখ ছলছল করছিল। যেন আরেকটু হলেই চোখ বেয়ে নেমে আসবে আনন্দ অশ্রু। রোহিত যেন নারী দলের মাঝেই নিজের অপূর্ণতাকে খুঁজে নিতে চাইলেন।

টেস্ট ও টি–টোয়েন্টি থেকে বিদায় নিলেও ভারতের হয়ে ওয়ানডে খেলে যাচ্ছেন রোহিত। সবশেষ অস্ট্রেলিয়া সফরে দল বাজে সময় পার করলেও ব্যাট হাতে চেনা ছন্দেই ছিলেন হিটম্যান। একটি করে সেঞ্চুরি ও ফিফটির দেখা পেয়েছেন তিনি। জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ফর্ম ধরে রাখতে পারলে ২০২৭ বিশ্বকাপ দলের সঙ্গী হওয়াটা তাঁর জন্য সময়ের ব্যাপার। অর্থাৎ এখনো ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুযোগ আছে রোহিতের সামনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না’, ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কোহলি

ক্রীড়া ডেস্ক    
ভারতীয় নারী দলকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ছবি: এক্স
ভারতীয় নারী দলকে প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ছবি: এক্স

পুরুষ ওয়ানডে বিশ্বকাপে দুইবার শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। অপেক্ষা ছিল কেবল মেয়েদের। সে অপেক্ষা শেষ হয়েছে গতকাল। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা রেখে দিয়েছে আয়োজক ভারত।

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ভারতের মেয়েরা। তাঁদের এই সাফল্য ছুঁয়ে গেছে দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিন্ন ভিন্ন বার্তায় হারমানপ্রীত কৌর, শেফালি ভার্মা, দীপ্তি শর্মাদের প্রশংসায় ভাসিয়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বিরেন্দর শেবাগরা।

এক্সে ভারত নারী দলের উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন টেন্ডুলকার। ক্যাপশনে লিখেছেন, ‘১৯৮৩ সালের বিশ্বকাপ জয় পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নগুলো তাড়া করতে অনুপ্রাণিত করেছিল। আমাদের মহিলা ক্রিকেট দল সত্যিই বিশেষ কিছু করেছে। তারা সারা দেশের অসংখ্য তরুণীকে ব্যাট–বল তুলে মাঠে নামতে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে বিশ্বাস করাতে পেরেছে যে তারাও একদিন বিশ্বকাপ জিততে পারে। ভারতীয় নারী ক্রিকেটের যাত্রায় এটি একটি সংজ্ঞায়িত মুহূর্ত। মেয়েরা পুরো জাতিকে গর্বিত করেছে।’

শুভেচ্ছা বার্তায় অনিল কুম্বলে লিখেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ এক অভিযান। সুশৃঙ্খল, নির্ভীক এবং ঐক্যবদ্ধ ভারতীয় দল। এই জয় চাপের মুখে দলের ধারাবাহিকতা এবং সংযমের প্রতিফলন। দক্ষিণ আফ্রিকাকেও কৃতিত্ব দিতে হবে। তারা হৃদয় দিয়ে লড়াই করেছে। ফাইনালকে সত্যিকার অর্থেই দারুণ লড়াই করেছে।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কোহলি লিখেছেন, ‘মেয়েরা ইতিহাস তৈরি করেছে। একজন ভারতীয় হিসেবে এত বছরের কঠোর পরিশ্রম অবশেষে বাস্তবে রূপ নিতে দেখে আমি এর চেয়ে বেশি গর্বিত হতে পারি না। এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের জন্য তাঁরা প্রশংসার দাবিদার। হারমান এবং পুরো দলের জন্য অভিনন্দন রইল। পর্দার আড়ালে কাজ করার জন্য পুরো দল এবং ব্যবস্থাপনাকে অভিনন্দন। ভারতকে অনেক শুভেচ্ছা। এই মুহূর্তটি পুরোপুরি উপভোগ করো সবাই। এটি আমাদের দেশে এই খেলাটি গ্রহণের জন্য প্রজন্মের মেয়েদের অনুপ্রাণিত করবে।’

গৌতম গম্ভীর, ‘তোমরা শুধু ইতিহাসই তৈরি করোনি, এমন একটি উত্তরাধিকার তৈরি করেছো যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মেয়েদের অনুপ্রাণিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্বকাপ জিতে বিশাল অঙ্কের পুরস্কার পেল ভারত নারী দল

ক্রীড়া ডেস্ক    
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত। ছবি: এক্স
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত। ছবি: এক্স

ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে হারমানপ্রীত কৌরদের মোটা অঙ্কের পুরস্কার দিতে চেয়েছিল সংস্থাটি। এবার সেই কথা রাখল বিসিসিআই।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। মেয়েরা শিরোপা জেতার পর ৫১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭১ কোটি টাকা। এই অর্থ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ছাড়াও কোচ ও স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এছাড়া বিশ্বকাপ জেতায় আইসিসির কাছ থেকে প্রাইজমানি বাবদ আরও প্রায় ৫৫ কোটি রুপি পাবে ভারত। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে আগে কোনো দল এতো পরিমাণ অর্থ পুরস্কার পায়নি।

সংবাদমাধ্যমকে সাইকিয়া বলেন, ‘নারী দলের এই সাফল্য পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটা আমাদের নারী ক্রিকেটের ইতিহাসে দারুণ এক অধ্যায় হয়ে থাকল। এটাকে কেবলই একটা জয় বললে হবে না। এই জয় ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।’

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আগে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে ২৯৮ রান তোলে ভারত। ৮৭ রান আসে শেফালি ভার্মার ব্যাট থেকে। দীপ্তি শর্মা করেন ৫৮ রান। জবাবে লরা ভলভার্টের লড়াকু সেঞ্চুরির পরও ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১০১ রানের ইনিংস খেলেন ভলভার্ট। ৩৯ রানে ৫ উইকেট নেন দীপ্তি। শেফালির শিকার দুটি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জাতীয় ক্রিকেট লিগের খেলা দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২: ৪১
জাতীয় ক্রিকেট লিগের খেলা দেখবেন কোথায়

ক্রীড়াঙ্গেন আজকের দিনটা ম্যাড়ম্যাড়ে যাবে। ফুটবল কিংবা ক্রিকেটে নেই বড় কোনো ম্যাচ। তবে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মাঠে গড়াবে যথারীতি চারটি ম্যাচ। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনে খেলতে নামবে অংশগ্রহণকারী দলগুলো। খেলা দেখার জন্য নজর রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে। একনজরে আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

এনসিএল

ঢাকা-সিলেট

সকাল সাড়ে ৯টা, সরাসরি

ময়মনসিংহ-রংপুর

সকাল সাড়ে ৯টা, সরাসরি

খুলনা-রাজশাহী

সকাল সাড়ে ৯টা, সরাসরি

চট্টগ্রাম-বরিশাল

সকাল সাড়ে ৯টা, সরাসরি

বিসিবি ইউটিউব চ্যানেল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত