বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।
জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।
সিরিজ জয়ের উল্লাস আর রাজা-আরভিনের ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার আনন্দ যেন মিলেমিশে একাকার। এই ফুরফুরে মেজাজ নিয়েই কাল হারারেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা তাঁরা টেনে নিতে চাইবেন সেখানেই। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে হারারেতে। দ্বিতীয়টি ৭ আগস্ট এবং শেষটি ১০ আগস্ট।
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।
জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।
সিরিজ জয়ের উল্লাস আর রাজা-আরভিনের ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার আনন্দ যেন মিলেমিশে একাকার। এই ফুরফুরে মেজাজ নিয়েই কাল হারারেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা তাঁরা টেনে নিতে চাইবেন সেখানেই। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে হারারেতে। দ্বিতীয়টি ৭ আগস্ট এবং শেষটি ১০ আগস্ট।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে