ক্রীড়া ডেস্ক
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ
বাংলাদেশ সফরে ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৩৪ মিনিট আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
২ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েকে নিয়ে নিউজিল্যান্ড খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলে পরিবর্তন এনেছে কিউইরা।
৩ ঘণ্টা আগে