Ajker Patrika

লখনৌর উইকেট নিয়ে যা বললেন ভারতের বোলিং কোচ

লখনৌর উইকেট নিয়ে যা বললেন ভারতের বোলিং কোচ

লখনৌতে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে লো-স্কোরিং থ্রিলারে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরেছে ভারত। ৬ উইকেটে পাওয়া জয়ের ম্যাচে ভারতকে খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। লখনৌর পিচ তাই এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রের মতে, পিচের ব্যাপারে সবকিছু কিউরেটরই জানেন। 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করে কিউইরা। ১০০ এর লক্ষ্য ভারত তাড়া করেছে ১৯.৫ ওভারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিচ নিয়ে পরশ বলেন, ‘পিচের ব্যাপারে উত্তর দিতে কিউরেটরই যোগ্য ব্যক্তি। জানতাম যে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে এবং সৌভাগ্যক্রমে ম্যাচটা আমরাই জিতেছি। ১২০-১৩০ এর মতো রান হলে চ্যালেঞ্জিং হতো। আমরা ৯৯ তে তাদের আটকে রেখেছি এবং লক্ষ্যটা সহজলভ্য ছিল।’ 

পিচ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন হার্দিক পান্ডিয়াও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘উইকেট মোটেও ভালো ছিল না। আমাদের আরও ভালো পিচ খুঁজতে হবে।’ 

এর আগে রাঁচিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর গতকাল ৬ উইকেটে জিতে সমতায় ফেরে ভারত। ১ ফেব্রুয়ারী আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত