ক্রীড়া ডেস্ক
অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে লঙ্কান ক্রিকেটাররা যে ক্ষুব্ধ, এটা তাঁদের শরীরী ভাষাতেই বোঝা গেছে। তাঁদের ক্ষোভের কারণটাও অজানা নয়। ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
কিন্তু নিয়মের মধ্যে থেকে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা যদি ক্রিকেটীয় চেতনার পরিপন্থী হয়, তাহলে ম্যাচ শেষে লঙ্কানদের আচরণটাকে কী বলবেন! খেলা শেষে লঙ্কান ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাতই মেলালেন না।
লঙ্কানদের ২৭৯ রান তাড়া করে ৩ উইকেটে জিতে যাওয়ার পর যখন দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর কথা, তখন বাংলাদেশ দলের খেলোয়াড়-কোচরা ড্রেসিংরুম থেকে নেমে এলেও লঙ্কান ক্রিকেটাররা আগেই মাঠ ছেড়ে চলে যান। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন শুধু লঙ্কান কোচরাই।
লঙ্কানদের এই আচরণ ক্রিকেটীয় চিরন্তন চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস প্রতিপক্ষকে অভিবাদন জানানোর বদলে পুরো দল নিয়ে উঠে যান।’
ম্যাচ শেষে সাকিবও জানালেন, লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তাঁদের হাত মেলানো হয়নি। সাকিবের ভাষায়, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত) মেলাইনি না, ওরা চলে গেছে।’
অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে লঙ্কান ক্রিকেটাররা যে ক্ষুব্ধ, এটা তাঁদের শরীরী ভাষাতেই বোঝা গেছে। তাঁদের ক্ষোভের কারণটাও অজানা নয়। ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
কিন্তু নিয়মের মধ্যে থেকে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা যদি ক্রিকেটীয় চেতনার পরিপন্থী হয়, তাহলে ম্যাচ শেষে লঙ্কানদের আচরণটাকে কী বলবেন! খেলা শেষে লঙ্কান ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাতই মেলালেন না।
লঙ্কানদের ২৭৯ রান তাড়া করে ৩ উইকেটে জিতে যাওয়ার পর যখন দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর কথা, তখন বাংলাদেশ দলের খেলোয়াড়-কোচরা ড্রেসিংরুম থেকে নেমে এলেও লঙ্কান ক্রিকেটাররা আগেই মাঠ ছেড়ে চলে যান। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন শুধু লঙ্কান কোচরাই।
লঙ্কানদের এই আচরণ ক্রিকেটীয় চিরন্তন চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস প্রতিপক্ষকে অভিবাদন জানানোর বদলে পুরো দল নিয়ে উঠে যান।’
ম্যাচ শেষে সাকিবও জানালেন, লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তাঁদের হাত মেলানো হয়নি। সাকিবের ভাষায়, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত) মেলাইনি না, ওরা চলে গেছে।’
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৫ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৬ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৬ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৬ ঘণ্টা আগে