ক্রীড়া ডেস্ক
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে প্রথম মৌসুম হলেও মোস্তাফিজুর রহমান আছেন চেনা ছন্দে। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচটি বাদ দিলে আগের ৬ ইনিংসে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশি পেসার। ইতিমধ্যে চেন্নাই সমর্থকদের মন জয় করেছেন ফিজ। ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজাদের মতো ভারতীয় তারকারাও আপন করে নিয়েছেন তাঁকে।
সেটিরই যেন বহিঃপ্রকাশ সম্প্রতি মোস্তাফিজের দেওয়া এক সাক্ষাৎকার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২৮ বছর বয়সী তারকাকে নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে চেন্নাই। প্রায় সাড়ে পাঁচ মিনিটের সেই সাক্ষাৎকার ভিডিওর ক্যাপশনে লেখা, ‘জেনে নিন বাংলার সিংহের যাত্রার পেছনের গল্প।’
সাক্ষাৎকারে নিজের উঠে আসার গল্প, চেন্নাইয়ের ডাক পেয়ে কেমন অনুভূতি হয়েছিল—সেসব কথায় শুনিয়েছেন মোস্তাফিজ। এমনিতে বেশ মুখচোরা, লাজুক ও স্বল্পবাক স্বভাবের হলেও বাঁহাতি পেসার বসে বেশ গুছিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে। সেসব কথায় শোনা যাক—‘আমি বেড়ে উঠেছি সাতক্ষীরার কালীগঞ্জে। আমরা চার ভাই। আমরা সবাই ক্রিকেটপাগল ছিলাম। এক স্থানীয় টুর্নামেন্টে খেলতাম বড় ভাইদের সঙ্গে। সেখানেই আমি নিয়মিত বোলিং শুরু করি। এক বড় ভাই আমার বোলিং দেখে আমার বড় ভাইদের বলেন, আমার ভালো বোলিংয়ে দক্ষতা আছে। এটাই আমার শুরুর যাত্রার গল্প।’
চেন্নাইয়ে হয়ে খেলা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি প্রথমবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছি। ২০১৬ সালে আমার আইপিএলে অভিষেক হয়। আমার স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। যেদিন আমি সিএসকের ম্যানেজমেন্ট থেকে কল পেলাম, উত্তেজনায় ওই রাতে ঘুমই আসছিল না। ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম। সেই রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। ওই রাতে প্রচুর বার্তা আসছিল। সিএসকে আমাকে দলে নেওয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছিল।’
চেন্নাইয়ে ড্রেসিংরুমের পরিবেশ ও ধোনিকে নিয়ে মোস্তাফিজ আরও বলেন, ‘এখানের সবাই বন্ধুসুলভ। এখানে প্রথম দিন থেকে আমি কখনো অস্বস্তিকর অনুভব করিনি। এটা বড় একটা ফ্যাক্টর। মাহি (ধোনি) ভাই, ডিজে ব্রাভো ও বাকিদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে ডেথ ওভারে বোলিং নিয়ে আইডিয়া শেয়ার করা হয়। তাঁরা সবাই মূল্যবান ইনপুট দেন। তিনি (ধোনি) আমার বোলিং নিয়ে মাঠে কথা বলেন। আইডিয়া শেয়ার করেন, যা আমার বোলিংয়ে উন্নতি আনতে আরও সাহায্য করে।’
আইপিএলের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির সম্মান পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন মোস্তাফিজ। এবারের আইপিএলে ৭ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন তিনি। তবে লক্ষ্ণৌর বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ ওভারে দেন ১৯ রান। হেরে যায় চেন্নাই। সেই ম্যাচে ফিজ ২১ বল করে ৫১ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে আইপিএলে প্রথম মৌসুম হলেও মোস্তাফিজুর রহমান আছেন চেনা ছন্দে। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ম্যাচটি বাদ দিলে আগের ৬ ইনিংসে দুর্দান্ত বল করেছেন বাংলাদেশি পেসার। ইতিমধ্যে চেন্নাই সমর্থকদের মন জয় করেছেন ফিজ। ড্রেসিংরুমে মহেন্দ্র সিং ধোনি-রবীন্দ্র জাদেজাদের মতো ভারতীয় তারকারাও আপন করে নিয়েছেন তাঁকে।
সেটিরই যেন বহিঃপ্রকাশ সম্প্রতি মোস্তাফিজের দেওয়া এক সাক্ষাৎকার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ২৮ বছর বয়সী তারকাকে নিয়ে এক ভিডিও প্রকাশ করেছে চেন্নাই। প্রায় সাড়ে পাঁচ মিনিটের সেই সাক্ষাৎকার ভিডিওর ক্যাপশনে লেখা, ‘জেনে নিন বাংলার সিংহের যাত্রার পেছনের গল্প।’
সাক্ষাৎকারে নিজের উঠে আসার গল্প, চেন্নাইয়ের ডাক পেয়ে কেমন অনুভূতি হয়েছিল—সেসব কথায় শুনিয়েছেন মোস্তাফিজ। এমনিতে বেশ মুখচোরা, লাজুক ও স্বল্পবাক স্বভাবের হলেও বাঁহাতি পেসার বসে বেশ গুছিয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে। সেসব কথায় শোনা যাক—‘আমি বেড়ে উঠেছি সাতক্ষীরার কালীগঞ্জে। আমরা চার ভাই। আমরা সবাই ক্রিকেটপাগল ছিলাম। এক স্থানীয় টুর্নামেন্টে খেলতাম বড় ভাইদের সঙ্গে। সেখানেই আমি নিয়মিত বোলিং শুরু করি। এক বড় ভাই আমার বোলিং দেখে আমার বড় ভাইদের বলেন, আমার ভালো বোলিংয়ে দক্ষতা আছে। এটাই আমার শুরুর যাত্রার গল্প।’
চেন্নাইয়ে হয়ে খেলা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমি প্রথমবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছি। ২০১৬ সালে আমার আইপিএলে অভিষেক হয়। আমার স্বপ্ন ছিল এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার। যেদিন আমি সিএসকের ম্যানেজমেন্ট থেকে কল পেলাম, উত্তেজনায় ওই রাতে ঘুমই আসছিল না। ওই সময় আমি নিউজিল্যান্ডে ছিলাম। সেই রাতে ঘণ্টাখানেকের মতো ঘুমিয়েছিলাম। ওই রাতে প্রচুর বার্তা আসছিল। সিএসকে আমাকে দলে নেওয়ায় সবাই অভিনন্দন জানাচ্ছিল।’
চেন্নাইয়ে ড্রেসিংরুমের পরিবেশ ও ধোনিকে নিয়ে মোস্তাফিজ আরও বলেন, ‘এখানের সবাই বন্ধুসুলভ। এখানে প্রথম দিন থেকে আমি কখনো অস্বস্তিকর অনুভব করিনি। এটা বড় একটা ফ্যাক্টর। মাহি (ধোনি) ভাই, ডিজে ব্রাভো ও বাকিদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে ডেথ ওভারে বোলিং নিয়ে আইডিয়া শেয়ার করা হয়। তাঁরা সবাই মূল্যবান ইনপুট দেন। তিনি (ধোনি) আমার বোলিং নিয়ে মাঠে কথা বলেন। আইডিয়া শেয়ার করেন, যা আমার বোলিংয়ে উন্নতি আনতে আরও সাহায্য করে।’
আইপিএলের শুরুর দিকে সর্বোচ্চ উইকেট প্রাপ্তির সম্মান পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন মোস্তাফিজ। এবারের আইপিএলে ৭ ইনিংসে ১২ উইকেট নিয়েছেন তিনি। তবে লক্ষ্ণৌর বিপক্ষে আগের ম্যাচে ইনিংসের শেষ ওভারে দেন ১৯ রান। হেরে যায় চেন্নাই। সেই ম্যাচে ফিজ ২১ বল করে ৫১ রান দিয়ে নেন মাত্র ১ উইকেট।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
৯ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৪ ঘণ্টা আগে