Ajker Patrika

শারজায় মিরপুরের ‘ছোঁয়া’ পাচ্ছেন বাংলাদেশ কোচ

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২: ০৫
শারজায় মিরপুরের ‘ছোঁয়া’ পাচ্ছেন বাংলাদেশ কোচ

মিরপুরের ধীর গতির উইকেটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও সমালোচনা সইতে হয়েছে বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি ক্রিকেটে টেস্ট গতিতে রান তোলার অভ্যাসটা বিশ্বকাপে ক্ষতি করছে কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো কোচ বলছেন, আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভালো একটা লড়াই উপহার দেবে তার দল। কারণ, শারজার উইকেট! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরের যে ধীর গতির উইকেটে খেলে সিরিজ জিতেছে বাংলাদেশ, শারজার উইকেট অনেকটা সেরকম বলেই মনে করেন মাহমুদউল্লাহদের প্রোটিয়া কোচ। 

গতকালকেই শারজায় নেদারল্যান্ডসকে ৪৪ রানে অলআউট করে বাংলাদেশকে কঠিন ম্যাচের ‘বার্তা’ দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। স্পিনিং উইকেটে খাবি খেয়েছেন ব্যাটাররা। ঠিক যেন মিরপুরের উইকেট। সংবাদ সম্মেলনে এই স্পিনিং উইকেটকেই বাংলাদেশের জন্য ‘এক্স-ফ্যাক্টর’ বললেন ডমিঙ্গো, ‘গত কয়েক মাসে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কয়েকটা ম্যাচ খেলেছি। টেস্ট-ওয়ানডেতে তাদের সঙ্গে ভালো একটা লড়াই হয়েছে। অভিজ্ঞ বোলার আর ভয়ংকর কয়েকজন ব্যাটারকে নিয়ে আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। সাকিবের মতো বিশ্বমানের একজন অলরাউন্ডার আছে। আর উইকেটটাও ঠিক আমাদের সঙ্গে মানিয়ে যায়। শারজার উইকেট অনেকটাই ঢাকার মতো। আশা করছি আগামীকাল উইকেট আমাদের সাহায্য করবে।’ 

বাংলাদেশের মতো শারজার উইকেটকে নিজেদের ‘বন্ধু’ বলতে পারে শ্রীলঙ্কাও। টার্ন করা উইকেটে লঙ্কান স্পিনাররা কতটা ভয়ংকর সেটা নেদারল্যান্ডস ম্যাচেই প্রমাণ হয়ে গেছে। কিন্তু বিষয়টিকে যেন পাত্তাই দিতে চাইলেন না বাংলাদেশ কোচ, ‘প্রথম রাউন্ডে যা হয়েছে আমার মনে হয় না মূল পর্বেও সেটা হবে। কারণ দুই দলই আবার নতুন করে টুর্নামেন্ট শুরু করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত