টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
মিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৫ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৩৮ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
২ ঘণ্টা আগে