Ajker Patrika

হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০০: ৪৮
হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে লঙ্কান ক্রিকেটাররা যে ক্ষুব্ধ, এটা তাঁদের শরীরী ভাষাতেই বোঝা গেছে। তাঁদের ক্ষোভের কারণটাও অজানা নয়। ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

কিন্তু নিয়মের মধ্যে থেকে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা যদি ক্রিকেটীয় চেতনার পরিপন্থী হয়, তাহলে ম্যাচ শেষে লঙ্কানদের আচরণটাকে কী বলবেন! খেলা শেষে লঙ্কান ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাতই মেলালেন না।

লঙ্কানদের ২৭৯ রান তাড়া করে ৩ উইকেটে জিতে যাওয়ার পর যখন দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর কথা, তখন বাংলাদেশ দলের খেলোয়াড়-কোচরা ড্রেসিংরুম থেকে নেমে এলেও লঙ্কান ক্রিকেটাররা আগেই মাঠ ছেড়ে চলে যান। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন শুধু লঙ্কান কোচরাই।

লঙ্কানদের এই আচরণ ক্রিকেটীয় চিরন্তন চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস প্রতিপক্ষকে অভিবাদন জানানোর বদলে পুরো দল নিয়ে উঠে যান।’

ম্যাচ শেষে সাকিবও জানালেন, লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তাঁদের হাত মেলানো হয়নি। সাকিবের ভাষায়, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত) মেলাইনি না, ওরা চলে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত