Ajker Patrika

ফাইনালে হেরে গেল বিসিবি এইচপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৭: ৪৬
ফাইনালে হেরে গেল বিসিবি এইচপি

নির্বিষ বোলিংয়ের পর দায়িত্ব নিতে পারেননি ব্যাটাররা, ফাইনালে এমন পারফরম করে হতাশাই নিয়তি হওয়ার কথা। ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্ষেত্রে সেটিই ঘটল। আজ টুর্নামেন্টের ফাইনালে অ্যাডিডেল স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের। 

ডিএক্সসি অ্যারেনায় টম ও’কনেলের ফিফটি, লিয়াম স্কট ও রায়ান কিংয়ের কার্যকর দুটি ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ উইকেটে ১৬৯ রান তোলে অ্যাডিলেড। জবাবে জর্ডান বাকিংহাম-টিম ওয়াকলিদের তোপেরমুখে ১৯.৫ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় বিসিবি এইচপি। ৯ দলের টুর্নামেন্ট রানার্সআপ হয়ে শেষ করল আকবর আলীর দল। 

 ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৩২ রান। পঞ্চম ওভারে ওয়াকলির শিকার হয়েছেন জিসান (১৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন দ্রুত। ৩ রানে আউট হয়েছেন পেসার নোয়াহ ম্যাকফায়ডেনের বলে। 

চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন তামিম। তবে সেটি হতে দেননি অ্যাডিলেড পেসার বাকিংহাম। ৩৫ রানে তামিমকে ফিরিয়ে ভাঙেন ২৬ রানের জুটি। তারপর ধসে পড়ে ব্যাটিং অর্ডার। ১০ রানের মধ্যে এইচপি হারায় ৪ উইকেট। দ্রুত উইকেট হারানোয় কমে যায় রানের গতি। 

শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২১ ও রাকিবুল হাসান ১২ রান করলেও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। অ্যাডিলেডের বোলারদের মধ্যে ওয়াকলি, ম্যাকফায়ডেন, স্কট, বাকিংহাম ও লয়েড পোপ ২টি করে উইকেট নিয়েছেন। 

ফাইনালে টস জিতে অ্যাডিলেডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। দ্বিতীয় ওভারেই রানআউটের ফাঁদে বিধ্বংসী ওপেনার জ্যাক উইন্টারকে (৪) ফেরায় তারা। দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে বড় স্কোরের ভিত গড়ে দেন হ্যারি মাথিয়াস ও টম ও’কনেল। ১০ম ওভারে মাথিয়াসকে (১৯) বোল্ড করে এইচপিকে ব্রেক-থ্র এনে দেন রাব্বি। ভাঙে ৫৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। 

কনেল তুলে নেন দারুণ এক ফিফটি। ৩৩ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৫৩ রান আসে তাঁর ব্যাট থেকে। অধিনায়ক স্কট ১৮ বলে ২টি করে ছক্কা ও চারে করেছেন ৩০ রান। শেষ দিকে কিং ১৯ বলে ৩৫ ও স্যাম রাহালি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। অ্যাডিলেড পায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। এইচপির রিপন মন্ডল ৩৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত